ETV Bharat / state

'রংয়ের শর্ত তুলে নিয়ে রাজ্যকে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা দিন', মোদিকে চিঠি মমতার - নরেন্দ্র মোদি

Mamata Banerjee writes to PM Modi: রংয়ের শর্ত তুলে নিয়ে রাজ্যকে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা দেওয়ার অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee writes to PM Modi
মোদিকে চিঠি মমতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 7:11 PM IST

Updated : Dec 1, 2023, 9:28 AM IST

কলকাতা, 30 নভেম্বর: একটি নির্দিষ্ট রঙের কারণে কেন রাজ্যকে প্রাপ্য টাকা দেওয়া হবে না ? জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এই প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নীল-সাদা ও গেরুয়া রঙের দ্বন্দ্বের কারণে গ্রামের গরিব মানুষের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়ে কেন্দ্র টাকা আটকে দিয়েছে বলে অভিযোগ শাসকদলের । এই অবস্থায় চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই চিঠি লিখেছেন ৷ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হোক । নইলে প্রকল্প চালাতে অসুবিধা হচ্ছে । গরিব মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে । রাজ্যের 474টি সুস্বাস্থ্য কেন্দ্র, 65টি ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং 28টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য একাধিক কিস্তিতে টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের । নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে এই অর্থ দেয় কেন্দ্রীয় সরকার । অভিযোগ উঠেছে যে, রাজ্য সঠিকভাবে নিয়ম না মানায় টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র । জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে প্রাপ্য বকেয়া এখনও পাঠায়নি কেন্দ্রীয় সরকার ।

কিন্তু কেন মেলেনি কেন্দ্রীয় বরাদ্দ ? জানা গিয়েছে, টাকা পাঠানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকল্পের নাম এবং সুস্বাস্থ্য ভবনের রং। প্রকল্পের নাম অনুযায়ী ওইসব সুস্বাস্থ্যকেন্দ্রের নাম রাখতে হবে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার । সেই সঙ্গে ভবনের বাইরে লিখতে হবে - আয়ুষ্মান মন্দির । কেন্দ্রের দাবি, সেই শর্ত না মেনে রাজ্যে এই প্রকল্প হয়ে গিয়েছে সুস্বাস্থ্য প্রকল্প । এ ছাড়াও বাড়ির রঙ রাখতে হত মেটালিক ইয়োলো । সেই সঙ্গে খয়েরি রঙের বর্ডার । কিন্তু রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিকে রাঙানো হয়েছে নীল-সাদা রঙে, আর এই নিয়েই বেধেছে গোল ।

নবান্ন সূত্রে দাবি, 2021-22 অর্থবর্ষে এই খাতে 828 কোটি টাকা পাওয়ার কথা ছিল । কিন্তু, দেওয়া হয়েছে 724 কোটি টাকা । 2022-23 অর্থবর্ষে পাওয়ার কথা ছিল 826 কোটি টাকা । অথচ কেন্দ্র দিয়েছে মাত্র 486 কোটি টাকা ৷

অনেক রাজ্য সঠিক সময় ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিয়েও টাকা পেয়ে যাচ্ছে । অথচ বাংলা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েও টাকা পাচ্ছে না বলে অভিযোগ । চলতি অর্থবর্ষ অর্থাত্‍ 2023-24 অর্থবর্ষে এখনও পর্যন্ত এই খাতে বাংলাকে কোনও টাকাই দেয়নি কেন্দ্র । এ দিন তা নিয়েই চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় । চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, "এটা খুব দুর্ভাগ্যজনক । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দিষ্ট রং না করার জন্য টাকা ছাড়বে না । যদিও অন্যান্য শর্ত পূরণ করা হয়েছে । এই টাকা আটকে রাখা সাধারণ মানুষকে বঞ্চনা দেওয়ার সমান ।"

মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্য সরকার একাধিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেছে । এখনও পর্যন্ত 11 হাজার স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে এই প্রকল্পের অধীনে । 2011 সালের পর থেকে রাজ্য সরকারের যে রং-ই ব্রান্ডিং করে রেখেছে, সেই রং-ই দেওয়া হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। এ দিন প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী হেলথ ও ওয়েলনেস সেন্টারে নির্দিষ্ট রং করার শর্ত তুলে নেওয়ার অনুরোধ করেছেন । কেন্দ্রের 1400 কোটি টারা দেওয়ার থাকলেও তার মধ্যে চলতি আর্থিক বছরে এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার দিয়েছে 280 কোটি টাকা । কিছুদিন আগেই রাজ্যের তরফে আরও 300 কোটি টাকা চেয়ে চিঠি পাঠানো হয়েছিল । সেই টাকা না আসায় অবশেষে চিঠি লিখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে নোটের বান্ডিল, এল টাকা গোনার মেশিন; চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ
  2. অমিত শাহের ফ্লপ শো থেকে নজর ঘোরাতেই সিবিআই হানা, দাবি তৃণমূলের
  3. অধিকার আদায়ে পথে নামছে সোনাগাছি, আওয়াজ উঠবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধেও

কলকাতা, 30 নভেম্বর: একটি নির্দিষ্ট রঙের কারণে কেন রাজ্যকে প্রাপ্য টাকা দেওয়া হবে না ? জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এই প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নীল-সাদা ও গেরুয়া রঙের দ্বন্দ্বের কারণে গ্রামের গরিব মানুষের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়ে কেন্দ্র টাকা আটকে দিয়েছে বলে অভিযোগ শাসকদলের । এই অবস্থায় চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই চিঠি লিখেছেন ৷ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হোক । নইলে প্রকল্প চালাতে অসুবিধা হচ্ছে । গরিব মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে । রাজ্যের 474টি সুস্বাস্থ্য কেন্দ্র, 65টি ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং 28টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য একাধিক কিস্তিতে টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের । নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে এই অর্থ দেয় কেন্দ্রীয় সরকার । অভিযোগ উঠেছে যে, রাজ্য সঠিকভাবে নিয়ম না মানায় টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র । জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে প্রাপ্য বকেয়া এখনও পাঠায়নি কেন্দ্রীয় সরকার ।

কিন্তু কেন মেলেনি কেন্দ্রীয় বরাদ্দ ? জানা গিয়েছে, টাকা পাঠানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকল্পের নাম এবং সুস্বাস্থ্য ভবনের রং। প্রকল্পের নাম অনুযায়ী ওইসব সুস্বাস্থ্যকেন্দ্রের নাম রাখতে হবে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার । সেই সঙ্গে ভবনের বাইরে লিখতে হবে - আয়ুষ্মান মন্দির । কেন্দ্রের দাবি, সেই শর্ত না মেনে রাজ্যে এই প্রকল্প হয়ে গিয়েছে সুস্বাস্থ্য প্রকল্প । এ ছাড়াও বাড়ির রঙ রাখতে হত মেটালিক ইয়োলো । সেই সঙ্গে খয়েরি রঙের বর্ডার । কিন্তু রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিকে রাঙানো হয়েছে নীল-সাদা রঙে, আর এই নিয়েই বেধেছে গোল ।

নবান্ন সূত্রে দাবি, 2021-22 অর্থবর্ষে এই খাতে 828 কোটি টাকা পাওয়ার কথা ছিল । কিন্তু, দেওয়া হয়েছে 724 কোটি টাকা । 2022-23 অর্থবর্ষে পাওয়ার কথা ছিল 826 কোটি টাকা । অথচ কেন্দ্র দিয়েছে মাত্র 486 কোটি টাকা ৷

অনেক রাজ্য সঠিক সময় ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিয়েও টাকা পেয়ে যাচ্ছে । অথচ বাংলা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েও টাকা পাচ্ছে না বলে অভিযোগ । চলতি অর্থবর্ষ অর্থাত্‍ 2023-24 অর্থবর্ষে এখনও পর্যন্ত এই খাতে বাংলাকে কোনও টাকাই দেয়নি কেন্দ্র । এ দিন তা নিয়েই চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় । চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, "এটা খুব দুর্ভাগ্যজনক । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দিষ্ট রং না করার জন্য টাকা ছাড়বে না । যদিও অন্যান্য শর্ত পূরণ করা হয়েছে । এই টাকা আটকে রাখা সাধারণ মানুষকে বঞ্চনা দেওয়ার সমান ।"

মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্য সরকার একাধিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেছে । এখনও পর্যন্ত 11 হাজার স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে এই প্রকল্পের অধীনে । 2011 সালের পর থেকে রাজ্য সরকারের যে রং-ই ব্রান্ডিং করে রেখেছে, সেই রং-ই দেওয়া হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। এ দিন প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী হেলথ ও ওয়েলনেস সেন্টারে নির্দিষ্ট রং করার শর্ত তুলে নেওয়ার অনুরোধ করেছেন । কেন্দ্রের 1400 কোটি টারা দেওয়ার থাকলেও তার মধ্যে চলতি আর্থিক বছরে এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার দিয়েছে 280 কোটি টাকা । কিছুদিন আগেই রাজ্যের তরফে আরও 300 কোটি টাকা চেয়ে চিঠি পাঠানো হয়েছিল । সেই টাকা না আসায় অবশেষে চিঠি লিখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে নোটের বান্ডিল, এল টাকা গোনার মেশিন; চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ
  2. অমিত শাহের ফ্লপ শো থেকে নজর ঘোরাতেই সিবিআই হানা, দাবি তৃণমূলের
  3. অধিকার আদায়ে পথে নামছে সোনাগাছি, আওয়াজ উঠবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধেও
Last Updated : Dec 1, 2023, 9:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.