মালদা, 13 জুলাই: আগামী কিছুদিনের মধ্যেই জনসংখ্যায় চিনকে পিছনে ফেলবে ভারত । এই তথ্য প্রকাশের সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে আলোড়ন পড়েছে । উদ্বেগ ধরা পড়েছে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর গলাতেও । জনসংখ্যা নিয়ন্ত্রণ যে এই মুহূর্তে অত্যন্ত জরুরি, তা মেনে নিচ্ছেন সবাই । তার জন্য কেন্দ্র বা রাজ্য সরকারগুলি কী পদক্ষেপ নেয়, তা দেখতে এখনও অপেক্ষা করতে হবে ।
জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে মালদা মেডিক্যাল কর্তৃপক্ষ । 11-24 জুলাই চলছে বিশ্ব জনসংখ্যা স্থিতিকরণ পক্ষ । এরই অংশ হিসাবে বুধবার মালদা মেডিক্যালের তরফে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় (Malda Medical Arrange Population Contro)। বিভিন্ন ব্লকের মহিলা ও পুরুষদের সেই শিবিরে নিয়ে আসা হয়েছিল । ক্রমবর্ধমান জনসংখ্যা দেশের পক্ষে কতটা ক্ষতিকর, তা বোঝানোর পাশাপাশি জন্ম নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়েও আলোচনা করা হয় । যেসব পুরুষ ও মহিলারা আগেই জন্ম নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন, তাঁদের 10 জনকে সংবর্ধনা দেওয়া হয় । জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি অবলম্বন করলে দাম্পত্য জীবনে যে কোনও সমস্যা হয় না, তা তাঁরা শিবিরে সবার সামনে তুলে ধরেন ।
আরও পড়ুন: ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর জোর দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত
শিবিরে আসা পূজা চৌধুরী দে সরকার বলেন, "চার বছর আগে মালদা মেডিক্যালে সিজার করে আমার ছেলে হয় । তখনই আমি কপার টি লাগাই । এতে প্রথম দু'মাস আমার রক্তক্ষরণ একটু বেশি হয়েছিল । কিন্তু তারপর থেকে আর কোনও সমস্যা নেই । আমাদের দাম্পত্য জীবনের এর কোনও প্রভাব পড়েনি । বর্তমানে জনসংখ্যা নিয়ন্ত্রণ দেশের পক্ষে খুব জরুরি । আমি চাইব, সব মহিলারাই যেন কপার টি কিংবা জন্ম নিয়ন্ত্রণের অন্যান্য পদ্ধতি অবলম্বন করেন ।"