ETV Bharat / state

বীজ রাখার বন্ডের দাবিতে জাতীয় সড়ক অবরোধ আলু চাষিদের - farmers blocked national highway

আলু চাষের বন্ড পাওয়ার আশ্বাস মিলেছিল । কিন্তু মেলেনি । তারই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে চাষিরা । পরে পুলিশি মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।

আলু চাষের বন্ড পাওয়ার আশ্বাস মিলেছিল
আলু চাষের বন্ড পাওয়ার আশ্বাস মিলেছিল
author img

By

Published : Mar 4, 2021, 7:50 PM IST

মালদা, 4 মার্চ : আশ্বাস পেয়েও আলুর বন্ড না পেয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল চাষিরা ৷ আজ পুরাতন মালদার কালুয়াদিঘি সংলগ্ন চেচু মোড়ে এই ঘটনা ঘটে ৷ অবশ্য পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর অবরোধ উঠে যায় ৷ তবে আজকের মধ্যে সমস্যা না মিটলে আগামী কাল ফের জাতীয় সড়ক অবরোধের হুমকি দিয়েছে চাষিরা ৷ যদিও এই সমস্যা মেটানো নিয়ে এখনও জেলা প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি ৷

উল্লেখ্য, মালদা জেলায় সবচেয়ে বেশি আলু চাষ হয় পুরাতন মালদা ব্লকে ৷ এই ব্লকেই সবচেয়ে বেশি হিমঘর রয়েছে ৷ চাষিদের অভিযোগ, হিমঘরগুলির কর্তৃপক্ষ কোনও বছর চাষিদের প্রয়োজনীয় বন্ড দেয় না ৷ তারা ব্যবসায়ীদের স্বার্থ দেখে ৷ তাদেরই হিমঘরে মজুত রাখার জন্য আলুর বন্ড দেওয়া হয় ৷ এর ফল ভোগ করতে হয় চাষিদের ৷ প্রতি বছর চাষের মরশুমে চড়া দামে আলুর বীজ কিনতে হয় ৷ কিন্তু ফসল তোলার পর চাষিরা আলুর সঠিক দাম পায় না ৷ এবারও হিমঘরগুলির তরফে একই ঘটনা ঘটানো হচ্ছে ৷ চাষিদের বন্ডের জন্য আশ্বাস দেওয়া হলেও বন্ড দেওয়া হচ্ছে না ৷ এরই প্রতিবাদে আজ জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয় চাষিরা ৷

আরও পড়ুন : ভোটের আগে রাজ্যে দুষ্কৃতীর প্রবেশ রুখতে নদী সীমান্তে কড়া নজরদারি

অবরোধে শামিল এক আলুচাষি ধনঞ্জয় রাজবংশী বলেন, “আমরা প্রতি বছর হিমঘরে গেলেও বন্ডের সুবিধা পাই না ৷ বন্ড ব্যবসায়ীদেরই দেওয়া হয় ৷ কালুয়া দিঘির একটি হিমঘরে আজ চাষিদের বন্ড দেওয়ার কথা বলা হয়েছিল ৷ সেই মতো আমরা এখানে আসি ৷ কিন্তু হিমঘর কর্তৃপক্ষ আমাদের টোকেন নিয়ে নেয় ৷ আমাদের জেলাশাসকের সঙ্গে দেখা করতে বলে ৷ আমরা জেলাশাসকের সঙ্গে দেখা করতে যেতে পারব না ৷ তাই আমরা পথ অবরোধ করেছি ৷ প্রতি বছর আমাদের এই সমস্যা দেখা দিচ্ছে ৷ এখানে প্রশাসন এসে আমাদের জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আমাদের এই সমস্যার সমাধান করা হবে ৷ নইলে আমরা আগামী কাল ফের জাতীয় সড়ক অবরোধ করতে পারি ৷”

কালুয়া দিঘির হিমঘরের ডিরেক্টর শ্রীদাম সরকার বলেন, “আজ আমাদের হিমঘরে টোকেন ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ ওই টোকেনের মাধ্যমেই বন্ড দেওয়া হয় ৷ আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা সেই টোকেন দিয়েছি ৷ কিন্তু এত মানুষ আজ এখানে এসেছে যে আমাদের পক্ষে সবাইকে টোকেন দেওয়া সম্ভব হয়নি ৷ সেই কারণে এখানে হামলা হয়েছে ৷ তবে আমাদের মার্কেটিং-এ কিছু বন্ড রয়েছে ৷ সেখান থেকে চাষিরা বন্ড সংগ্রহ করতে পারে ৷ এখানে কোনওদিন ব্যবসায়ীরা বন্ড পায়নি ৷ চাষিদের বন্ড দেওয়া হয় ৷ এনিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন ৷”

মালদা, 4 মার্চ : আশ্বাস পেয়েও আলুর বন্ড না পেয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল চাষিরা ৷ আজ পুরাতন মালদার কালুয়াদিঘি সংলগ্ন চেচু মোড়ে এই ঘটনা ঘটে ৷ অবশ্য পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর অবরোধ উঠে যায় ৷ তবে আজকের মধ্যে সমস্যা না মিটলে আগামী কাল ফের জাতীয় সড়ক অবরোধের হুমকি দিয়েছে চাষিরা ৷ যদিও এই সমস্যা মেটানো নিয়ে এখনও জেলা প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি ৷

উল্লেখ্য, মালদা জেলায় সবচেয়ে বেশি আলু চাষ হয় পুরাতন মালদা ব্লকে ৷ এই ব্লকেই সবচেয়ে বেশি হিমঘর রয়েছে ৷ চাষিদের অভিযোগ, হিমঘরগুলির কর্তৃপক্ষ কোনও বছর চাষিদের প্রয়োজনীয় বন্ড দেয় না ৷ তারা ব্যবসায়ীদের স্বার্থ দেখে ৷ তাদেরই হিমঘরে মজুত রাখার জন্য আলুর বন্ড দেওয়া হয় ৷ এর ফল ভোগ করতে হয় চাষিদের ৷ প্রতি বছর চাষের মরশুমে চড়া দামে আলুর বীজ কিনতে হয় ৷ কিন্তু ফসল তোলার পর চাষিরা আলুর সঠিক দাম পায় না ৷ এবারও হিমঘরগুলির তরফে একই ঘটনা ঘটানো হচ্ছে ৷ চাষিদের বন্ডের জন্য আশ্বাস দেওয়া হলেও বন্ড দেওয়া হচ্ছে না ৷ এরই প্রতিবাদে আজ জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয় চাষিরা ৷

আরও পড়ুন : ভোটের আগে রাজ্যে দুষ্কৃতীর প্রবেশ রুখতে নদী সীমান্তে কড়া নজরদারি

অবরোধে শামিল এক আলুচাষি ধনঞ্জয় রাজবংশী বলেন, “আমরা প্রতি বছর হিমঘরে গেলেও বন্ডের সুবিধা পাই না ৷ বন্ড ব্যবসায়ীদেরই দেওয়া হয় ৷ কালুয়া দিঘির একটি হিমঘরে আজ চাষিদের বন্ড দেওয়ার কথা বলা হয়েছিল ৷ সেই মতো আমরা এখানে আসি ৷ কিন্তু হিমঘর কর্তৃপক্ষ আমাদের টোকেন নিয়ে নেয় ৷ আমাদের জেলাশাসকের সঙ্গে দেখা করতে বলে ৷ আমরা জেলাশাসকের সঙ্গে দেখা করতে যেতে পারব না ৷ তাই আমরা পথ অবরোধ করেছি ৷ প্রতি বছর আমাদের এই সমস্যা দেখা দিচ্ছে ৷ এখানে প্রশাসন এসে আমাদের জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আমাদের এই সমস্যার সমাধান করা হবে ৷ নইলে আমরা আগামী কাল ফের জাতীয় সড়ক অবরোধ করতে পারি ৷”

কালুয়া দিঘির হিমঘরের ডিরেক্টর শ্রীদাম সরকার বলেন, “আজ আমাদের হিমঘরে টোকেন ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ ওই টোকেনের মাধ্যমেই বন্ড দেওয়া হয় ৷ আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা সেই টোকেন দিয়েছি ৷ কিন্তু এত মানুষ আজ এখানে এসেছে যে আমাদের পক্ষে সবাইকে টোকেন দেওয়া সম্ভব হয়নি ৷ সেই কারণে এখানে হামলা হয়েছে ৷ তবে আমাদের মার্কেটিং-এ কিছু বন্ড রয়েছে ৷ সেখান থেকে চাষিরা বন্ড সংগ্রহ করতে পারে ৷ এখানে কোনওদিন ব্যবসায়ীরা বন্ড পায়নি ৷ চাষিদের বন্ড দেওয়া হয় ৷ এনিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.