ETV Bharat / state

Malda Witchcraft: যখন দেশের শীর্ষ আসনে একজন আদিবাসী, তখন কুসংস্কারের শিকার সেই সমাজেরই যুবক - Superstition

ফের ডাইনি অপবাদ (Witchcraft) দেওয়ার অভিযোগ উঠল ৷ এবার ঘটনাস্থল মালদার (Malda) গাজোল ৷ একই গ্রামের 16 জনকে একসঙ্গে এই অপবাদ দেওয়া হয় ৷ প্রতিবাদ করায় ওই 16 জনের একজনের ছেলেকে মারধর করা হয়েছে বলে অভিযোগ (Malda Youth Allegedly Beaten up by Locals for Protesting against Witchcraft) ৷

Malda Youth Allegedly Beaten up by Locals for Protesting against Witchcraft
Malda Witchcraft: যখন দেশের শীর্ষ আসনে একজন আদিবাসী, তখন কুসংস্কারের শিকার সেই সমাজেরই যুবক
author img

By

Published : Jul 22, 2022, 3:36 PM IST

মালদা, 22 জুলাই : যখন দেশের সর্বোচ্চ আসনে একজন আদিবাসী, তখন সেই সমাজেই কুসংস্কারের শিকড় অনেক গভীর পর্যন্ত ঢুকে রয়েছে । অনেক চেষ্টার পরেও সেই কুসংস্কারকে (Superstition) গোড়া থেকে উপড়ে ফেলা যাচ্ছে না । এখনও নিরীহ মানুষকে ডাইনি অপবাদ (Witchcraft) করা হচ্ছে । সেই ছবি ধরা পড়েছে মালদার (Malda) গাজোলের আলাল গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রসাইল গ্রামে । এই প্রথা থেকে মা’কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন এক যুবক (Malda Youth Allegedly Beaten up by Locals for Protesting against Witchcraft) । খবর পেয়েই তড়িঘড়ি গ্রামে সচেতনতা প্রচার শুরু করেছে পুলিশ । যাচ্ছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরাও ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আদিবাসী অধ্যুষিত ইন্দ্রসাইল গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন । অবশ্য চিকিৎসার জন্য তাঁদের কোনও চিকিৎসকের কাছে কিংবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি । তার বদলে ইটাহার থেকে এক ওঝাকে গ্রামে ডেকে আনা হয়েছিল । টাকাপয়সা নিয়ে যজ্ঞ করে সেই ওঝা নিদান দেন, গ্রামে অন্তত 16 জন ডাইনি রয়েছে । তাদের নিঃশ্বাসেই নাকি সবাই অসুস্থ হচ্ছে ।

মাকে ডাইনি অপবাদ দেওয়ার প্রতিবাদ করায় যুবককে মারধরের অভিযোগ

ওঝা চলে যাওয়ার পর গ্রামের মোড়ল-মাতব্বররা মাঝির থানে সালিশি সভা বসায় । সেখানে ডাকা হয় গ্রামবাসীদেরও । সেখানে ওঝার দেওয়ার ডাইনির তালিকায় থাকা নাম সবার সামনে ঘোষণা করা হয় । মাতব্বরদের গলায় মা রন্ধন হেমব্রমের নাম শুনে প্রতিবাদ করেন ছেলে সুবোধ হাঁসদা । তখনই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে মাতব্বররা । বেধড়ক মারধর করে সুবোধের মাথা ফাটিয়ে দেওয়া হয় । তাঁকে নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে । তখনই গোটা ঘটনা চাউর হয় ।

সুবোধ বলেন, “গ্রামের ভালোর জন্য ইটাহার কালীবাড়ি এলাকা থেকে বিশ্বজিৎ কর্মকার নামে এক ওঝাকে ডেকে আনা হয়েছিল । পুজোপাঠ করার পর ওঝা 16 জনকে ডাইনি চিহ্নিত করেন । আমার মায়ের নামও ওই তালিকায় ছিল । এনিয়ে গ্রামের মানুষজন আমাদের বিধি মানতে বলে । তাই তাঁদের সঙ্গে আমার ঝামেলা হয় । সেখান থেকে মারামারি । মোড়ল দাশু হাঁসদাও গ্রামবাসীদের পক্ষেই কথা বলছে ।”

সুবোধের বাবা চন্দ্র হাঁসদা বলেন, “স্ত্রীর সঙ্গে আমাকেও ফুকসিন (ডাইনি) চিহ্নিত করেছে । এনিয়ে গ্রামবাসীরা সভা বসিয়েছিল । সেখানে প্রতিবাদ করায় গ্রামেরই সবাই মারধর করে ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে । এই ঘটনায় আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছি ।”

এনিয়ে থানায় কোনও অভিযোগ জমা না হলেও ঘটনা জানতে পেরেই গ্রামে ছুটে গিয়েছেন গাজোল থানার পুলিশ ৷ ডাইনি কুসংস্কার নিয়ে গ্রামবাসীদের সচেতন করতে শুরু করেছে পুলিশ । আজ বিকেলে গ্রামে যাচ্ছেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরাও । পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বঘোষিত ওঝার খোঁজে গাজোল থানার পুলিশ ইটাহার থানার সঙ্গে যোগাযোগ শুরু করেছে ।

আরও পড়ুন : Witchcraft in Purulia : ডাইনি অপবাদে বৃদ্ধাকে হেনস্থার অভিযোগ, পুরুলিয়ার গ্রামে যুক্তিবাদী সমিতি ও বিজ্ঞানমঞ্চ

মালদা, 22 জুলাই : যখন দেশের সর্বোচ্চ আসনে একজন আদিবাসী, তখন সেই সমাজেই কুসংস্কারের শিকড় অনেক গভীর পর্যন্ত ঢুকে রয়েছে । অনেক চেষ্টার পরেও সেই কুসংস্কারকে (Superstition) গোড়া থেকে উপড়ে ফেলা যাচ্ছে না । এখনও নিরীহ মানুষকে ডাইনি অপবাদ (Witchcraft) করা হচ্ছে । সেই ছবি ধরা পড়েছে মালদার (Malda) গাজোলের আলাল গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রসাইল গ্রামে । এই প্রথা থেকে মা’কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন এক যুবক (Malda Youth Allegedly Beaten up by Locals for Protesting against Witchcraft) । খবর পেয়েই তড়িঘড়ি গ্রামে সচেতনতা প্রচার শুরু করেছে পুলিশ । যাচ্ছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরাও ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আদিবাসী অধ্যুষিত ইন্দ্রসাইল গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন । অবশ্য চিকিৎসার জন্য তাঁদের কোনও চিকিৎসকের কাছে কিংবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি । তার বদলে ইটাহার থেকে এক ওঝাকে গ্রামে ডেকে আনা হয়েছিল । টাকাপয়সা নিয়ে যজ্ঞ করে সেই ওঝা নিদান দেন, গ্রামে অন্তত 16 জন ডাইনি রয়েছে । তাদের নিঃশ্বাসেই নাকি সবাই অসুস্থ হচ্ছে ।

মাকে ডাইনি অপবাদ দেওয়ার প্রতিবাদ করায় যুবককে মারধরের অভিযোগ

ওঝা চলে যাওয়ার পর গ্রামের মোড়ল-মাতব্বররা মাঝির থানে সালিশি সভা বসায় । সেখানে ডাকা হয় গ্রামবাসীদেরও । সেখানে ওঝার দেওয়ার ডাইনির তালিকায় থাকা নাম সবার সামনে ঘোষণা করা হয় । মাতব্বরদের গলায় মা রন্ধন হেমব্রমের নাম শুনে প্রতিবাদ করেন ছেলে সুবোধ হাঁসদা । তখনই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে মাতব্বররা । বেধড়ক মারধর করে সুবোধের মাথা ফাটিয়ে দেওয়া হয় । তাঁকে নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে । তখনই গোটা ঘটনা চাউর হয় ।

সুবোধ বলেন, “গ্রামের ভালোর জন্য ইটাহার কালীবাড়ি এলাকা থেকে বিশ্বজিৎ কর্মকার নামে এক ওঝাকে ডেকে আনা হয়েছিল । পুজোপাঠ করার পর ওঝা 16 জনকে ডাইনি চিহ্নিত করেন । আমার মায়ের নামও ওই তালিকায় ছিল । এনিয়ে গ্রামের মানুষজন আমাদের বিধি মানতে বলে । তাই তাঁদের সঙ্গে আমার ঝামেলা হয় । সেখান থেকে মারামারি । মোড়ল দাশু হাঁসদাও গ্রামবাসীদের পক্ষেই কথা বলছে ।”

সুবোধের বাবা চন্দ্র হাঁসদা বলেন, “স্ত্রীর সঙ্গে আমাকেও ফুকসিন (ডাইনি) চিহ্নিত করেছে । এনিয়ে গ্রামবাসীরা সভা বসিয়েছিল । সেখানে প্রতিবাদ করায় গ্রামেরই সবাই মারধর করে ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে । এই ঘটনায় আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছি ।”

এনিয়ে থানায় কোনও অভিযোগ জমা না হলেও ঘটনা জানতে পেরেই গ্রামে ছুটে গিয়েছেন গাজোল থানার পুলিশ ৷ ডাইনি কুসংস্কার নিয়ে গ্রামবাসীদের সচেতন করতে শুরু করেছে পুলিশ । আজ বিকেলে গ্রামে যাচ্ছেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরাও । পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বঘোষিত ওঝার খোঁজে গাজোল থানার পুলিশ ইটাহার থানার সঙ্গে যোগাযোগ শুরু করেছে ।

আরও পড়ুন : Witchcraft in Purulia : ডাইনি অপবাদে বৃদ্ধাকে হেনস্থার অভিযোগ, পুরুলিয়ার গ্রামে যুক্তিবাদী সমিতি ও বিজ্ঞানমঞ্চ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.