ETV Bharat / state

চাকরি না-দিলে আত্মহত্যার অনুমতি দিন মুখ্যমন্ত্রী, কাতর আরজি নিয়ে নবান্ন অভিমুখে বিশেষভাবে সক্ষম ব্যক্তি - মালদা

Malda Specially Abled Man: বয়স 44 বছর ৷ 2 বার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেলেনি চাকরি ৷ তাই মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আবেদন জানিয়ে নবান্ন অভিযানে মালদার বিশেষভাবে সক্ষম ব্যক্তি ৷

ETV Bharat
চাকরির আরজি নিয়ে নবান্ন অভিমুখে বিশেষভাবে সক্ষম ব্যক্তি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 10:46 PM IST

চাকরির আরজি নিয়ে নবান্ন অভিমুখে বিশেষভাবে সক্ষম ব্যক্তি

মালদা, 1 ডিসেম্বর: শুক্রবারের সন্ধ্যা ৷ জমজমাট মালদা শহরের ফোয়ারা মোড় ৷ হঠাৎ সেখানে হাজির একটি ট্রাই সাইকেল ৷ ফ্লেক্স-সহ বিভিন্ন কাগজের সরঞ্জামে সুসজ্জিত ৷ চালক মাঝবয়সী এক ব্যক্তি ৷ হাফ প্যান্ট ও হাফ শার্ট পরিহিত ৷ মুখে দাড়ি ৷ ফ্লেক্সের লেখা পড়ে চমকে উঠলেন অনেকেই ৷ সেখানে লেখা, ‘মমতাময়ী দিদিমনির শেষ ভরসায় আমি, দেন যে কোনও একটা চাকরি ৷ না হলে আমায় অনুমতি দিন, আত্মহত্যা করে মরি ৷’ মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিকে ঘিরে ভিড় জমে যায় এলাকায় ৷ জানা গিয়েছে, চাকরির দাবিতে নিখিল সরকার ওই ব্যক্তি নবান্ন অভিযানে বেরিয়েছেন ৷ বিশেষভাবে সক্ষম তিনি ৷ তাঁর বক্তব্য, দীর্ঘ লড়াই লড়ে তিনি ক্লান্ত, বিধ্বস্ত ৷ চাকরি না-দিলে মুখ্যমন্ত্রী তাঁকে যেন আত্মহত্যা করার অনুমতি দেন ৷

44 বছর বয়সি নিখিল বাংলায় এমএ, বিএড ৷ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তিনি দু’বার উত্তীর্ণ হয়েছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত ইন্টারভিউয়ে ডাক পাননি ৷ একবার প্রাথমিক টেট পরীক্ষাতেও বসেছিলেন ৷ এক নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি ৷ যদিও সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে ৷ এর আগে দু’বার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্ন গিয়েছিলেন তিনি, কিন্তু দেখা মেলেনি ৷ বিধবা দিদিকে নিয়ে দিন কাটাতে এখন তাঁর হিমশিম দশা ৷ নিখিল তফশিলি জাতিভুক্ত ৷ বয়সও বাড়ছে, নিয়ম অনুযায়ী সরকারি চাকরি পাওয়ার বয়স 45 বছর, ফলে আর একটি বছরই তাঁর সম্বল ৷ আইন অনুযায়ী তারপর তিনি আর কখনও সরকারি চাকরি পাবেন না ৷

নিখিলের বাড়ি কালিয়াচক 3 নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মণ্ডাই গ্রামে ৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ৷ বিএড উত্তীর্ণ ৷ তিনি বলেন “2016 সালে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের এসএসসি পরীক্ষায় আমি পাশ করেছি ৷ 2022 সালে প্রাথমিকের টেট পরীক্ষায় মাত্র এক নম্বরের জন্য আমি নট কোয়ালিফায়েড হিসাবে গণ্য হই ৷ কিন্তু আমি জানি, ওই পরীক্ষায় আমি আরও নম্বর পাব ৷ তাই আদালতের দ্বারস্থ হই ৷ সেই মামলা বিচারাধীন ৷ কিন্তু এসএসসিতে পাশ করলেও ইন্টারভিউয়ে এখনও ডাক পাইনি ৷ এদিকে আমার দিন চলে যাচ্ছে ৷ এই বছরটাই আমার শে ষ৷ আর কোনও সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারব না ৷ চাকরির আবেদন জানাতে এর আগে দু’বার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য নবান্ন গিয়েছিলাম ৷ দেখা হয়নি ৷ তাই আমি নবান্ন অভিযান-৩ শুরু করেছি ৷ আমি তাঁকে জানাতে চাই, তিনি হয় আমাকে চাকরির ব্যবস্থা করুন, নয়তো আমাকে আত্মহত্যা করার অনুমতি দিন ৷” শুক্রবার রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন নিখিল, সঙ্গী তাঁর বন্ধু মহম্মদ আনিসুর রহমান ৷

আরও পড়ুন:

  1. সুড়ঙ্গে প্রথম ক্যামেরা পাঠিয়ে শ্রমিকদের অবস্থা জানিয়েছিলেন তিনিই, সেই দৃশ্যই ইটিভি ভারতে দেখালেন সিঙ্গুরের দৌদীপ
  2. হুমকির অভিযোগ তুলে বন্ধ বিএড বিশ্ববিদ্যালয়, আইনি পথে যাওয়ার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
  3. রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সকলে

চাকরির আরজি নিয়ে নবান্ন অভিমুখে বিশেষভাবে সক্ষম ব্যক্তি

মালদা, 1 ডিসেম্বর: শুক্রবারের সন্ধ্যা ৷ জমজমাট মালদা শহরের ফোয়ারা মোড় ৷ হঠাৎ সেখানে হাজির একটি ট্রাই সাইকেল ৷ ফ্লেক্স-সহ বিভিন্ন কাগজের সরঞ্জামে সুসজ্জিত ৷ চালক মাঝবয়সী এক ব্যক্তি ৷ হাফ প্যান্ট ও হাফ শার্ট পরিহিত ৷ মুখে দাড়ি ৷ ফ্লেক্সের লেখা পড়ে চমকে উঠলেন অনেকেই ৷ সেখানে লেখা, ‘মমতাময়ী দিদিমনির শেষ ভরসায় আমি, দেন যে কোনও একটা চাকরি ৷ না হলে আমায় অনুমতি দিন, আত্মহত্যা করে মরি ৷’ মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিকে ঘিরে ভিড় জমে যায় এলাকায় ৷ জানা গিয়েছে, চাকরির দাবিতে নিখিল সরকার ওই ব্যক্তি নবান্ন অভিযানে বেরিয়েছেন ৷ বিশেষভাবে সক্ষম তিনি ৷ তাঁর বক্তব্য, দীর্ঘ লড়াই লড়ে তিনি ক্লান্ত, বিধ্বস্ত ৷ চাকরি না-দিলে মুখ্যমন্ত্রী তাঁকে যেন আত্মহত্যা করার অনুমতি দেন ৷

44 বছর বয়সি নিখিল বাংলায় এমএ, বিএড ৷ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তিনি দু’বার উত্তীর্ণ হয়েছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত ইন্টারভিউয়ে ডাক পাননি ৷ একবার প্রাথমিক টেট পরীক্ষাতেও বসেছিলেন ৷ এক নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি ৷ যদিও সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে ৷ এর আগে দু’বার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্ন গিয়েছিলেন তিনি, কিন্তু দেখা মেলেনি ৷ বিধবা দিদিকে নিয়ে দিন কাটাতে এখন তাঁর হিমশিম দশা ৷ নিখিল তফশিলি জাতিভুক্ত ৷ বয়সও বাড়ছে, নিয়ম অনুযায়ী সরকারি চাকরি পাওয়ার বয়স 45 বছর, ফলে আর একটি বছরই তাঁর সম্বল ৷ আইন অনুযায়ী তারপর তিনি আর কখনও সরকারি চাকরি পাবেন না ৷

নিখিলের বাড়ি কালিয়াচক 3 নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মণ্ডাই গ্রামে ৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ৷ বিএড উত্তীর্ণ ৷ তিনি বলেন “2016 সালে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের এসএসসি পরীক্ষায় আমি পাশ করেছি ৷ 2022 সালে প্রাথমিকের টেট পরীক্ষায় মাত্র এক নম্বরের জন্য আমি নট কোয়ালিফায়েড হিসাবে গণ্য হই ৷ কিন্তু আমি জানি, ওই পরীক্ষায় আমি আরও নম্বর পাব ৷ তাই আদালতের দ্বারস্থ হই ৷ সেই মামলা বিচারাধীন ৷ কিন্তু এসএসসিতে পাশ করলেও ইন্টারভিউয়ে এখনও ডাক পাইনি ৷ এদিকে আমার দিন চলে যাচ্ছে ৷ এই বছরটাই আমার শে ষ৷ আর কোনও সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারব না ৷ চাকরির আবেদন জানাতে এর আগে দু’বার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য নবান্ন গিয়েছিলাম ৷ দেখা হয়নি ৷ তাই আমি নবান্ন অভিযান-৩ শুরু করেছি ৷ আমি তাঁকে জানাতে চাই, তিনি হয় আমাকে চাকরির ব্যবস্থা করুন, নয়তো আমাকে আত্মহত্যা করার অনুমতি দিন ৷” শুক্রবার রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন নিখিল, সঙ্গী তাঁর বন্ধু মহম্মদ আনিসুর রহমান ৷

আরও পড়ুন:

  1. সুড়ঙ্গে প্রথম ক্যামেরা পাঠিয়ে শ্রমিকদের অবস্থা জানিয়েছিলেন তিনিই, সেই দৃশ্যই ইটিভি ভারতে দেখালেন সিঙ্গুরের দৌদীপ
  2. হুমকির অভিযোগ তুলে বন্ধ বিএড বিশ্ববিদ্যালয়, আইনি পথে যাওয়ার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
  3. রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সকলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.