ETV Bharat / state

Malda district health department: কালাজ্বর নির্মূল করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছে মালদার জেলা স্বাস্থ্য দফতর - Malda district health department

কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছে মালদার জেলা স্বাস্থ্য দফতর(Malda district health department) ৷ এইকথা জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাঁপড়ি নায়েক ।

Malda district health department news
কালাজ্বর নির্মূলে পুরস্কার পাচ্ছে মালদা স্বাস্থ্য দফতর
author img

By

Published : Jul 23, 2022, 4:43 PM IST

মালদা, 23 জুলাই: সম্প্রতি গাজোলের একটি গ্রামে কালাজ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ তাছাড়া এই গাজোলেরই বেশ কয়েকটি গ্রামে আরও ছ'জন কালাজ্বর আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে (Malda district health department)। শুধু তাই নয়, এই জ্বরে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে রতুয়া, হবিবপুর, বামনগোলা ও পুরাতন মালদাতেও । কিন্তু এরইমধ্যে মালদাকে কালাজ্বরমুক্ত বলে ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক । শুধু তাই নয়, জেলা স্বাস্থ্য দফতর কেন্দ্রের তরফে পুরস্কারও পাবে। এই খবর জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাঁপড়ি নায়েক ।

তিনি বলেন, "কালাজ্বর নিয়ে ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রের তরফে মালদায় পরিদর্শন হয়েছে । কালাজ্বর নিয়ন্ত্রণে আমরা কেন্দ্রের তরফে পুরস্কার পেতে চলেছি । একসময় এই জেলায় কালাজ্বরের ভয়ঙ্কর প্রকোপ ছিল । গত ছ'বছর ধরে আমরা ধীরে ধীরে জেলাকে কালাজ্বর মুক্ত করতে কাজ করছি । তার ফলও পেয়েছি । প্রতি 10 হাজার মানুষের মধ্যে যদি একজনের কম মানুষ কালাজ্বরে আক্রান্ত হন, তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিভাষায় সেই এলাকা কালাজ্বরমুক্ত । এই জেলার প্রতিটি ব্লকে আমরা সেই সূচকে পৌঁছতে পেরেছি । ঠিক এই কারণেই কেন্দ্রের তরফে আমরা পুরস্কার পাচ্ছি ৷"

কালাজ্বর নির্মূলে পুরস্কার পাচ্ছে মালদা স্বাস্থ্য দফতর

আরও পড়ুন: মাঙ্কিপক্স নয়, চিকেনপক্সে আক্রান্ত ইউরোপ ফেরত পড়ুয়া; রিপোর্ট পুনের ভাইরোলজি ইনস্টিটিউটের

কালাজ্বর সংক্রমণে মূল ভূমিকা স্যান্ডফ্লাই বা বালিমাছির । মূলত কাঁচা বাড়ির দেওয়াল ও মেঝেতে এই মাছি বাসা বাঁধে । এই মাছি উড়তে পারে না । লাফায় । তাই কাঁচা বাড়ির বাসিন্দাদেরই কালাজ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি । যে সমস্ত গ্রামে কালাজ্বরের প্রাদুর্ভাব বেশি ছিল সেখানে সরকারি প্রকল্পে পাকা বাড়ি তৈরির কাজ হয়েছে । মানুষও আগের থেকে অনেক বেশি সতর্ক হয়েছে । এতেই কালাজ্বর অনেক নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা বড় অংশ ৷

মালদা, 23 জুলাই: সম্প্রতি গাজোলের একটি গ্রামে কালাজ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ তাছাড়া এই গাজোলেরই বেশ কয়েকটি গ্রামে আরও ছ'জন কালাজ্বর আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে (Malda district health department)। শুধু তাই নয়, এই জ্বরে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে রতুয়া, হবিবপুর, বামনগোলা ও পুরাতন মালদাতেও । কিন্তু এরইমধ্যে মালদাকে কালাজ্বরমুক্ত বলে ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক । শুধু তাই নয়, জেলা স্বাস্থ্য দফতর কেন্দ্রের তরফে পুরস্কারও পাবে। এই খবর জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাঁপড়ি নায়েক ।

তিনি বলেন, "কালাজ্বর নিয়ে ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রের তরফে মালদায় পরিদর্শন হয়েছে । কালাজ্বর নিয়ন্ত্রণে আমরা কেন্দ্রের তরফে পুরস্কার পেতে চলেছি । একসময় এই জেলায় কালাজ্বরের ভয়ঙ্কর প্রকোপ ছিল । গত ছ'বছর ধরে আমরা ধীরে ধীরে জেলাকে কালাজ্বর মুক্ত করতে কাজ করছি । তার ফলও পেয়েছি । প্রতি 10 হাজার মানুষের মধ্যে যদি একজনের কম মানুষ কালাজ্বরে আক্রান্ত হন, তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিভাষায় সেই এলাকা কালাজ্বরমুক্ত । এই জেলার প্রতিটি ব্লকে আমরা সেই সূচকে পৌঁছতে পেরেছি । ঠিক এই কারণেই কেন্দ্রের তরফে আমরা পুরস্কার পাচ্ছি ৷"

কালাজ্বর নির্মূলে পুরস্কার পাচ্ছে মালদা স্বাস্থ্য দফতর

আরও পড়ুন: মাঙ্কিপক্স নয়, চিকেনপক্সে আক্রান্ত ইউরোপ ফেরত পড়ুয়া; রিপোর্ট পুনের ভাইরোলজি ইনস্টিটিউটের

কালাজ্বর সংক্রমণে মূল ভূমিকা স্যান্ডফ্লাই বা বালিমাছির । মূলত কাঁচা বাড়ির দেওয়াল ও মেঝেতে এই মাছি বাসা বাঁধে । এই মাছি উড়তে পারে না । লাফায় । তাই কাঁচা বাড়ির বাসিন্দাদেরই কালাজ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি । যে সমস্ত গ্রামে কালাজ্বরের প্রাদুর্ভাব বেশি ছিল সেখানে সরকারি প্রকল্পে পাকা বাড়ি তৈরির কাজ হয়েছে । মানুষও আগের থেকে অনেক বেশি সতর্ক হয়েছে । এতেই কালাজ্বর অনেক নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা বড় অংশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.