মালদা, 30 মার্চ : ভোটের মুখে ফের তৎপরতা বেড়েছে লরি চুরি চক্রের ৷ চারদিন আগে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকা থেকে সিমেন্ট বোঝাই একটি লরি গায়েব হয়ে যায় ৷ পুলিশের তৎপরতায় সেই লরিটি উদ্ধার করা গিয়েছে ৷ উদ্ধার হয়েছে চোরাই মালের একাংশও ৷ এই ঘটনায় মালদা থানার পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে ৷ পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে ৷
গত 25 মার্চ মালদা স্টেশনের রেক পয়েন্ট থেকে 180 বস্তা সিমেন্ট বোঝাই করে মঙ্গলবাড়ি আসে একটি লরি ৷ সন্ধে হয়ে যাওয়ায় সেদিন মঙ্গলবাড়ি রেলগেট সংলগ্ন গুরুদোয়ারার পাশে লরি পার্কিং করে দেন লরির চালক ৷ লরির চালক ও খালাসি মঙ্গলবাড়ি এলাকারই বাসিন্দা ৷ পরদিন মাল খালি করা যাবে জানতে পেরে তাঁরা লরি বন্ধ করে বাড়ি চলে যান ৷ পরদিন ভোরে এসে তাঁরা দেখেন, লরি নেই ৷ চারদিকে খোঁজখবর করেও লরির সন্ধান না পেয়ে তাঁরা লরির মালিক তপন সরকারকে গোটা ঘটনা জানান ৷
তপনবাবুর বাড়ি স্থানীয় সারদা কলোনিতে ৷ সেদিনই মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মালদা থানার পুলিশ ৷ তদন্তের দায়িত্ব দেওয়া হয় মঙ্গলবাড়ি ফাঁড়ির ইনচার্জ হারাধন দেব ও এএসআই মধুসূদন ভট্টাচার্যকে ৷ তাঁদের নেতৃত্বে গঠিত হয় একটি বিশেষ দল ৷ নিজেদের সূত্রে খবর পেয়ে তাঁরা বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর গ্রাম থেকে খালি লরিটি উদ্ধার করেন ৷ তদন্তের সূত্র ধরে তাঁরা গতকাল রাতে হানা দেন বৈষ্ণবনগর থানার মুন্সিটোলা ও বিকলটোলা গ্রামে ৷ দুই গ্রামের তিনটি বাড়ি থেকে 64 বস্তা চোরাই সিমেন্ট বাজেয়াপ্ত করা হয় ৷ গ্রেফতার করা হয় মুন্সিটোলার ক্ষুদিরাম প্রামাণিক, বিকলটোলা গ্রামের মদন প্রামাণিক ও অলোক সরকার নামে তিনজনকে ৷
আরও পড়ুন : কে এই কয়লা মাফিয়া লালা ?
এবারই প্রথম নয়, মঙ্গলবাড়ি এলাকা থেকে এর আগেও একাধিকবার মালবোঝাই লরি গায়েব হওয়ার ঘটনা ঘটেছে ৷ নির্বাচন ঘোষণার পর অন্তত চারটি এমন ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর ৷ সেকারণেই ভোটের আগে ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ ৷ তার মধ্যেও কীভাবে সিমেন্ট বোঝাই লরি গায়েব হল, তা ভাবাচ্ছে মালদা থানার পুলিশকে ৷ প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, এই চক্রের সঙ্গে স্থানীয় লোকজনও জড়িত রয়েছে ৷ সেকারণেই ধৃতদের হেপাজতে নিয়ে এই চক্রের শিকড় খোঁজার চেষ্টা চালাতে চাইছে পুলিশ ৷