ETV Bharat / state

Malda TMC Leader: ভিন রাজ্যে দুর্ঘটনায় আহত শ্রমিক, নেতার মানবিক মুখ দেখল মালদা - ভিন রাজ্যে দুর্ঘটনায় আহত শ্রমিক

ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনার শিকার হন রাজ্যের শ্রমিকরা ৷ সেরকমই আহত হয়েছিলেন মালদার যুবক মহম্মদ আরিফ ৷ পূর্ণিয়া হাসপাতালে চিকিৎসা চলছে ৷ আহত যুবকের চিকিৎসার আশ্বাস স্থানীয় তৃণমূল নেতা বুলবুল খানের (TMC leader took charge of the treatment of a worker ) ৷

Malda TMC Leader
ভিন রাজ্যে দুর্ঘটনায় আহত শ্রমিক, সাহায্যের হাত তৃণমূল নেতার
author img

By

Published : Jun 16, 2022, 7:25 PM IST

মালদা, 16 জুন : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছিলেন মালদার যুবক মহম্মদ আরিফ ৷ আহত ওই শ্রমিকের পাশে দাঁড়ালেন স্থানীয় জেলা তৃণমূলের সাধরণ সম্পাদক বুলবুল খান ৷ বৃহস্পতিবার ওই যুবকের বাড়িতে গিয়ে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি (TMC leader took charge of the treatment of a worker) ৷

মালদার হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নানারাহি গ্রামের বাসিন্দা মহম্মদ আরিফ ৷ নির্মাণ শ্রমিকের কাজ করতেন ভিন রাজ্যে ৷ সম্প্রতি নির্মীয়মাণ বাড়ির দেড়তলা থেকে নীচে পড়ে যান ৷ ভেঙে যায় কোমরের হাড় ৷ গুরুতর আহত অবস্থায় ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে এসে ছিলেন ওই শ্রমিক ৷ চিকিৎসার জন্য তাঁকে পূর্ণিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ আরিফের একবার অস্ত্রোপচার হয় ৷ এখনও পুরোপুরি সুস্থ নন মহম্মদ আরিফ ৷ চিকিৎসকদের কথা মতো সুস্থ হতে আরও বেশ কয়েকবার অস্ত্রপচার প্রয়োজন ওই যুবকের ৷ অথচ প্রয়োজনীয় অর্থ যোগাড় করতে পারেননি পেশায় দিনমজুর এক্রামুল ৷

আহত যুবকের বাবা এক্রামুল বলেন, ‘‘স্যাটারিংয়ের কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে ছেলের ক্ষতি হয়ে গিয়েছে। ওর কোমর ভেঙে গিয়েছে। আজ বুলবুল মাস্টার এসেছিলেন । টাকাপয়সাও দিয়েছেন। প্রয়োজনে আরও টাকা দেবেন বলে তিনি জানিয়েছেন। পূর্ণিয়ায় ছেলের চিকিৎসা চলছে । তবে মাস্টার পাশে আছেন বলেই ওর চিকিৎসা করা যাবে।’’

নেতার মানবিক মুখ দেখল মালদা

আরও পড়ুন : Pulwama Encounter : পুলওয়ামা এনকাউন্টারে পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত দুই জঙ্গি নিকেশ

ছেলের চিকিৎসার জন্য স্থানীয় তৃণমূল নেতা বুলবুল খানের দারস্থ হন এক্রামূল হক ৷ এরপরে আজ আহত যুবকের বাড়ি যান ওই তৃণমূল নেতা ৷ যুবকের পরিবারের সঙ্গে কাথা বলেন এবং চিকিৎসার যাবতীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি ৷ পরিবারে হাতে বেশ কিছু টাকাও তুলে দেন এই তৃণমূল নেতা ৷ অস্ত্রোপচারের পরেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ৷

মালদা, 16 জুন : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছিলেন মালদার যুবক মহম্মদ আরিফ ৷ আহত ওই শ্রমিকের পাশে দাঁড়ালেন স্থানীয় জেলা তৃণমূলের সাধরণ সম্পাদক বুলবুল খান ৷ বৃহস্পতিবার ওই যুবকের বাড়িতে গিয়ে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি (TMC leader took charge of the treatment of a worker) ৷

মালদার হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নানারাহি গ্রামের বাসিন্দা মহম্মদ আরিফ ৷ নির্মাণ শ্রমিকের কাজ করতেন ভিন রাজ্যে ৷ সম্প্রতি নির্মীয়মাণ বাড়ির দেড়তলা থেকে নীচে পড়ে যান ৷ ভেঙে যায় কোমরের হাড় ৷ গুরুতর আহত অবস্থায় ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে এসে ছিলেন ওই শ্রমিক ৷ চিকিৎসার জন্য তাঁকে পূর্ণিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ আরিফের একবার অস্ত্রোপচার হয় ৷ এখনও পুরোপুরি সুস্থ নন মহম্মদ আরিফ ৷ চিকিৎসকদের কথা মতো সুস্থ হতে আরও বেশ কয়েকবার অস্ত্রপচার প্রয়োজন ওই যুবকের ৷ অথচ প্রয়োজনীয় অর্থ যোগাড় করতে পারেননি পেশায় দিনমজুর এক্রামুল ৷

আহত যুবকের বাবা এক্রামুল বলেন, ‘‘স্যাটারিংয়ের কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে ছেলের ক্ষতি হয়ে গিয়েছে। ওর কোমর ভেঙে গিয়েছে। আজ বুলবুল মাস্টার এসেছিলেন । টাকাপয়সাও দিয়েছেন। প্রয়োজনে আরও টাকা দেবেন বলে তিনি জানিয়েছেন। পূর্ণিয়ায় ছেলের চিকিৎসা চলছে । তবে মাস্টার পাশে আছেন বলেই ওর চিকিৎসা করা যাবে।’’

নেতার মানবিক মুখ দেখল মালদা

আরও পড়ুন : Pulwama Encounter : পুলওয়ামা এনকাউন্টারে পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত দুই জঙ্গি নিকেশ

ছেলের চিকিৎসার জন্য স্থানীয় তৃণমূল নেতা বুলবুল খানের দারস্থ হন এক্রামূল হক ৷ এরপরে আজ আহত যুবকের বাড়ি যান ওই তৃণমূল নেতা ৷ যুবকের পরিবারের সঙ্গে কাথা বলেন এবং চিকিৎসার যাবতীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি ৷ পরিবারে হাতে বেশ কিছু টাকাও তুলে দেন এই তৃণমূল নেতা ৷ অস্ত্রোপচারের পরেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.