ETV Bharat / state

মালদার বাজারে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা বণিকসভার - malda marchant of commerce organized medical camp at rathbari, malda

আজ সকালে মালদা শহরের রথবাড়ি মোড়ে স্ক্রিনিং ক্যাম্পের ব্যবস্থা করে মার্চেন্ট চেম্বার অফ কমার্স ৷ ছিলেন চিকিৎসকরাও ৷

malda marchant of commerce organized medical camp at rathbari, malda
মালদা বাজারে আসা পথ চলতিদের স্বাস্থ্য পরীক্ষায় এগিয়ে এল বণিকসভা
author img

By

Published : Apr 5, 2020, 4:14 PM IST

মালদা, 5 এপ্রিল : লকডাউনের মাঝে বাজারে আসা মানুষদের শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা করল জেলা বণিকসভা ৷ পাশাপাশি বাজারে ভিড় না করার বার্তাও দিতে দেখা গেল তাদের ৷ আজ সকালে রথবাড়ি মোড়ে এই স্ক্রিনিং ক্যাম্পের ব্যবস্থা করে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ৷ ছিলেন চিকিৎসকরাও ৷ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয় ৷ বিলি করা হয় মাস্কও ৷ সবার হাত স্যানিটাইজ়ার দিয়ে জীবাণুমুক্ত করা হয় ৷ অনেকেই সেই ক্যাম্পে হাজির হয় ৷

malda marchant of commerce organized medical camp at rathbari, malda
মালদা বাজারে জমায়েতের ছবি
malda marchant of commerce organized medical camp at rathbari, malda
বাজারে থার্মাল স্ক্রিনিং

প্রশাসন বাজারের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ায় সকালের দিকে বাজারে ভিড় অন্য সময়ের তুলনায় বেশি থাকে । আজও সেখানে সেই ছবি দেখা গেছে ৷ প্রতিদিনের মতো পুলিশ আজও বাজারে উপস্থিত সবাইকে সতর্ক করেছে ৷ কিন্তু কোনও কিছুতেই যেন ভিড় সামাল দেওয়া যায়নি ৷ একারণেই আজ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে রথবাড়ি মোড়ে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ৷ ক্যাম্পে ছিলেন "বঙ্গরত্ন" দ্বিগিন্দ্রনাথ সরকার সহ কয়েকজন চিকিৎসক ৷ ক্যাম্পের সামনে 1 মিটার দূরে দূরে চক-দণ্ডী কেটে দেওয়া হয় ৷ বাজারে আসা অনেকেই সেখানে নিজেদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করান ৷ অনেক পুলিশকর্মীও পরীক্ষা করান ৷

malda marchant of commerce organized medical camp at rathbari, malda
পুলিশ সুপার আলোক রাজোরিয়া

বণিকসভার জেলা সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, "সৌভাগ্যের বিষয় যে এখনও পর্যন্ত মালদা জেলায় একজনের শরীরেও কোরোনা ভাইরাসের সন্ধান মেলেনি ৷ কিন্তু কোরোনার গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে ৷ অনেক আবেদনের পরেও মালদার বাসিন্দারা বাজার-হাটে সামাজিক দূরত্ব মানছে না ৷ রীতিমতো জমায়েত করে বাজার করতে দেখা যাচ্ছে অনেককে ৷ এটা সত্যিই বিপজ্জনক ৷ আমরা আজও মানুষকে সতর্ক করেছি ৷ আমরা প্রায় 1200টি মাস্ক মানুষের মধ্যে বিলি করেছি ৷ কারণ, এখন বাজারে মাস্কের অভাব ৷ ওষুধের দোকানগুলিতেও মাস্ক পাওয়া যাচ্ছে না ৷ ফলে অনেকেই মুখ খোলা রেখে বাড়ির বাইরে বেরোচ্ছে ৷ তার উপর এখন হাসপাতালগুলিতেও প্রচণ্ড ভিড় ৷ সাধারণ জ্বর কিংবা সর্দি-কাশি নিয়ে মানুষ সেখানে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়ছে ৷ দীর্ঘক্ষণ সময় লাগছে ৷ সেকারণে আজ আমরা থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও করেছিলাম ৷ যদি কারও শরীরের তাপমাত্রা বেশি থাকে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা ছিল অ্যাম্বুলেন্সেরও ৷ আমরা আগামীতেও এভাবে মানুষের স্বাস্থ্য পরীক্ষার কাজ চালিয়ে যাব ৷ "

মালদা, 5 এপ্রিল : লকডাউনের মাঝে বাজারে আসা মানুষদের শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা করল জেলা বণিকসভা ৷ পাশাপাশি বাজারে ভিড় না করার বার্তাও দিতে দেখা গেল তাদের ৷ আজ সকালে রথবাড়ি মোড়ে এই স্ক্রিনিং ক্যাম্পের ব্যবস্থা করে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ৷ ছিলেন চিকিৎসকরাও ৷ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয় ৷ বিলি করা হয় মাস্কও ৷ সবার হাত স্যানিটাইজ়ার দিয়ে জীবাণুমুক্ত করা হয় ৷ অনেকেই সেই ক্যাম্পে হাজির হয় ৷

malda marchant of commerce organized medical camp at rathbari, malda
মালদা বাজারে জমায়েতের ছবি
malda marchant of commerce organized medical camp at rathbari, malda
বাজারে থার্মাল স্ক্রিনিং

প্রশাসন বাজারের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ায় সকালের দিকে বাজারে ভিড় অন্য সময়ের তুলনায় বেশি থাকে । আজও সেখানে সেই ছবি দেখা গেছে ৷ প্রতিদিনের মতো পুলিশ আজও বাজারে উপস্থিত সবাইকে সতর্ক করেছে ৷ কিন্তু কোনও কিছুতেই যেন ভিড় সামাল দেওয়া যায়নি ৷ একারণেই আজ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে রথবাড়ি মোড়ে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ৷ ক্যাম্পে ছিলেন "বঙ্গরত্ন" দ্বিগিন্দ্রনাথ সরকার সহ কয়েকজন চিকিৎসক ৷ ক্যাম্পের সামনে 1 মিটার দূরে দূরে চক-দণ্ডী কেটে দেওয়া হয় ৷ বাজারে আসা অনেকেই সেখানে নিজেদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করান ৷ অনেক পুলিশকর্মীও পরীক্ষা করান ৷

malda marchant of commerce organized medical camp at rathbari, malda
পুলিশ সুপার আলোক রাজোরিয়া

বণিকসভার জেলা সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, "সৌভাগ্যের বিষয় যে এখনও পর্যন্ত মালদা জেলায় একজনের শরীরেও কোরোনা ভাইরাসের সন্ধান মেলেনি ৷ কিন্তু কোরোনার গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে ৷ অনেক আবেদনের পরেও মালদার বাসিন্দারা বাজার-হাটে সামাজিক দূরত্ব মানছে না ৷ রীতিমতো জমায়েত করে বাজার করতে দেখা যাচ্ছে অনেককে ৷ এটা সত্যিই বিপজ্জনক ৷ আমরা আজও মানুষকে সতর্ক করেছি ৷ আমরা প্রায় 1200টি মাস্ক মানুষের মধ্যে বিলি করেছি ৷ কারণ, এখন বাজারে মাস্কের অভাব ৷ ওষুধের দোকানগুলিতেও মাস্ক পাওয়া যাচ্ছে না ৷ ফলে অনেকেই মুখ খোলা রেখে বাড়ির বাইরে বেরোচ্ছে ৷ তার উপর এখন হাসপাতালগুলিতেও প্রচণ্ড ভিড় ৷ সাধারণ জ্বর কিংবা সর্দি-কাশি নিয়ে মানুষ সেখানে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়ছে ৷ দীর্ঘক্ষণ সময় লাগছে ৷ সেকারণে আজ আমরা থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও করেছিলাম ৷ যদি কারও শরীরের তাপমাত্রা বেশি থাকে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা ছিল অ্যাম্বুলেন্সেরও ৷ আমরা আগামীতেও এভাবে মানুষের স্বাস্থ্য পরীক্ষার কাজ চালিয়ে যাব ৷ "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.