মালদা, 8 সেপ্টেম্বর: বাড়ি থেকে এক হোটেল ব্যবসায়ী ও তাঁর ছেলেকে তুলে নিয়ে গেল কলকাতা পুলিশ (Malda Businessman and his son detained by Kolkata Police)৷ এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল মালদা শহরের বাঁধ রোড এলাকায় ৷ তবে ঠিক কী কারণে তাঁদের তুলে নিয়ে যাওয়া হল, তা নিয়ে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি ৷ শুধু জানা গিয়েছে, আর্থিক কোনও প্রতারণার পুরনো মামলায় তাঁদের কলকাতা নিয়ে গিয়েছে কালীঘাট থানার পুলিশ ৷
ওই ব্যবসায়ীর নাম নিরঞ্জন আগরওয়াল ৷ মালদা শহরে তাঁর বড় হোটেল রয়েছে(Malda News)৷ তিনি অন্য ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন বলে খবর ৷ প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিরঞ্জনবাবু ও তাঁর ছেলে অশ্বিনী আগরওয়ালের বিরুদ্ধে কালীঘাট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয় ৷ সেই মামলার তদন্তে বৃহস্পতিবার মালদায় আসে কলকাতা পুলিশের একটি দল ৷ সঙ্গে ছিল ইংরেজবাজার থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা ৷ এদিন সকাল 11টা নাগাদ চারটি গাড়িতে করে এসে কলকাতা পুলিশের দলটি নিরঞ্জনবাবুর বাড়ির ভিতরে ঢোকে ৷
আরও পড়ুন : গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি, উদ্ধার 1 কোটি 39 লাখ
দীর্ঘক্ষণ তাঁরা নিরঞ্জনবাবু ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন ৷ অবশেষে বেলা দেড়টা নাগাদ তাঁরা নিরঞ্জনবাবু ও ছেলে অশ্বিনীকে নিজেদের গাড়িতে তুলে কলকাতার দিকে রওনা দেন ৷ যাওয়ার সময় কলকাতা পুলিশের এক আধিকারিক শুধু জানান, জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে ৷ তবে কী কারণে, তা জানাতে চাননি ওই অফিসার ৷
এই বিষয়ে নিরঞ্জনবাবুর প্রতিবেশী শুভ্রদীপ মৈত্র বলেন, "সকাল থেকে এখানে পুলিশের গাড়ি দেখছি ৷ প্রতিটিতে কলকাতার নম্বর প্লেট ৷ দুপুরে বাড়ির মালিক নিরঞ্জন আগরওয়াল ও তাঁর ছেলেকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে গেল ৷ এমনিতে নিরঞ্জনবাবু ভালো লোক ৷ পাড়ার সবার সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক ৷ পুলিশ তাঁকে তুলে নিয়ে যাওয়ায় আমরাও অবাক ৷ তাঁর একটি হোটেল আছে বলে জানি ৷ তবে তাঁর বড়িতে পুলিশের হানা নিয়ে আমি কোনও মন্তব্য করব না ৷"
আরও পড়ুন : চাকরি দেওয়ার নামে 17 লাখ টাকা আত্মসাৎ ! সরকারি আইনজীবীরর নামে অভিযোগ থানায়