ETV Bharat / state

Malda Murder Attempt: গর্ভবতী স্ত্রী'কে খুনের চেষ্টার অভিযোগ, হরিশচন্দ্রপুরে পুলিশের দ্বারস্থ মহিলা - খুনের চেষ্টার অভিযোগ

গর্ভবতী স্ত্রীকে ঘুমের মধ্যে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে (Man Accused of Attempt to Murder 8 Month Pregnant Wife in Malda) ৷ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন মহিলা ৷ পলাতক অভিযুক্ত স্বামী-সহ তাঁর পরিবারের 4 জন ৷

Man Accused of Attempt to Murder 8 Month Pregnant Wife in Malda
Man Accused of Attempt to Murder 8 Month Pregnant Wife in Malda
author img

By

Published : Aug 10, 2022, 6:22 PM IST

মালদা, 10 অগস্ট: ঘুমের মধ্যে 8 মাসের গর্ভবতী স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুরের 1 নম্বর ব্লকের তুলসিহাটার বৈজনাথপুর গ্রামে (Man allegedly attempts to murder pregnant wife in Malda) ৷ স্বামী, শ্বশুর-শাশুড়ি সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন লালবানু বিবি নামে ওই মহিলা ৷ পুলিশে অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে পালিয়েছেন মূল অভিযুক্ত মহম্মদ হামেদ সহ-চার অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে খবর, 7 বছর আগে দেখাশোনা করে একই গ্রামের বাসিন্দা মহম্মদ হামেদ এবং লালবানুর বিয়ে হয় ৷ অভিযোগ বিয়ের পর থেকেই লালবানুকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিচ্ছিলেন হামেদ ৷ গত কয়েক বছর স্বামীর কথা মতো বাপের বাড়ি থেকে টাকা নিয়েও আসছিলেন ৷ কিন্তু, সম্প্রতি লালবানু বিবি প্রতিবাদ করেন এবং বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করেন ৷ অভিযোগ, এর পর থেকেই তাঁর উপর শুরু হয় অত্যাচার ৷ এমনকি মাঝে একবার বাড়ি থেকেও বের করে দেওয়া হয় তাঁকে ৷ গতকাল রাতে 8 মাসের গর্ভবতী লালবানু বিবি যখন ঘুমোচ্ছিলেন, তখন মহম্মদ হামেদ তাঁকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ ৷

8 মাসের গর্ভবতী স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ

আরও পড়ুন: স্ত্রীকে খুনের পরেই আত্মঘাতী স্বামী! কারণ খুঁজতে আসরে পুলিশ

বুধবার লালবানু এবং তাঁর বাপের বাড়ির লোকজন থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশে অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন মহম্মদ হামেদ, তাঁর মা-বাবা এবং অভিযুক্ত আরও এক ৷ এ নিয়ে লালবানু বিবি বলেন, "আমার স্বামীর সবজির দোকান রয়েছে ৷ কিন্তু ওর টাকার খুব লোভ ৷ আমাকে বাপের বাড়ি থেকে বারবার টাকা আনতে বলত ৷ টাকা না-দেওয়ায় ও আমাকে বের করে দিয়েছে ৷ আমাকে আর বাবাকে খুন করার হুমকি দিত ৷ দু’মাস ধরে অত্যাচারের মাত্রা বেড়ে যায় ৷"

মালদা, 10 অগস্ট: ঘুমের মধ্যে 8 মাসের গর্ভবতী স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুরের 1 নম্বর ব্লকের তুলসিহাটার বৈজনাথপুর গ্রামে (Man allegedly attempts to murder pregnant wife in Malda) ৷ স্বামী, শ্বশুর-শাশুড়ি সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন লালবানু বিবি নামে ওই মহিলা ৷ পুলিশে অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে পালিয়েছেন মূল অভিযুক্ত মহম্মদ হামেদ সহ-চার অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে খবর, 7 বছর আগে দেখাশোনা করে একই গ্রামের বাসিন্দা মহম্মদ হামেদ এবং লালবানুর বিয়ে হয় ৷ অভিযোগ বিয়ের পর থেকেই লালবানুকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিচ্ছিলেন হামেদ ৷ গত কয়েক বছর স্বামীর কথা মতো বাপের বাড়ি থেকে টাকা নিয়েও আসছিলেন ৷ কিন্তু, সম্প্রতি লালবানু বিবি প্রতিবাদ করেন এবং বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করেন ৷ অভিযোগ, এর পর থেকেই তাঁর উপর শুরু হয় অত্যাচার ৷ এমনকি মাঝে একবার বাড়ি থেকেও বের করে দেওয়া হয় তাঁকে ৷ গতকাল রাতে 8 মাসের গর্ভবতী লালবানু বিবি যখন ঘুমোচ্ছিলেন, তখন মহম্মদ হামেদ তাঁকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ ৷

8 মাসের গর্ভবতী স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ

আরও পড়ুন: স্ত্রীকে খুনের পরেই আত্মঘাতী স্বামী! কারণ খুঁজতে আসরে পুলিশ

বুধবার লালবানু এবং তাঁর বাপের বাড়ির লোকজন থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশে অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন মহম্মদ হামেদ, তাঁর মা-বাবা এবং অভিযুক্ত আরও এক ৷ এ নিয়ে লালবানু বিবি বলেন, "আমার স্বামীর সবজির দোকান রয়েছে ৷ কিন্তু ওর টাকার খুব লোভ ৷ আমাকে বাপের বাড়ি থেকে বারবার টাকা আনতে বলত ৷ টাকা না-দেওয়ায় ও আমাকে বের করে দিয়েছে ৷ আমাকে আর বাবাকে খুন করার হুমকি দিত ৷ দু’মাস ধরে অত্যাচারের মাত্রা বেড়ে যায় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.