ETV Bharat / state

চারটি সাপ-সহ সাপুড়েকে গ্রেফতার করল মালদার বন দফতর - উদ্ধার সাপ

গ্রামে খেলা দেখাতে এসেছিলেন ৷ সেখানেই চোখে পড়ে প্রতিবেশী পরিবেশকর্মীর ৷ সাপুড়ের কাছ থেকে মেলে কয়েকটি সাপ, যা আইন বিরুদ্ধ ৷ বন দফতরে খবর দিলে তারা এসে উদ্ধার করে সাপগুলিকে, গ্রেফতার হয় সাপুড়ে ৷

উদ্ধার হল চারটি সাপ
উদ্ধার হল চারটি সাপ
author img

By

Published : Jun 8, 2021, 1:53 PM IST

মালদা, 8 জুন : সাপের খেলা দেখানোর অভিযোগে এক সাপুড়েকে গ্রেফতার করল বন দফতর ৷ ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে ৷ গতকাল ওই সাপুড়েকে গাজোলের মিয়ার পাগার গ্রাম থেকে গ্রেফতার করা হয় ৷ তার কাছ থেকে দু'টি গোখরো, একটি কেউটে এবং একটি পাইথনের বাচ্চা বাজেয়াপ্ত করেছে বন দফতর ৷

আরও পড়ুন : বাড়িতে থাকা জমা জলের গর্তে পড়ে মৃত দেড় বছরের শিশু

গতকাল মিয়ার পাগার গ্রামে সাপের খেলা দেখাচ্ছিল দুই সাপুড়ে ৷ সাপ খেলা দেখানোর সঙ্গে সঙ্গে তারা তাবিজও বিক্রি করছিল ৷ সেই দৃশ্য চোখে পড়ে সেখানকার এক সর্পপ্রেমী কার্তিক বিশ্বাসের ৷ তিনি সঙ্গে সঙ্গে গাজোলের পরিবেশকর্মী জয়ন্ত চক্রবর্তীকে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জয়ন্তবাবু ৷ তিনি সাপুড়েদের জেরা করতে শুরু করেন ৷ পরিস্থিতি সুবিধের নয় দেখে সেখান থেকে পালিয়ে যায় এক সাপুড়ে ৷ জয়ন্তবাবুর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজোল থানার পুলিশ ৷ সাপুড়ে মাজিত বেদেকে আটক করা হয় ৷

গ্রামে খেলা দেখাতে এসে সাপ সমেত গ্রেফতার সাপুড়ে

উদ্ধার করা হয় সাপগুলিকে ৷ পরে উদ্ধার করা সাপ সমেত মাজিতকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় ৷ জয়ন্তবাবু জানিয়েছেন, তিনটি বিষাক্ত সাপেরই বিষদাঁত ভেঙে নেওয়া হয়েছে ৷ বিষদাঁত ভাঙলে সাপেদের সমস্যা হয় ৷ তবে আপাতত সাপগুলি সুস্থই রয়েছে ৷ আজ ধৃত সাপুড়েকে আদালতে তোলার আগে গাজোল রেঞ্জের আধিকারিক সুদর্শন সরকার বলেন, "গতকালই আমরা তিনটি কোবরা ও একটি পাইথনের বাচ্চা উদ্ধার করেছিলাম ৷ এই সাপগুলি নিয়ে খেলা দেখানো হচ্ছিল ৷ ধৃত সাপুড়ের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৫০ ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতের নাম মাজিত বেদে ৷ বাড়ি চাঁচল থানার কাণ্ডারণ গ্রামে ৷"

মালদা, 8 জুন : সাপের খেলা দেখানোর অভিযোগে এক সাপুড়েকে গ্রেফতার করল বন দফতর ৷ ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে ৷ গতকাল ওই সাপুড়েকে গাজোলের মিয়ার পাগার গ্রাম থেকে গ্রেফতার করা হয় ৷ তার কাছ থেকে দু'টি গোখরো, একটি কেউটে এবং একটি পাইথনের বাচ্চা বাজেয়াপ্ত করেছে বন দফতর ৷

আরও পড়ুন : বাড়িতে থাকা জমা জলের গর্তে পড়ে মৃত দেড় বছরের শিশু

গতকাল মিয়ার পাগার গ্রামে সাপের খেলা দেখাচ্ছিল দুই সাপুড়ে ৷ সাপ খেলা দেখানোর সঙ্গে সঙ্গে তারা তাবিজও বিক্রি করছিল ৷ সেই দৃশ্য চোখে পড়ে সেখানকার এক সর্পপ্রেমী কার্তিক বিশ্বাসের ৷ তিনি সঙ্গে সঙ্গে গাজোলের পরিবেশকর্মী জয়ন্ত চক্রবর্তীকে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জয়ন্তবাবু ৷ তিনি সাপুড়েদের জেরা করতে শুরু করেন ৷ পরিস্থিতি সুবিধের নয় দেখে সেখান থেকে পালিয়ে যায় এক সাপুড়ে ৷ জয়ন্তবাবুর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজোল থানার পুলিশ ৷ সাপুড়ে মাজিত বেদেকে আটক করা হয় ৷

গ্রামে খেলা দেখাতে এসে সাপ সমেত গ্রেফতার সাপুড়ে

উদ্ধার করা হয় সাপগুলিকে ৷ পরে উদ্ধার করা সাপ সমেত মাজিতকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় ৷ জয়ন্তবাবু জানিয়েছেন, তিনটি বিষাক্ত সাপেরই বিষদাঁত ভেঙে নেওয়া হয়েছে ৷ বিষদাঁত ভাঙলে সাপেদের সমস্যা হয় ৷ তবে আপাতত সাপগুলি সুস্থই রয়েছে ৷ আজ ধৃত সাপুড়েকে আদালতে তোলার আগে গাজোল রেঞ্জের আধিকারিক সুদর্শন সরকার বলেন, "গতকালই আমরা তিনটি কোবরা ও একটি পাইথনের বাচ্চা উদ্ধার করেছিলাম ৷ এই সাপগুলি নিয়ে খেলা দেখানো হচ্ছিল ৷ ধৃত সাপুড়ের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৫০ ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতের নাম মাজিত বেদে ৷ বাড়ি চাঁচল থানার কাণ্ডারণ গ্রামে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.