ETV Bharat / state

Mamata Banerjee at Malda: মালদায় পা রাখলেন মুখ্যমন্ত্রী, বৃহস্পতিতে কোথায় কী কর্মসূচি দেখে নিন - মালদায় মুখ্যমন্ত্রী

সরাইঘাট এক্সপ্রেসে বুধবার রাতে মালদা পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোথায় থাকবেন তিনি ? এই জেলা সফরে কী কর্মসূচি রয়েছে তাঁর ?

Etv Bharat
মালদা স্টেশনে মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 3, 2023, 10:33 PM IST

মালদা, 3 মে: সরাইঘাট এক্সপ্রেস পৌঁছল মালদা ৷ নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গায়ে পাতলা চাদর ৷ বুধবার রাতে তাঁকে স্বাগত জানাতে মালদা স্টেশনে উপস্থিত হন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ আরও অনেকে ৷ তবে স্টেশনে নেমে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি ৷ স্টেশন থেকে বেরিয়েই সোজা চলে যান পুরাতন মালদার মঙ্গলবাড়িতে সেচ দফতরের অতিথিশালা মহানন্দা ভবনে ৷ সেখানেই রাত্রিবাস করবেন তিনি ৷ তাঁর সঙ্গে এসেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমও ৷ আগামিকাল বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর ৷

সেখানে জেলা প্রশাসনের সঙ্গে রিভিউ মিটিংয়ে অংশ নেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ প্রথমে কথা ছিল, মালদার সঙ্গে দুই দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন ৷ পরে জানা যায়, দুই দিনাজপুরের বদলে তিনি মুর্শিদাবাদ জেলাকে এই বৈঠকে ডেকে নিয়েছেন ৷ ওই জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়েও তিনি বিস্তারিত তথ্য নেবেন ৷ এতেই প্রশ্ন উঠেছে, তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল নিয়ে তিনি এখনও চিন্তিত ?

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামিকালের প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ তবে ডায়মন্ডহারবারের সাংসদ মালদা জেলার প্রশাসনিক বৈঠকে কী করবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের একাংশেই ৷ এদিকে জেলা তৃণমূল সূত্রে খবর, আগামিকাল প্রশাসনিক বৈঠকের আগে মুখ্যমন্ত্রী মিলকি জামে মসজিদ পরিদর্শনে যেতে পারেন ৷ বেলা দু'টোর সময় সেই মসজিদেই যাওয়ার কথা রয়েছে অভিষেকের ৷

অর্থাৎ, সেখানেই মুখোমুখি হতে পারেন পিসি-ভাইপো ৷ শুধু তাই নয়, প্রশাসনিক বৈঠক শেষে ইংরেজবাজারের সুস্থানি মোড়ে অভিষেকের জনসংযোগ যাত্রা কর্মসূচির অধিবেশনেও উপস্থিত থাকতে পারেন মমতা ৷ সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে আগামিকাল মালদায় যে তৃণমূলের একটি মেগা ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে সে কথা বলাই যায় ৷

আরও পড়ুন : অনুব্রতর গড়ে ট্রেন থামতেই মমতার হাতে চপ-মুড়ি তুলে দিলেন কর্মীরা

মালদা, 3 মে: সরাইঘাট এক্সপ্রেস পৌঁছল মালদা ৷ নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গায়ে পাতলা চাদর ৷ বুধবার রাতে তাঁকে স্বাগত জানাতে মালদা স্টেশনে উপস্থিত হন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ আরও অনেকে ৷ তবে স্টেশনে নেমে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি ৷ স্টেশন থেকে বেরিয়েই সোজা চলে যান পুরাতন মালদার মঙ্গলবাড়িতে সেচ দফতরের অতিথিশালা মহানন্দা ভবনে ৷ সেখানেই রাত্রিবাস করবেন তিনি ৷ তাঁর সঙ্গে এসেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমও ৷ আগামিকাল বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর ৷

সেখানে জেলা প্রশাসনের সঙ্গে রিভিউ মিটিংয়ে অংশ নেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ প্রথমে কথা ছিল, মালদার সঙ্গে দুই দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন ৷ পরে জানা যায়, দুই দিনাজপুরের বদলে তিনি মুর্শিদাবাদ জেলাকে এই বৈঠকে ডেকে নিয়েছেন ৷ ওই জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়েও তিনি বিস্তারিত তথ্য নেবেন ৷ এতেই প্রশ্ন উঠেছে, তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল নিয়ে তিনি এখনও চিন্তিত ?

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামিকালের প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ তবে ডায়মন্ডহারবারের সাংসদ মালদা জেলার প্রশাসনিক বৈঠকে কী করবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের একাংশেই ৷ এদিকে জেলা তৃণমূল সূত্রে খবর, আগামিকাল প্রশাসনিক বৈঠকের আগে মুখ্যমন্ত্রী মিলকি জামে মসজিদ পরিদর্শনে যেতে পারেন ৷ বেলা দু'টোর সময় সেই মসজিদেই যাওয়ার কথা রয়েছে অভিষেকের ৷

অর্থাৎ, সেখানেই মুখোমুখি হতে পারেন পিসি-ভাইপো ৷ শুধু তাই নয়, প্রশাসনিক বৈঠক শেষে ইংরেজবাজারের সুস্থানি মোড়ে অভিষেকের জনসংযোগ যাত্রা কর্মসূচির অধিবেশনেও উপস্থিত থাকতে পারেন মমতা ৷ সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে আগামিকাল মালদায় যে তৃণমূলের একটি মেগা ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে সে কথা বলাই যায় ৷

আরও পড়ুন : অনুব্রতর গড়ে ট্রেন থামতেই মমতার হাতে চপ-মুড়ি তুলে দিলেন কর্মীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.