মালদা, 14 জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট বিলি হতেই ক্ষোভ শাসকদলের অন্দরে । স্বজনপোষণ ও টাকার বিনিময়ে টিকিট বিলি করার অভিযোগ তুলে বুধবার ইস্তফা দিল তৃণমূলের সংখ্যালঘু সেলের সমস্ত পদাধিকারীরা । এমনকি প্রতিটি বিধানসভা থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগও তুলেছেন সংখ্যালঘু সেলের সহ-সভাপতি । চাকরি চোরদের টিকিট দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের টিকিট বিলি হতেই ক্ষোভ দেখা দেয় জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের পদাধিকারীদের মধ্যে । বুধবার দুপুরেই বৈঠক ডেকে গণ ইস্তফার সিদ্ধান্ত নেন সংগঠনের পদাধিকারীরা । বৈঠকের সংকল্পে লেখা হয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘু সেলের কোনও পদাধিকারী প্রার্থী হিসেবে বিবেচিত না-হওয়ায় ব্লক সভাপতি ও জেলা কমিটির সকলে একযোগে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল । দলের কাছে উপেক্ষিত হয়ে, আর কেউ কোনওদিন সংখ্যালঘু সেলের কোনও দায়িত্বে থাকবেন না। এই সিদ্ধান্তের কথা রাজ্য ও জেলা নেতৃত্বকে জানানো হবে ।
এই নিয়ে সাংবাদিক বৈঠক করে সংগঠনের সভাপতি মুশারফ হোসেন বলেন, "সংগঠনের সমস্ত পদাধিকারী-সহ সমস্ত ব্লকের সভাপতিদের নিয়ে আলোচনা হয়েছে । তাঁরা কেউ তৃণমূলের সংখ্যলঘু সেলের পদে থাকতে চান না বলে জানিয়ে দিয়েছেন । কারণ, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের যে প্রার্থী তালিকা সামনে এসেছে, তাতে সংখ্যালঘু সেলকে পুরোপুরিভাবে উপেক্ষা করা হয়েছে । এমনকী একটি পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতিতেও সংখ্যালঘু সেলের কোনও পদাধিকারীকে প্রার্থী করা হয়নি । সেই কারণে, আমরা সকলে একত্রিত হয়ে তৃণমূলের সংখ্যালঘু সেলের সমস্ত পদাধিকারীরা পদত্যাগ করছি । তবে আমরা দল ছাড়ছি না । ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট বিলিতে স্বজনপোষণ হয়েছে, দুর্নীতি হয়েছে । বিভিন্নরকম আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত নেতাদের দল টিকিট দিয়েছে । নিশ্চিতভাবে অর্থের বিনিময়ে এই টিকিটগুলি দেওয়া হয়েছে । আমরা বৈঠকের রেজোলিউশনের কপি রাজ্য নেতৃত্ব, জেলা সভাপতি, চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেব ।"
সহ সভাপতি আনহারুল হক বলেন, "সীমাহীন দুর্নীতি হয়েছে । দলের প্রতিটি বিধায়ক, মন্ত্রী, জেলা সভাপতি, চেয়ারম্যান সকলেই নিজের নিজের বিধানসভা থেকে ত্রিস্তর পঞ্চায়েতের টিকিট বিলির নামে কোটি কোটি টাকা কামিয়েছে । জেলা পরিষদের টিকিট দেওয়া হয়েছে চাকরি চোরদের । তৃণমূলের মাদার কমিটির সকলেই এতে জড়িত । গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কোথাও দেড় লক্ষ, কোথাও 2-3 লক্ষ টাকায় টিকিট বিক্রি হয়েছে । পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ক্ষেত্রে সংখ্যাটা আরও অনেক বড় । প্রতিটি বিধানসভা থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে । এই টাকা দলের কোষাগারে যায়নি । নিজ নিজ বিধানসভা এলাকায় ভাগাভাগি হয়েছে । রাজ্যজুড়ে সংখ্যালঘু সেল কী করতে পারে, তা এই চোরেদের আমরা দেখিয়ে দেব ।"
এই বিষয়ে মালদা জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, "ইস্তফা দেওয়ার বিষয়টা আমার জানা নেই ৷ তবে যারা এরকম করছে তারা শুধু দল থেকে সুযোগ-সুবিধা নিতে এটা করছে ৷ আর দলকে বিভ্রান্তিতে ফেলছে ৷"
আরও পড়ুন : মনোনয়নের তৃতীয় দিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের