ETV Bharat / state

Malda 100 Days Scam : 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে - 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ

সরকারি প্রকল্প 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ ৷ অভিযোগের তির চাঁচল 1 নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে (Malda 100 Days Scam)৷

Malda 100 Days Scam
100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ
author img

By

Published : Apr 18, 2022, 7:33 PM IST

মালদা, 18 এপ্রিল : সরকারি প্রকল্প 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ ৷ অভিযোগের তির চাঁচল 1 নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ৷ অভিযোগ, 100 দিনের কাজে কোনও পুকুর, নালা খনন না করেই 52 লক্ষ টাকা আত্মসাৎ করেছে পারভিনা খাতুন ৷ শুধু পঞ্চায়েত প্রধান নয়, দুর্নীতির অভিযোগ উঠেছে উপপ্রধান-সহ বেশ কয়েকদেনর বিরুদ্ধে ৷

জানা গিয়ছে, 2021 সালে 100 দিনের কাজ প্রকল্পে খরবা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে গ্রামবাসীদের নামে ন’টি পুকুর খনন প্রকল্পের অনুমোদন হয় ৷ প্রতিটি পুকুর খননের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল ৷ সেইসঙ্গে এলাকার নিকাশি ব্যবস্থা ও নালা খননের জন্য বরাদ্দ হয়েছিল 7 লক্ষ টাকা ৷ কোনও কাজ না করেই কাজের জন্য বরাদ্দ হওয়া 52 লক্ষ টাকা তুলে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ৷

আরও পড়ুন: Firhad Hakim on SSC Recruitment Scam : কুণাল মন্ত্রিসভার কেউ নয়, এসএসসি দুর্নীতি প্রসঙ্গে পার্থর পাশে ফিরহাদ

100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

সমস্ত বিষয়টি উল্লেখ করে গোটা ঘটনা নিয়ে বিডিও ও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের মর্তুজ আলম ৷ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক কল্লোল রায়।

মালদা, 18 এপ্রিল : সরকারি প্রকল্প 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ ৷ অভিযোগের তির চাঁচল 1 নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ৷ অভিযোগ, 100 দিনের কাজে কোনও পুকুর, নালা খনন না করেই 52 লক্ষ টাকা আত্মসাৎ করেছে পারভিনা খাতুন ৷ শুধু পঞ্চায়েত প্রধান নয়, দুর্নীতির অভিযোগ উঠেছে উপপ্রধান-সহ বেশ কয়েকদেনর বিরুদ্ধে ৷

জানা গিয়ছে, 2021 সালে 100 দিনের কাজ প্রকল্পে খরবা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে গ্রামবাসীদের নামে ন’টি পুকুর খনন প্রকল্পের অনুমোদন হয় ৷ প্রতিটি পুকুর খননের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল ৷ সেইসঙ্গে এলাকার নিকাশি ব্যবস্থা ও নালা খননের জন্য বরাদ্দ হয়েছিল 7 লক্ষ টাকা ৷ কোনও কাজ না করেই কাজের জন্য বরাদ্দ হওয়া 52 লক্ষ টাকা তুলে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ৷

আরও পড়ুন: Firhad Hakim on SSC Recruitment Scam : কুণাল মন্ত্রিসভার কেউ নয়, এসএসসি দুর্নীতি প্রসঙ্গে পার্থর পাশে ফিরহাদ

100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

সমস্ত বিষয়টি উল্লেখ করে গোটা ঘটনা নিয়ে বিডিও ও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের মর্তুজ আলম ৷ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক কল্লোল রায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.