মালদা, 13 সেপ্টেম্বর: দেবতাদের থেকে পাওয়া অস্ত্রে অসুর বধ করেছিলেন দশভুজা । বাংলার মসনদে আসীন মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেই দশভুজা রূপেই তুলে আনল মালদার একটি ক্লাব । তবে অস্ত্রের পরিবর্তে দেবীরূপী মমতার হাত জনদরদী প্রকল্পে ভরিয়ে দিয়েছে তারা ।
বিধানসভা নির্বাচনে তৃতীয় বার মমতা ক্ষমতায় ফেরার পর থেকেই তাঁর আদলে দেবীমূর্তি গড়ার ভূরি ভূরি নিদর্শন ইতিমধ্যেই সামনে এসেছে ৷ মালদার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত পিপলা গ্রামের রামকৃষ্ণ ফ্যান ক্লাবও সেই রাস্তাই ধরেছে ৷ তবে সেখানে শুধু জনদরদী বা মমতাময়ী রূপে তৃণমূল নেত্রীকে তুলে ধরেনি তারা ৷ তাতে রয়েছে নির্বাচনী আঁচও ৷
নন্দীগ্রামে মমতার আহত হওয়া এবং লোকের মুখে মুখে ফেরা ‘খেলা হবে‘ স্লোগানটিকেও দেবী বন্দনার সঙ্গে জুড়ে দিয়েছে রামকৃষ্ণ ফ্যান ক্লাব ৷ তাই হুইল চেয়ারে ফুটবল হাতে নিয়ে বসে থাকা মমতার মূর্তিও জায়গা পেয়েছে প্যান্ডেলে ৷ নির্বাচনে ঠিক যে কায়দায় মমতা প্রতিপক্ষ গেরুয়া শিবিরকে বধ করেছেন, তা-ই যেন ফুটিয়ে তোলা হয়েছে ৷
তৃণমূলের জেলা সম্পাদক বুলবুল খান বলেন, ‘‘দিদির খেলা হবে স্লোগানই আমাদের থিম ৷ উনি নিজে সমস্ত প্রকল্প চালাচ্ছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়য়ের সমস্ত প্রকল্পকে তুলে ধরেছি আমরা ৷ আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবেও ওঁকেই চাইছি ৷’’
তবে এই প্রথম বার নয়, বিজেপি-র হাত ধরে বাংলায় গণেশ পুজোর হিড়িক পড়েছে বলে নিন্দুকরা দাবি করলেও, এই হরিশচন্দ্রপুরেই তৃণমূলের জেলা নেতৃত্ব মমতাকেই গণেশ পুজোর থিম বানিয়েছিলেন ৷ সে বার মাতৃস্বরূপ মমতার কোলে জায়গা হয়েছিল গণেশের ৷