ETV Bharat / state

Brown Sugar Smuggling : ব্রাউন সুগার পাচারচক্রে পুলিশ ও সিআইডির জালে 4 - মালদা পুলিশ

একদিকে মালদা পুলিশ, অন্যদিকে সিআইডি ৷ দু'পক্ষের কাছেই ব্রাউন সুগার পাচারের খবর ছিল ৷ সেইমতো আগে থেকে ব্যবস্থা করে রাখা ছিল ৷ ব্রাউন সুগার পাচারে ধরা পড়ল 4 জন ৷

ব্রাউন সুগার পাচারে ধৃত 4
ব্রাউন সুগার পাচারে ধৃত 4
author img

By

Published : Aug 12, 2021, 9:41 PM IST

মালদা, 12 অগস্ট : একই দিনে জোড়া সাফল্য পুলিশ ও সিআইডির । দু'টি আলাদা ঘটনায় ব্রাউন সুগার পাচারচক্রের 4 পান্ডাকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ ও সিআইডি । ধৃতদের মধ্যে 3 জন আন্তঃরাজ্য পাচারচক্রে জড়িত । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

কালিয়াচক থানার পুলিশের কাছে খবর ছিল আন্তঃরাজ্য পাচারচক্রের কিছু পান্ডা মালদা থেকে বিহারে ব্রাউন সুগার নিয়ে যাবে । সেই খবরের ভিত্তিতে কালিয়াচক স্ট্যান্ডের কাছে ওত পেতে থাকে পুলিশের একটি দল । নির্দিষ্ট নম্বরের গাড়ি দেখতে পেয়ে গাড়িটিকে আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় দু'টি ব্রাউন সুগারের প্যাকেট । দু'টি প্যাকেটে মোট 540 গ্রাম ব্রাউন সুগার ছিল । গ্রেফতার করা হয় চালক ও দুই আরোহীকে । ধৃতদের নাম প্রণবকুমার রায় (30) ওরফে পুটুস, রঞ্জনকুমার রায় (44) ও সন্দীপ চৌধুরী (19) । ধৃতরা সকলেই বিহারের বিভিন্ন এলাকার বাসিন্দা । ধৃতের বিরুদ্ধে ভারতীয় আইনের 21(c)/29 of NDPS act-এ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা ।

আরও পড়ুন : kolkata police : স্বরাষ্ট্র মন্ত্রকের পদক পাচ্ছেন কলকাতা পুলিশের তিন আধিকারিক

অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে সিআইডি (Crime Investigation Department, CID) কালিয়াচকের মোজমপুরে হানা দেয় । তথ্য অনুযায়ী জালালুদ্দিন মোমিন (41) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 275 গ্রাম ব্রাউন সুগার । গ্রেফতার করা হয় জালালুদ্দিনকে । জালালুদ্দিন কালিয়াচকের শেরশাহী মোমিনপাড়ার বাসিন্দা । এই দু'টি ঘটনায় মোট 815 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে । দু'টি ঘটনায় ধৃতদের পৃথকভাবে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

মালদা, 12 অগস্ট : একই দিনে জোড়া সাফল্য পুলিশ ও সিআইডির । দু'টি আলাদা ঘটনায় ব্রাউন সুগার পাচারচক্রের 4 পান্ডাকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ ও সিআইডি । ধৃতদের মধ্যে 3 জন আন্তঃরাজ্য পাচারচক্রে জড়িত । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

কালিয়াচক থানার পুলিশের কাছে খবর ছিল আন্তঃরাজ্য পাচারচক্রের কিছু পান্ডা মালদা থেকে বিহারে ব্রাউন সুগার নিয়ে যাবে । সেই খবরের ভিত্তিতে কালিয়াচক স্ট্যান্ডের কাছে ওত পেতে থাকে পুলিশের একটি দল । নির্দিষ্ট নম্বরের গাড়ি দেখতে পেয়ে গাড়িটিকে আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় দু'টি ব্রাউন সুগারের প্যাকেট । দু'টি প্যাকেটে মোট 540 গ্রাম ব্রাউন সুগার ছিল । গ্রেফতার করা হয় চালক ও দুই আরোহীকে । ধৃতদের নাম প্রণবকুমার রায় (30) ওরফে পুটুস, রঞ্জনকুমার রায় (44) ও সন্দীপ চৌধুরী (19) । ধৃতরা সকলেই বিহারের বিভিন্ন এলাকার বাসিন্দা । ধৃতের বিরুদ্ধে ভারতীয় আইনের 21(c)/29 of NDPS act-এ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা ।

আরও পড়ুন : kolkata police : স্বরাষ্ট্র মন্ত্রকের পদক পাচ্ছেন কলকাতা পুলিশের তিন আধিকারিক

অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে সিআইডি (Crime Investigation Department, CID) কালিয়াচকের মোজমপুরে হানা দেয় । তথ্য অনুযায়ী জালালুদ্দিন মোমিন (41) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 275 গ্রাম ব্রাউন সুগার । গ্রেফতার করা হয় জালালুদ্দিনকে । জালালুদ্দিন কালিয়াচকের শেরশাহী মোমিনপাড়ার বাসিন্দা । এই দু'টি ঘটনায় মোট 815 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে । দু'টি ঘটনায় ধৃতদের পৃথকভাবে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.