মালদা, 19 সেপ্টেম্বর : রেল বেসরকারিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের ডাকে গত 14 সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছিল । আজ তা শেষ হল ৷ শেষ দিন সংগঠনের পক্ষ থেকে মালদা শহরে একটি প্রতিবাদ বাইক মিছিল বের করা হয় ৷ মিছিলটি শহর ঘুরে স্টেশন চত্বরে এসে শেষ হয় ৷ স্টেশন সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় সরকারের প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা ৷ নিজেদের কর্মসূচিতে আজ সন্ধেয় দশ মিনিটের জন্য সংগঠনের সদস্যরা নিজেদের বাড়িতে মোমবাতি জ্বালাবেন বলে জানানো হয়েছে ৷
এপ্রসঙ্গে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের মালদা শাখার সম্পাদক সুশীলকুমার চৌধুরি বলেন, "কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে ৷ এর মধ্যে রেল ছাড়াও রয়েছে LIC, ব্যাঙ্ক, কয়লা খনি প্রভৃতি ৷ কেন্দ্রীয় সরকার শ্রম আইন মানছে না ৷ দেশে গরিবি কমানোর কোনও দিশা এই সরকারের নেই ৷ আমাদের দাবি, রেলকে বেসরকারি হাতে বিক্রি করা যাবে না ৷ রেলকর্মীদের মাধ্যমেই সব রেল চালাতে হবে ৷ এতে রেলের আয় বেশি হবে ৷ আমাদের আরও দাবি, নতুন পেনশন স্কিম বাতিল করে পুরোনো পেনশন পদ্ধতি বহাল রাখতে হবে ৷ রেলে প্রায় আড়াই লাখ পদ খালি পড়ে রয়েছে ৷ সেই পদগুলিতে দ্রুত নিয়োগ করতে হবে ৷ আজ আমরা কেন্দ্রীয় সরকারের এসব জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বাইক মিছিল করে বিষয়গুলি সাধারণ মানুষের নজরে নিয়ে এসেছি ৷"
আজ সংগঠনের সদস্যরা জানিয়েছেন, অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণের প্রতিবাদে তাঁরা আপাতত টানা সাতদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন ৷ এতেও কেন্দ্রের টনক না নড়লে তাঁরা আগামীতে আরও বড় ধরনের প্রতিবাদ কর্মসূচিতে শামিল হবেন ৷ তাতে রেল পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটলে তার জন্য দায়ি থাকবে কেন্দ্রীয় সরকারই ৷