মালদা, 13 অগস্ট : কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সারা দেশে চলছে আজাদি কা অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav) । দেশের 76তম স্বাধীনতা দিবসে (76th Independence Day) প্রতিটি বাড়িতে যাতে জাতীয় পতাকা ওড়ে, তার জন্য সরকারিভাবে জাতীয় পতাকাও বিলি করা হচ্ছে । মালদা শহরে সেই বার্তা দিয়েছিলেন বিজেপির (BJP) দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি । শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল তাঁর সেই বার্তা দেওয়া প্ল্যাকার্ড ।
কিন্তু আজ সকালে দেখা যায়, শহরের পোস্ট অফিস মোড়ে এমন একটি প্ল্যাকার্ডের উপর সেঁটে দেওয়া রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সিবিআই-ইডি (CBI-ED) বিরোধী পোস্টার । অবশ্য বেলা গড়ালে সেই দৃশ্য আর চোখে পড়েনি । এনিয়ে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব । যদিও এই ঘটনাকে বিজেপির চাল বলে দাবি করেছে তৃণমূল ।
বিষয়টি নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, “স্বাধীনতার 75 বছর পূর্তিতে দেশ জুড়ে আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে । আমরা এই মহোৎসব পালন করার বার্তা দিয়ে মালদা শহরে কিছু প্ল্যাকার্ড লাগাই । ওই কাট আউটে রাজনীতির কোনও ছোঁয়া ছিল না । কিন্তু তৃণমূলের ছাত্র সংগঠন সেই প্ল্যাকার্ডের উপর ইডি-সিবিআই সম্পর্কিত বার্তা দেওয়া পোস্টার সেঁটে দেয় ।’’
তিনি আরও বলেন, ‘‘এটা এক ধরনের রাষ্ট্র বিরোধিতা । যারা এই কাজ করেছে, তারা সবাই ছাত্র । বিজেপি কখনও ছাত্রদের দলীয় রাজনীতিতে আনার পক্ষপাতী নয় । তাই বিজেপির কোনও ছাত্র সংগঠন নেই । কিন্তু বিভিন্ন দুর্নীতিতে বিপন্ন তৃণমূল এখন ছাত্রদের মগজ ধোলাই করে তাদের দিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করাচ্ছে । তৃণমূলের উচিত, এর জন্য রাষ্ট্র ও সমাজের কাছে ক্ষমা চেয়ে এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা ।”
এনিয়ে মন্তব্য করতে গিয়ে জেলা তৃণমূলের (Trinamool Congress) মুখপাত্র শুভময় বসু বিজেপির রাষ্ট্রচেতনা নিয়েই প্রশ্ন তুলেছেন । তিনি বলেন, “বিজেপি বা আরএসএস (RSS) কখনোই স্বাধীনতা সংগ্রামে ছিল না । তাই স্বাধীনতা কিংবা জাতীয় পতাকা নিয়ে কিছু বলা তাদের শোভা পায় না । এই উৎসবকে কেন্দ্র করে বিজেপি একটা প্রচার পাওয়ার চেষ্টা করছে । গতকাল মালদায় টিএমসিপি একটি কর্মসূচি পালন করেছে । তার সুযোগ নিয়ে বিজেপিই আজ একটা পোস্টার তৈরি করে নিজেদের প্ল্যাকার্ডের উপর সেঁটে সস্তায় প্রচার পাওয়ার চেষ্টা করছে ।”
আরও পড়ুন : স্বাধীনতার আলোয় উজ্জ্বল দেশের অনন্য সংস্কৃতি