ETV Bharat / state

বেআইনি গর্ভপাত হাতেনাতে ধরতেই নার্সিংহোম সিল করল জেলা প্রশাসন - নার্সিংহোম সিল প্রশাসনের

Nursing Home Sealed for Illegal Abortions: অভিযোগ তো ছিলই ৷ তা খতিয়ে দেখতে গিয়েই প্রশাসনের কর্তারা দেখেন বেআইনি গর্ভপাত হচ্ছে ৷ তড়িঘড়ি প্রসূতিকে মালদা মেডিক্যালে পাঠিয়ে নার্সিংহোম সিল করল জেলা প্রশাসন ৷

Etv Bharat
বেআইনি গর্ভপাত হাতেনাতে ধরতেই নার্সিংহোম সিল করল জেলা প্রশাসন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 7:02 PM IST

মালদা, 5 জানুয়ারি: চলছিল বেআইনি গর্ভপাত ৷ ঠিক সেই সময় পৌঁছে যান জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনের আধিকারিকরা ৷ তাঁরা হাতেনাতে ধরে ফেলেন গোটা ঘটনা ৷ অপারেশন টেবিল থেকে তাঁরা নামিয়ে এনেছিলেন গর্ভবতীকে ৷ তারপরই তাঁকে পাঠানো হয় মালদা মেডিক্যালে ৷ তবে অনেক চেষ্টা করেও গর্ভস্থ সন্তানকে বাঁচানো যায়নি ৷ বেআইনি গর্ভপাতের জেরে বৃহস্পতিবার ওই নার্সিংহোম সিল করে দিল জেলা প্রশাসন ৷ একইসঙ্গে প্রশাসনের হুঁশিয়ারি, এমন ঘটনা ধরা পড়লে যত বড় নার্সিংহোমই হোক না কেন, তা সিল করতে দু'বার ভাববে না প্রশাসন ৷

এই মুহূর্তে গোটা রাজ্যেই স্বাস্থ্য নিয়ে রমরমা ব্যবসা চলছে ৷ কোথাও বেসরকারি হাসপাতাল, কোথাও বা নার্সিংহোম; মানুষের পকেট কাটতে ওৎ পেতে রয়েছে অনেকেই ৷ মালদাও তার ব্যতিক্রম নয় ৷ কয়েক বছর ধরেই এই জেলাজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নার্সিংহোম আর ডায়াগনস্টিক সেন্টার ৷ বিশেষ করে মালদা শহর সংলগ্ন গাবগাছি এলাকায় এখন যেদিকেই তাকানো যায়, শুধু নার্সিংহোম ৷

এর মধ্যে বেশ কয়েকটি নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জেলা স্বাস্থ্য দফতরে অভিযোগ আসছিল ৷ শেষ পর্যন্ত কড়া মনোভাব নিয়ে ময়দানে নামে ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স টিম ৷ ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে 27টি ডায়াগনস্টিক সেন্টার ৷ বেআইনি গর্ভপাত করার দায়ে বৃহস্পতিবার রাতে গাবগাছি এলাকার একটি নার্সিংহোম সিল করে দেন প্রশাসনিক কর্তারা ৷

এই বিষয়ে জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, "স্বাস্থ্যব্যবস্থা নিয়ে কোনওভাবেই আপোস করা যাবে না ৷ কোনও বেনিয়মের খবর মিললেই ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স টিম সেখানে হানা দিচ্ছে ৷ বৃহস্পতিবার রাতে একটি নার্সিংহোম সিল করা হয়েছে ৷ ওই নার্সিংহোমে বেআইনিভাবে গর্ভপাত করা হচ্ছিল ৷ ইতিমধ্যে আমরা জেলার সমস্ত নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি ৷ কীভাবে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে তা তাঁদের বুঝিয়ে দেওয়া হয়েছে ৷ সার্ভিল্যান্স টিমের নজরে এসেছে, কয়েকটি নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পর্যন্ত নেই ৷ এর জন্য আমরা সিঙ্গল উইন্ডো হেল্প ডেস্ক করে দিয়েছি ৷ অনেক জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ ধরা পড়েছে ৷ আগামী 15 জানুয়ারির মধ্যে এ সব সমস্যা প্রত্যেককে মিটিয়ে ফেলতে হবে ৷ তারপর তেমন কিছু ধরা পড়লে আরও কড়া পদক্ষেপ করা হবে ৷"

আরও পড়ুন :

1. চিকিৎসা গাফিলতিতে রোগী মৃত্যু! অভিযোগ পেতেই বেসরকারি নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ

2. স্বাস্থ্যসাথী কার্ডে ভরতি রোগীর থেকে 20 হাজার টাকা না-পেয়ে মাঝপথে অস্ত্রোপচার বন্ধ করল নার্সিংহোম

3. বোলপুরের নার্সিংহোমে সদ্যোজাত পাচারচক্র, অপারেশন টেকনিসিয়ান-সহ গ্রেফতার আট

মালদা, 5 জানুয়ারি: চলছিল বেআইনি গর্ভপাত ৷ ঠিক সেই সময় পৌঁছে যান জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনের আধিকারিকরা ৷ তাঁরা হাতেনাতে ধরে ফেলেন গোটা ঘটনা ৷ অপারেশন টেবিল থেকে তাঁরা নামিয়ে এনেছিলেন গর্ভবতীকে ৷ তারপরই তাঁকে পাঠানো হয় মালদা মেডিক্যালে ৷ তবে অনেক চেষ্টা করেও গর্ভস্থ সন্তানকে বাঁচানো যায়নি ৷ বেআইনি গর্ভপাতের জেরে বৃহস্পতিবার ওই নার্সিংহোম সিল করে দিল জেলা প্রশাসন ৷ একইসঙ্গে প্রশাসনের হুঁশিয়ারি, এমন ঘটনা ধরা পড়লে যত বড় নার্সিংহোমই হোক না কেন, তা সিল করতে দু'বার ভাববে না প্রশাসন ৷

এই মুহূর্তে গোটা রাজ্যেই স্বাস্থ্য নিয়ে রমরমা ব্যবসা চলছে ৷ কোথাও বেসরকারি হাসপাতাল, কোথাও বা নার্সিংহোম; মানুষের পকেট কাটতে ওৎ পেতে রয়েছে অনেকেই ৷ মালদাও তার ব্যতিক্রম নয় ৷ কয়েক বছর ধরেই এই জেলাজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নার্সিংহোম আর ডায়াগনস্টিক সেন্টার ৷ বিশেষ করে মালদা শহর সংলগ্ন গাবগাছি এলাকায় এখন যেদিকেই তাকানো যায়, শুধু নার্সিংহোম ৷

এর মধ্যে বেশ কয়েকটি নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জেলা স্বাস্থ্য দফতরে অভিযোগ আসছিল ৷ শেষ পর্যন্ত কড়া মনোভাব নিয়ে ময়দানে নামে ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স টিম ৷ ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে 27টি ডায়াগনস্টিক সেন্টার ৷ বেআইনি গর্ভপাত করার দায়ে বৃহস্পতিবার রাতে গাবগাছি এলাকার একটি নার্সিংহোম সিল করে দেন প্রশাসনিক কর্তারা ৷

এই বিষয়ে জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, "স্বাস্থ্যব্যবস্থা নিয়ে কোনওভাবেই আপোস করা যাবে না ৷ কোনও বেনিয়মের খবর মিললেই ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স টিম সেখানে হানা দিচ্ছে ৷ বৃহস্পতিবার রাতে একটি নার্সিংহোম সিল করা হয়েছে ৷ ওই নার্সিংহোমে বেআইনিভাবে গর্ভপাত করা হচ্ছিল ৷ ইতিমধ্যে আমরা জেলার সমস্ত নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি ৷ কীভাবে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে তা তাঁদের বুঝিয়ে দেওয়া হয়েছে ৷ সার্ভিল্যান্স টিমের নজরে এসেছে, কয়েকটি নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পর্যন্ত নেই ৷ এর জন্য আমরা সিঙ্গল উইন্ডো হেল্প ডেস্ক করে দিয়েছি ৷ অনেক জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ ধরা পড়েছে ৷ আগামী 15 জানুয়ারির মধ্যে এ সব সমস্যা প্রত্যেককে মিটিয়ে ফেলতে হবে ৷ তারপর তেমন কিছু ধরা পড়লে আরও কড়া পদক্ষেপ করা হবে ৷"

আরও পড়ুন :

1. চিকিৎসা গাফিলতিতে রোগী মৃত্যু! অভিযোগ পেতেই বেসরকারি নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ

2. স্বাস্থ্যসাথী কার্ডে ভরতি রোগীর থেকে 20 হাজার টাকা না-পেয়ে মাঝপথে অস্ত্রোপচার বন্ধ করল নার্সিংহোম

3. বোলপুরের নার্সিংহোমে সদ্যোজাত পাচারচক্র, অপারেশন টেকনিসিয়ান-সহ গ্রেফতার আট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.