ETV Bharat / state

Land Mafia: জমি মাফিয়াদের সঙ্গে যোগসাজশ সরকারি আধিকারিকদের, জেলাশাসকের দ্বারস্থ মালদার কৃষিজমি বাঁচাও কমিটি - মালদা জেলা কৃষিজমি বাঁচাও কমিটি

জেলার 15টির মধ্যে 11টি ব্লকে চলছে জমি মাফিয়াদের (Land Mafia) রাজত্ব ৷ এই মাফিয়াদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে প্রশাসনিক আধিকারিকদের একাংশের ৷ দুইয়ের যোগসাজশে বদলে দেওয়া হচ্ছে জমির চরিত্র ৷ এভাবেই ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই জেলার ঐতিহ্য আমচাষকে ৷ দোফসলি সমতল কৃষিজমিও নষ্ট করে দেওয়া হচ্ছে ৷ বুজিয়ে দেওয়া হচ্ছে জলাভূমি, এমনকী নদীও ৷ এমনই অভিযোগ তুলে প্রতিবাদে পথে নামতে চলেছে মালদা জেলা কৃষিজমি বাঁচাও কমিটি ৷ সংগঠনের তরফে এনিয়ে ইতিমধ্যে জেলাশাসককে লিখিতভাবে সমগ্র বিষয়টি জানানো হয়েছে ৷ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক (DM of Malda) ৷

Land Mafia
কৃষিজমি বাঁচাও কমিটি
author img

By

Published : Dec 7, 2022, 9:04 PM IST

মালদা, 7 ডিসেম্বর: দুষ্কৃতীদের সঙ্গে সরকারি আধিকারিকদের আঁতাতে রাজ্যের সবচেয়ে বেশি জমি মাফিয়াদের রাজ মালদায় ৷ মাফিয়াদের (Land Mafia) সঙ্গে সরাসরি যোগ রয়েছে প্রশাসনিক আধিকারিকদের একাংশের ৷ দুইয়ের যোগসাজশে বদলে দেওয়া হচ্ছে জমির চরিত্র ৷ এভাবেই ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে জেলার ঐতিহ্য আমচাষকে ৷ বুজিয়ে দেওয়া হচ্ছে জলাভূমি, এমনকী নদীও ৷ এমনই অভিযোগ তুলে জেলাশাসকের দ্বারস্থ কৃষিজমি বাঁচাও কমিটি (Malda Krishi Jomi Bancaho Committee at DMs door) ৷ পাশাপাশি চাষিদের নিয়ে পথে নামারও হুমকি দেওয়া হয়েছে সংগঠনের তরফে ৷

মালদা জেলা কৃষিজমি বাঁচাও কমিটির অভিযোগ, জমি মাফিয়াদের সঙ্গে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের অশুভ আঁতাত চলছে ৷ মূলত ইংরেজবাজার, কালিয়াচক, মোথাবাড়ি, মানিকচক, রতুয়া, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, হবিবপুর, গাজোল, পুরাতন মালদা ও বামনগোলা ব্লকে ৷ কোথাও সরাসরি জমির চরিত্র বদল করে দেওয়া হচ্ছে, আবার কোথাও আমবাগানের পাশে ইটভাটা তৈরি করে আমচাষ নষ্ট করে দেওয়া হচ্ছে ৷

সংগঠনের সম্পাদক চন্দ্রকান্ত দাস বলেন, "আমরা জেলাশাসককে লিখিতভাবে জানিয়েছি, এই ঘটনায় জড়িত রয়েছেন জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ভূমি দফতরের রেভিনিউ ইন্সপেকটররা ৷ এই আধিকারিকরাই আজ জমি মাফিয়ায় পরিণত হয়েছেন ৷ চারদিকে পুকুর ভরাট চলছে, জমির চরিত্র বদলে দেওয়া হচ্ছে, আদিবাসীদের জমি অন্য সম্প্রদায়ের লোকজনের নামে করে দেওয়া হচ্ছে ৷"

কৃষিজমি বাঁচাও কমিটির অভিযোগ, জমি মাফিয়াদের সঙ্গে যোগসাজশ সরকারি আধিকারিকদের

আরও পড়ুন: জমি মাফিয়ার দাপটে পুকুর সংস্কারে পিছু হটল প্রশাসন

তিনি আরও বলেন, "প্রশাসনিক আধিকারিকদের যোগসাজশে এই জেলায় জমি মাফিয়াদের তাণ্ডব চলছে ৷ আমরা জেলাশাসকের কাছে এসব অসৎ আধিকারিকদের শাস্তির দাবি জানিয়েছি ৷ এরপরেও এই তাণ্ডব বন্ধ না-হলে আমরা কৃষকদের নিয়ে রাস্তায় নামব ৷ পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীরও নজরে নিয়ে আসব ৷"এ নিয়ে জেলাশাসক (DM of Malda) নীতিন সিংঘানিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "স্মারকলিপিতে নির্দিষ্ট করে কোনও ব্লকের নাম নেই ৷ তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷"

মালদা, 7 ডিসেম্বর: দুষ্কৃতীদের সঙ্গে সরকারি আধিকারিকদের আঁতাতে রাজ্যের সবচেয়ে বেশি জমি মাফিয়াদের রাজ মালদায় ৷ মাফিয়াদের (Land Mafia) সঙ্গে সরাসরি যোগ রয়েছে প্রশাসনিক আধিকারিকদের একাংশের ৷ দুইয়ের যোগসাজশে বদলে দেওয়া হচ্ছে জমির চরিত্র ৷ এভাবেই ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে জেলার ঐতিহ্য আমচাষকে ৷ বুজিয়ে দেওয়া হচ্ছে জলাভূমি, এমনকী নদীও ৷ এমনই অভিযোগ তুলে জেলাশাসকের দ্বারস্থ কৃষিজমি বাঁচাও কমিটি (Malda Krishi Jomi Bancaho Committee at DMs door) ৷ পাশাপাশি চাষিদের নিয়ে পথে নামারও হুমকি দেওয়া হয়েছে সংগঠনের তরফে ৷

মালদা জেলা কৃষিজমি বাঁচাও কমিটির অভিযোগ, জমি মাফিয়াদের সঙ্গে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের অশুভ আঁতাত চলছে ৷ মূলত ইংরেজবাজার, কালিয়াচক, মোথাবাড়ি, মানিকচক, রতুয়া, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, হবিবপুর, গাজোল, পুরাতন মালদা ও বামনগোলা ব্লকে ৷ কোথাও সরাসরি জমির চরিত্র বদল করে দেওয়া হচ্ছে, আবার কোথাও আমবাগানের পাশে ইটভাটা তৈরি করে আমচাষ নষ্ট করে দেওয়া হচ্ছে ৷

সংগঠনের সম্পাদক চন্দ্রকান্ত দাস বলেন, "আমরা জেলাশাসককে লিখিতভাবে জানিয়েছি, এই ঘটনায় জড়িত রয়েছেন জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ভূমি দফতরের রেভিনিউ ইন্সপেকটররা ৷ এই আধিকারিকরাই আজ জমি মাফিয়ায় পরিণত হয়েছেন ৷ চারদিকে পুকুর ভরাট চলছে, জমির চরিত্র বদলে দেওয়া হচ্ছে, আদিবাসীদের জমি অন্য সম্প্রদায়ের লোকজনের নামে করে দেওয়া হচ্ছে ৷"

কৃষিজমি বাঁচাও কমিটির অভিযোগ, জমি মাফিয়াদের সঙ্গে যোগসাজশ সরকারি আধিকারিকদের

আরও পড়ুন: জমি মাফিয়ার দাপটে পুকুর সংস্কারে পিছু হটল প্রশাসন

তিনি আরও বলেন, "প্রশাসনিক আধিকারিকদের যোগসাজশে এই জেলায় জমি মাফিয়াদের তাণ্ডব চলছে ৷ আমরা জেলাশাসকের কাছে এসব অসৎ আধিকারিকদের শাস্তির দাবি জানিয়েছি ৷ এরপরেও এই তাণ্ডব বন্ধ না-হলে আমরা কৃষকদের নিয়ে রাস্তায় নামব ৷ পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীরও নজরে নিয়ে আসব ৷"এ নিয়ে জেলাশাসক (DM of Malda) নীতিন সিংঘানিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "স্মারকলিপিতে নির্দিষ্ট করে কোনও ব্লকের নাম নেই ৷ তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.