মালদা, 8 ডিসেম্বর : দুপুর নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে চলছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক (malda administrative meeting) ৷ তখনই খবর এল তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত সহ 14 জন সেনাকর্তা গুরুতর জখম হয়েছেন । মুহূর্তে থমকে যান রাজ্যের প্রশাসনিক প্রধান । বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বিষয়টি উপস্থিত সবাইকে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন (Mamata on chopper crash) ৷ এরপর আর বৈঠক দীর্ঘায়িত করেননি মুখ্যমন্ত্রী ৷ দু-একটি কথা বলে প্রশাসনিক বৈঠক শেষ করেন তিনি ।
আজ তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের জঙ্গলে ভেঙে (Bipin Rawat's Chopper Crash) পড়ে বায়ুসেনার এমআই-17 হেলিকপ্টারটি (MI-17 Helicopter Crash) ৷ তাতে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ 14 জন ৷ দুর্ঘটনার কথা জানার পর তড়িঘড়ি প্রশাসনিক শেষ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, "কুন্নুর থেকে খুবই দুঃখজনক খবর আসছে ৷ ভেঙে পড়া চপারে সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর পরিবার-সহ যাঁরা ছিলেন তাঁদের সুরক্ষা কামনা করছে গোটা দেশ ৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি ৷"
আজ নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিঙ্কর সদনে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকে শহরে স্বাগত জানাতে 12 নম্বর জাতীয় সড়কের দু'ধারে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় ছিল প্রচুর মানুষ। বৈঠকের শুরুতেই তিনি 298 কোটি 77 লক্ষ 61 হাজার টাকা ব্যয়ে নির্মিত 37টি প্রকল্পের উদ্বোধন এবং 469 কোটি 65 লক্ষ 34 হাজার টাকা বরাদ্দকৃত 59টি প্রকল্পের শিলান্যাস করেন। জেলায় শিল্পের হাল হকিকত নিয়ে কথা বলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের সঙ্গে।
আরও পড়ুন: Military Chopper Crash in Tamil Nadu : বিপিন রাওয়াত-সহ 14 জন সওয়ারিকে নিয়ে ভেঙে পড়ল বায়ুসেনার চপার
জেলার বণিকসভার সম্পাদক জয়ন্ত কুণ্ডু মুখ্যমন্ত্রীকে হরিশ্চন্দ্রপুরের মাখনা চাষের বিষয়ে জানান। তিনি বলেন, "সেখানে মাখনা প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে পারলে 70 থেকে 80 হাজার মানুষের কর্মসংস্থান করা যাবে।" কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ারক্ষেত্রে ব্যবসায়ীদের সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী বিষয়টি দেখে নেওয়ার আশ্বাস দেন। এই জেলায় রেশম উৎপাদনের সঙ্গে তা থেকে কাপড় তৈরির বিষয়টি জুড়ে দিতে সচিবকে নির্দেশ দেন। জেলায় শিল্প স্থাপনে সিনার্জির আয়োজন করার প্রস্তাবে মুখ্যমন্ত্রী এনিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দেন। জেলায় 31 হাজার হেক্টর জমিতে আমচাষ হলেও অনেক বাগানের গাছ পুরোনো হয়ে গিয়েছে। পুরোনো গাছ এখনই না কেটে তার পাশাপাশি নতুন গাছ লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জেলার আমচাষিরা যাতে বেশি ফলন পেতে গাছে কোনও ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার না করেন, তার আর্জিও জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Rajnath Singh Meeting on Chopper Crash : চপার দুর্ঘটনার পর জরুরি বৈঠকে রাজনাথ, নীলগিরি যাচ্ছেন স্ট্য়ালিন