ETV Bharat / state

মালদার পুজোমণ্ডপে পুরির সমুদ্রতট - durga puja 2019

47 তম বছরে পদার্পণ করল মালদার মহানন্দা ক্লাব ও লাইব্রেরির পুজো ৷ এই বছর তাদের থিম পুরির সমুদ্রতটের বালি ভাস্কর্য ৷

বালি
author img

By

Published : Oct 4, 2019, 9:09 PM IST

মালদা, 4 অক্টোবর : বালি ভাস্কর্য ৷ কথাটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পুরির সমুদ্রতট ৷ সেখানে আপন খেয়ালেই বালি দিয়ে অসামান্য শিল্পকলা ফুটিয়ে তোলেন খ্যাতনামা বালি ভাস্কর সুদর্শন পটনায়েক ৷ 47তম বছরে সেই শিল্পকেই থিম করেছে মালদা শহরের মহানন্দা ক্লাব ও লাইব্রেরি ৷ পুজো মণ্ডপের ভিতরে ঢুকলেই দর্শনার্থীরা এক লহমায় পৌঁছে যাচ্ছেন প্রতিবেশী রাজ্যের বেলাভূমিতে ।

পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, " সুদর্শন পটনায়েক অনেক বছর ধরে বালি শিল্পকে সমগ্র বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছেন । আমরা নিজেদের সামান্য সামর্থ দিয়ে এই শিল্পকে আরও একটু মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি । প্রতিবছরই আমরা মালদাবাসীকে নতুন কিছু উপহার দিয়ে থাকি । এবার আমাদের মণ্ডপে ভিড় উপচে গেছে । সমগ্র উত্তরবঙ্গবাসীর কাছ থেকে আমরা যে ভালোবাসা পাচ্ছি, তা কখনও আশা করিনি । এবার আমাদের প্রতিমা তৈরি করেছেন সুশান্ত সরকার । তিনিই মণ্ডপ নির্মাণ করেছেন ।"

photo
বালি দিয়ে ভাস্কর্য

মণ্ডপে উপস্থিত মালদা শহরের সানি পার্কের বাসিন্দা শ্রাবণী ঝা উদ্যোক্তাদের এই চিন্তাভাবনার তারিফ করে বলেন, " যেভাবে এই শিল্পকে উপস্থাপন করা হয়েছে, তা অকল্পনীয় । আমার ভালো লেগেছে । পরিবারের সদস্যদের নিয়ে আবার আসব ।" আরেক দর্শনার্থী, শহরের কুতুবপুর মিস্ত্রিপাড়ার বাসিন্দা জয়ন্ত চৌধুরি বলেন, " প্রতিবারই নতুন কিছু দেখার আশায় এই পুজোমণ্ডপে আসি । এবার এখানে এসেই মনে হল যেন পুরিতে চলে এসেছি । মালদায় বসেই সমুদ্রের দৃশ্য উপভোগ করতে খুব ভালো লেগেছে । "

মালদা, 4 অক্টোবর : বালি ভাস্কর্য ৷ কথাটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পুরির সমুদ্রতট ৷ সেখানে আপন খেয়ালেই বালি দিয়ে অসামান্য শিল্পকলা ফুটিয়ে তোলেন খ্যাতনামা বালি ভাস্কর সুদর্শন পটনায়েক ৷ 47তম বছরে সেই শিল্পকেই থিম করেছে মালদা শহরের মহানন্দা ক্লাব ও লাইব্রেরি ৷ পুজো মণ্ডপের ভিতরে ঢুকলেই দর্শনার্থীরা এক লহমায় পৌঁছে যাচ্ছেন প্রতিবেশী রাজ্যের বেলাভূমিতে ।

পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, " সুদর্শন পটনায়েক অনেক বছর ধরে বালি শিল্পকে সমগ্র বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছেন । আমরা নিজেদের সামান্য সামর্থ দিয়ে এই শিল্পকে আরও একটু মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি । প্রতিবছরই আমরা মালদাবাসীকে নতুন কিছু উপহার দিয়ে থাকি । এবার আমাদের মণ্ডপে ভিড় উপচে গেছে । সমগ্র উত্তরবঙ্গবাসীর কাছ থেকে আমরা যে ভালোবাসা পাচ্ছি, তা কখনও আশা করিনি । এবার আমাদের প্রতিমা তৈরি করেছেন সুশান্ত সরকার । তিনিই মণ্ডপ নির্মাণ করেছেন ।"

photo
বালি দিয়ে ভাস্কর্য

মণ্ডপে উপস্থিত মালদা শহরের সানি পার্কের বাসিন্দা শ্রাবণী ঝা উদ্যোক্তাদের এই চিন্তাভাবনার তারিফ করে বলেন, " যেভাবে এই শিল্পকে উপস্থাপন করা হয়েছে, তা অকল্পনীয় । আমার ভালো লেগেছে । পরিবারের সদস্যদের নিয়ে আবার আসব ।" আরেক দর্শনার্থী, শহরের কুতুবপুর মিস্ত্রিপাড়ার বাসিন্দা জয়ন্ত চৌধুরি বলেন, " প্রতিবারই নতুন কিছু দেখার আশায় এই পুজোমণ্ডপে আসি । এবার এখানে এসেই মনে হল যেন পুরিতে চলে এসেছি । মালদায় বসেই সমুদ্রের দৃশ্য উপভোগ করতে খুব ভালো লেগেছে । "

Intro:মালদা, 04 সেপ্টেম্বর : বালু ভাস্কর্য। কথাটা উঠলেই চোখের সামনে ভেসে চলে আসে পুরির সমুদ্রতট। সেখানে আপন খেয়ালে বালু দিয়ে অসামান্য শিল্পকলা ফুটিয়ে তোলেন পৃথিবী বিখ্যাত বালু ভাস্কর সুদর্শন পট্টনায়েক। 47তম বর্ষে সেই শিল্পকেই থিম করেছে মালদা শহরের মহানন্দা ক্লাব ও লাইব্রেরি। পুজো মণ্ডপের ভিতরে ঢুকলেই দর্শনার্থীরা এক লহমায় পৌঁছে যাচ্ছেন প্রতিবেশী রাজ্যের বেলাভূমিতে।


Body:পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, "সুদর্শন পট্টনায়েক বহু বছর ধরে বালু শিল্পকে গোটা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আমরা নিজেদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে এই শিল্পকে আরও একটু মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। প্রতিবছরই আমরা মালদাবাসীকে নতুন কিছু উপহার দিয়ে থাকি। এবার আমাদের মণ্ডপে ভিড় উপচে গেছে। গোটা উত্তরবঙ্গবাসীর কাছ থেকে আমরা যে ভালোবাসা পাচ্ছি, তা কখনও আশা করিনি। এবার আমাদের প্রতিমা তৈরি করেছেন সুশান্ত সরকার। তিনিই মণ্ডপ নির্মাণ করেছেন।"


Conclusion:মণ্ডপে উপস্থিত মালদা শহরের সানি পার্কের বাসিন্দা শ্রাবণী ঝা উদ্যোক্তাদের এই চিন্তাভাবনার তারিফ করে বলেন, "যেভাবে এই শিল্পকে উপস্থাপন করা হয়েছে তা ভাবা যায় না। আমার ভীষণ ভালো লেগেছে। পরিবারের সদস্যদের নিয়ে ফের এখানে আসব।" আরেক দর্শনার্থী, শহরের কুতুবপুর মিস্ত্রিপাড়ার বাসিন্দা জয়ন্ত চৌধুরি বলেন, "প্রতিবারই নতুন কিছু দেখার আশায় এই পুজোমণ্ডপে আসি। এবার এখানে এসেই মনে হল যেন পুরিতে চলে এসেছি। মালদায় বসেই সমুদ্রতীরের দৃশ্য উপভোগ করতে খুব ভালো লেগেছে।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.