ETV Bharat / state

Malda College Notice: অভিষেকের কর্মসূচিতে ভিড় বৃদ্ধিতে কি বিশেষ ক্লাসের বিজ্ঞপ্তি, বিতর্কে মালদার কলেজ - তৃণমূলে নবজোয়ার

তৃণমূলে নবজোয়ার নিয়ে বুধবার মালদায় প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই দিনই বিশেষ ক্লাসের বিজ্ঞপ্তি দিয়ে বিতর্কে বামনগোলার একটি কলেজ ৷ বিরোধীদের অভিযোগ, অভিষেকের কর্মসূচিতে ভিড় বৃদ্ধি করতেই বিশেষ ক্লাসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷

Malda College Notice
Malda College Notice
author img

By

Published : May 3, 2023, 5:17 PM IST

মালদা, 3 মে: তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কর্মসূচির দিন স্থানীয় একটি কলেজে বিশেষ ক্লাসের ব্যবস্থা নিয়ে উঠল অভিযোগ ৷ বিরোধীদের দাবি, অভিষেকের কর্মসূচিতে ভিড় বাড়াতেই বিশেষ ক্লাসের আয়োজন করে মালদার বামনগোলার ওই কলেজ ৷ যদিও এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

প্রসঙ্গত, গত 25 এপ্রিল কোচবিহার থেকে এই নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ তার পর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার আসেন মালদায় ৷ জেলার বামনগোলার হরিশংকরপুর এলাকা দিয়ে এ দিন মালদায় ঢোকে তাঁর কনভয় ৷ নালাগোলা হাটখোলায় রাধাগোবিন্দ মন্দিরে পুজো সেরেই তিনি চলে আসেন পাকুয়াহাটে ৷ স্বামী বিবেকানন্দর মূর্তিতে মালা দিয়ে প্রায় তিনশো মিটার রাস্তা হাঁটেন ৷

Malda College Notice
মালদায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্য়োপাধ্যায়

তাঁকে একবার দেখার জন্য উপস্থিত মানুষজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ যদিও পুলিশ কাউকেই তাঁর কাছাকাছি যেতে দেয়নি ৷ দু’একবার অভিষেক নিজেই এগিয়ে গিয়ে অপেক্ষারত মানুষজনের সঙ্গে হাত মেলান ৷ একই ঘটনা ঘটে হবিবপুরের বুলবুলচণ্ডিতেও ৷ এই ব্লকের বেগুনবাড়িতে তাঁর সভা করার কথা ছিল ৷ মঙ্গলবার সেই সভা বাতিল করা হয় ৷ স্থানীয়দের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীরা ভেবেছিলেন, হয়তো অভিষেক তাঁর গাড়ি থেকেই মানুষের উদ্দেশ্যে কোনও বার্তা দিতে পারেন ৷ সেটা হয়নি ৷ আশাহত হয়েছেন প্রত্যেকেই ৷ বিশেষ করে তাঁরা, যাঁরা একবার তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন ৷

Malda College Notice
বামনগোলা পাকুয়াহাট ডিগ্রি কলেজের বিশেষ ক্লাসের বিজ্ঞপ্তি

এরই মধ্যে বামনগোলার পাকুয়াহাট ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষরিত একটি নোটিশ ঘিরে বিতর্ক ছড়িয়েছে ৷ গতকাল প্রকাশিত ওই নোটিশে দেখা যাচ্ছে, তিনি আজ সকাল 10টার সময় কলেজের প্রত্যেক পড়ুয়াকে বিশেষ ক্লাসে উপস্থিত থাকতে বলেছেন ৷

প্রশ্ন উঠেছে, এই বিশেষ ক্লাস কি অভিষেকের কর্মসূচিতে পড়ুয়াদের সামিল করার জন্য ? স্থানীয়দের বক্তব্য, সকাল 10টায় শুরু করে এক ঘণ্টা পর ক্লাস ছুটি দিয়ে দিলে পড়ুয়ারা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় ৷ কারণ, অভিষেকের যাত্রার জন্য পুলিশ তখন সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল ৷ যদিও এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: লক্ষ্মীবারে ইংরেজবাজারে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে একমঞ্চে মমতা ও অভিষেক

মালদা, 3 মে: তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কর্মসূচির দিন স্থানীয় একটি কলেজে বিশেষ ক্লাসের ব্যবস্থা নিয়ে উঠল অভিযোগ ৷ বিরোধীদের দাবি, অভিষেকের কর্মসূচিতে ভিড় বাড়াতেই বিশেষ ক্লাসের আয়োজন করে মালদার বামনগোলার ওই কলেজ ৷ যদিও এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

প্রসঙ্গত, গত 25 এপ্রিল কোচবিহার থেকে এই নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ তার পর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার আসেন মালদায় ৷ জেলার বামনগোলার হরিশংকরপুর এলাকা দিয়ে এ দিন মালদায় ঢোকে তাঁর কনভয় ৷ নালাগোলা হাটখোলায় রাধাগোবিন্দ মন্দিরে পুজো সেরেই তিনি চলে আসেন পাকুয়াহাটে ৷ স্বামী বিবেকানন্দর মূর্তিতে মালা দিয়ে প্রায় তিনশো মিটার রাস্তা হাঁটেন ৷

Malda College Notice
মালদায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্য়োপাধ্যায়

তাঁকে একবার দেখার জন্য উপস্থিত মানুষজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ যদিও পুলিশ কাউকেই তাঁর কাছাকাছি যেতে দেয়নি ৷ দু’একবার অভিষেক নিজেই এগিয়ে গিয়ে অপেক্ষারত মানুষজনের সঙ্গে হাত মেলান ৷ একই ঘটনা ঘটে হবিবপুরের বুলবুলচণ্ডিতেও ৷ এই ব্লকের বেগুনবাড়িতে তাঁর সভা করার কথা ছিল ৷ মঙ্গলবার সেই সভা বাতিল করা হয় ৷ স্থানীয়দের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীরা ভেবেছিলেন, হয়তো অভিষেক তাঁর গাড়ি থেকেই মানুষের উদ্দেশ্যে কোনও বার্তা দিতে পারেন ৷ সেটা হয়নি ৷ আশাহত হয়েছেন প্রত্যেকেই ৷ বিশেষ করে তাঁরা, যাঁরা একবার তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন ৷

Malda College Notice
বামনগোলা পাকুয়াহাট ডিগ্রি কলেজের বিশেষ ক্লাসের বিজ্ঞপ্তি

এরই মধ্যে বামনগোলার পাকুয়াহাট ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষরিত একটি নোটিশ ঘিরে বিতর্ক ছড়িয়েছে ৷ গতকাল প্রকাশিত ওই নোটিশে দেখা যাচ্ছে, তিনি আজ সকাল 10টার সময় কলেজের প্রত্যেক পড়ুয়াকে বিশেষ ক্লাসে উপস্থিত থাকতে বলেছেন ৷

প্রশ্ন উঠেছে, এই বিশেষ ক্লাস কি অভিষেকের কর্মসূচিতে পড়ুয়াদের সামিল করার জন্য ? স্থানীয়দের বক্তব্য, সকাল 10টায় শুরু করে এক ঘণ্টা পর ক্লাস ছুটি দিয়ে দিলে পড়ুয়ারা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় ৷ কারণ, অভিষেকের যাত্রার জন্য পুলিশ তখন সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল ৷ যদিও এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: লক্ষ্মীবারে ইংরেজবাজারে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে একমঞ্চে মমতা ও অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.