ETV Bharat / state

Malda Businessman in Troble: আইসি'র কথায় সংবাদমাধ্যমকে ছিনতাইয়ের ঘটনা না-জানিয়ে বিপাকে ব্যবসায়ী

পুলিশকর্তার কথামতো প্রায় দুইলাখ টাকা ছিনতাইয়ের কথা বিষয়টি সংবাদমাধ্যমকে জানাননি ব্যবসায়ী মহম্মদ আনওয়ারুল হক ৷ এখনও পর্যন্ত পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি । তিনি নতুন আইসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন (Malda businessman in troubl by not informing the media about snatching incident) ৷

author img

By

Published : Jul 5, 2022, 6:18 PM IST

Businessman
আইসির কথায় সংবাদমাধ্যমকে ছিনতাইয়ের কথা না জানিয়ে বিপন্ন ব্যবসায়ী

মালদা, 5 জুলাই: দোকানের সামনে থেকে তাঁর প্রায় দু'লাখ টাকা ছিনতাই করে পালিয়েছিল দুই দুষ্কৃতী । ঘটনার সিসিটিভি ফুটেজ-সহ তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । সেইসময় থানার আইসি তাঁকে জানিয়েছিলেন, এই ঘটনার কথা যেন সংবাদমাধ্যম না জানতে পারে । পুলিশকর্তার কথামতো বিষয়টি সংবাদমাধ্যম কিংবা অন্য কাউকে জানাননি সত্তরোর্ধ্ব ব্যবসায়ী মহম্মদ আনওয়ারুল হক । কিন্তু তাতে যে তাঁর কাল হয়েছে, সেটা বিলক্ষণ বুঝতে পেরেছেন তিনি (Malda businessman in troubl by not informing the media about snatching incident) । এখনও পর্যন্ত পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি । উদ্ধার করতে পারেনি তাঁর খোয়া যাওয়া টাকা । দিনের পর দিন থানার দরজায় এলেও তাঁকে খালি হাতে ফিরে যেতে হয়েছে । এরমধ্যে আবার সেই আইসিই বদলি হয়ে গিয়েছেন । শনিবার নতুন আইসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন ওই বৃদ্ধ ব্যবসায়ী । নতুন আইসির সঙ্গে কথা বলে তাঁর আশা, দ্রুত তিনি ছিনতাই হওয়া টাকা ফিরে পাবেন ।

আনওয়ারুল হক একসময় হাই মাদ্রাসার বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন । অবসরগ্রহণের পর তিনি চাঁচলের পূর্ত বিভাগের অফিসের কাছে 81 নম্বর জাতীয় সড়কের ধারে সিমেন্ট-সহ গৃহ নির্মাণ সামগ্রীর দোকান খোলেন । তিনি বলেন, "গত 16 জুন ব্যাঙ্ক থেকে এক লাখ 95 হাজার টাকা তুলে দোকানে আসি । দোকানের সামনে থেকে ওই টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় । দোকানের সামনে থাকা সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা দেখি । ওই ফুটেজ নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে আইসি আমাদের বিষয়টি সংবাদমাধ্যমকে জানাতে নিষেধ করেন । কিন্তু তখনই ঘটনাটি সংবাদমাধ্যমে জানালে ভালো করতাম । ছেলে ঢাকায় পড়াশোনা করে । তাকে টাকা পাঠাতে পারছি না । খুব দুশ্চিন্তায় রয়েছি ।"

আইসি'র কথায় সংবাদমাধ্যমকে ছিনতাইয়ের ঘটনা না-জানিয়ে বিপাকে ব্যবসায়ী

আরও পড়ুন: সাইকেলে রাখা ব্যাগ থেকে চোখের পলকে 2 লক্ষ টাকা ছিনতাই
এই ঘটনাতেও জড়িয়ে গিয়েছে রাজনীতি। স্থানীয় বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মার বক্তব্য, "কিছুদিন আগে পুলিশ ঘটা করে চাঁচল জুড়ে সিসিটিভি লাগিয়েছে । মানুষ ভেবেছিল, এবার বোধহয় দুষ্কৃতীদের দাপট কিছুটা কমবে । কিন্তু কিছুই হয়নি । দুষ্কৃতীদের দাপট কমেনি । বরং বেড়েছে । আসলে গোটা রাজ্যেই আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে । আর বড় বড় দুষ্কৃতীরা সব তৃণমূলের পতাকার নীচে রয়েছে ।"

যদিও এলাকার তৃণমূল নেতা অমিতেশ পাণ্ডে বলেন, "প্রশাসন নিজের কাজ করছে । গত দু'এক বছরে পুলিশ চাঁচলে ঘটে যাওয়া বিভিন্ন ছিনতাই ও ডাকাতির ঘটনার কিনারা করেছে । এই ঘটনাতেও দুষ্কৃতীরা ধরা পড়বে ।" এনিয়ে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল জানিয়েছেন, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হচ্ছে ।

মালদা, 5 জুলাই: দোকানের সামনে থেকে তাঁর প্রায় দু'লাখ টাকা ছিনতাই করে পালিয়েছিল দুই দুষ্কৃতী । ঘটনার সিসিটিভি ফুটেজ-সহ তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । সেইসময় থানার আইসি তাঁকে জানিয়েছিলেন, এই ঘটনার কথা যেন সংবাদমাধ্যম না জানতে পারে । পুলিশকর্তার কথামতো বিষয়টি সংবাদমাধ্যম কিংবা অন্য কাউকে জানাননি সত্তরোর্ধ্ব ব্যবসায়ী মহম্মদ আনওয়ারুল হক । কিন্তু তাতে যে তাঁর কাল হয়েছে, সেটা বিলক্ষণ বুঝতে পেরেছেন তিনি (Malda businessman in troubl by not informing the media about snatching incident) । এখনও পর্যন্ত পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি । উদ্ধার করতে পারেনি তাঁর খোয়া যাওয়া টাকা । দিনের পর দিন থানার দরজায় এলেও তাঁকে খালি হাতে ফিরে যেতে হয়েছে । এরমধ্যে আবার সেই আইসিই বদলি হয়ে গিয়েছেন । শনিবার নতুন আইসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন ওই বৃদ্ধ ব্যবসায়ী । নতুন আইসির সঙ্গে কথা বলে তাঁর আশা, দ্রুত তিনি ছিনতাই হওয়া টাকা ফিরে পাবেন ।

আনওয়ারুল হক একসময় হাই মাদ্রাসার বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন । অবসরগ্রহণের পর তিনি চাঁচলের পূর্ত বিভাগের অফিসের কাছে 81 নম্বর জাতীয় সড়কের ধারে সিমেন্ট-সহ গৃহ নির্মাণ সামগ্রীর দোকান খোলেন । তিনি বলেন, "গত 16 জুন ব্যাঙ্ক থেকে এক লাখ 95 হাজার টাকা তুলে দোকানে আসি । দোকানের সামনে থেকে ওই টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় । দোকানের সামনে থাকা সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা দেখি । ওই ফুটেজ নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে আইসি আমাদের বিষয়টি সংবাদমাধ্যমকে জানাতে নিষেধ করেন । কিন্তু তখনই ঘটনাটি সংবাদমাধ্যমে জানালে ভালো করতাম । ছেলে ঢাকায় পড়াশোনা করে । তাকে টাকা পাঠাতে পারছি না । খুব দুশ্চিন্তায় রয়েছি ।"

আইসি'র কথায় সংবাদমাধ্যমকে ছিনতাইয়ের ঘটনা না-জানিয়ে বিপাকে ব্যবসায়ী

আরও পড়ুন: সাইকেলে রাখা ব্যাগ থেকে চোখের পলকে 2 লক্ষ টাকা ছিনতাই
এই ঘটনাতেও জড়িয়ে গিয়েছে রাজনীতি। স্থানীয় বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মার বক্তব্য, "কিছুদিন আগে পুলিশ ঘটা করে চাঁচল জুড়ে সিসিটিভি লাগিয়েছে । মানুষ ভেবেছিল, এবার বোধহয় দুষ্কৃতীদের দাপট কিছুটা কমবে । কিন্তু কিছুই হয়নি । দুষ্কৃতীদের দাপট কমেনি । বরং বেড়েছে । আসলে গোটা রাজ্যেই আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে । আর বড় বড় দুষ্কৃতীরা সব তৃণমূলের পতাকার নীচে রয়েছে ।"

যদিও এলাকার তৃণমূল নেতা অমিতেশ পাণ্ডে বলেন, "প্রশাসন নিজের কাজ করছে । গত দু'এক বছরে পুলিশ চাঁচলে ঘটে যাওয়া বিভিন্ন ছিনতাই ও ডাকাতির ঘটনার কিনারা করেছে । এই ঘটনাতেও দুষ্কৃতীরা ধরা পড়বে ।" এনিয়ে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল জানিয়েছেন, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হচ্ছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.