ETV Bharat / state

এবারও কি পরীক্ষার মধ্যেই বাইরে বেরিয়ে এল মাধ্যমিকের প্রশ্নপত্র ?

পর্ষদের কড়া নজরদারির পরও কি ফাঁস হল মাধ্যমিক প্রশ্নপত্র ? এই অভিযোগ উঠছে মালদায় । যদিও মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক এই বিষয়ে এখনও কিছু বলেনি ।

Madhyamik Exam
ফাইল ফোটো
author img

By

Published : Feb 18, 2020, 2:22 PM IST

মালদা, 18 ফেব্রুয়ারি : এবারও পরীক্ষা শুরুর আগেই মাধ্যমিকের প্রশ্ন ফাঁস? এই প্রশ্নই ঘোরাঘুরি করছে মালদায় । আজ পরীক্ষা শুরুর আগেই বাংলার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ । মোবাইলে ঘোরাঘুরিও করতে দেখা যায় প্রশ্নপত্রের কয়েকটি পাতা । ETV ভারত এই প্রশ্নপত্রগুলি যাচাই করেনি ৷ এই প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্রের কোনও মিল রয়েছে কি না তাও জানা যায়নি । পরীক্ষা শেষ না হলে এই নিয়ে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব নয় বলে জানিয়েছে ওয়াকিবহালমহল । এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেননি মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ।

আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা । আজ বাংলা বিষয়ে পরীক্ষা হচ্ছে । নির্দিষ্ট সময়েই শুরু হয় পরীক্ষা । কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে অনেকের মোবাইলে বাংলা প্রশ্নপত্রের কয়েকটি পৃষ্ঠার ছবি আসতে শুরু করে । এরপরই জল্পনা ছড়ায়, তবে কি এবারও প্রশ্ন ফাঁস? তবে, এই নিয়ে এখনও কোনও অভিযোগ কোথাও দায়ের হয়নি বলেই জানা যাচ্ছে ।

জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক বলেন, "এই নিয়ে কোনও মন্তব্য করার অধিকারী আমি নই । যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে । তবে, এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি ।"

প্রসঙ্গত, মাধ্যমিকের প্রশ্নফাঁস রুখতে এবার শুরু থেকেই কড়া নজর রাখছে পর্ষদ । গত বছর মাধ্যমিকে পরপর ছয়টি পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায় । তার থেকে শিক্ষা নিয়েই এই বছর রাজ্যের আটটি জেলার মোট 42 টি ব্লকের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । নির্বাচিত ওই জায়গাগুলিতে প্রতিটি পরীক্ষার শুরু থেকে দু'ঘণ্টা করে অর্থাৎ বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা ৷

মালদা, 18 ফেব্রুয়ারি : এবারও পরীক্ষা শুরুর আগেই মাধ্যমিকের প্রশ্ন ফাঁস? এই প্রশ্নই ঘোরাঘুরি করছে মালদায় । আজ পরীক্ষা শুরুর আগেই বাংলার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ । মোবাইলে ঘোরাঘুরিও করতে দেখা যায় প্রশ্নপত্রের কয়েকটি পাতা । ETV ভারত এই প্রশ্নপত্রগুলি যাচাই করেনি ৷ এই প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্রের কোনও মিল রয়েছে কি না তাও জানা যায়নি । পরীক্ষা শেষ না হলে এই নিয়ে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব নয় বলে জানিয়েছে ওয়াকিবহালমহল । এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেননি মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ।

আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা । আজ বাংলা বিষয়ে পরীক্ষা হচ্ছে । নির্দিষ্ট সময়েই শুরু হয় পরীক্ষা । কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে অনেকের মোবাইলে বাংলা প্রশ্নপত্রের কয়েকটি পৃষ্ঠার ছবি আসতে শুরু করে । এরপরই জল্পনা ছড়ায়, তবে কি এবারও প্রশ্ন ফাঁস? তবে, এই নিয়ে এখনও কোনও অভিযোগ কোথাও দায়ের হয়নি বলেই জানা যাচ্ছে ।

জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক বলেন, "এই নিয়ে কোনও মন্তব্য করার অধিকারী আমি নই । যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে । তবে, এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি ।"

প্রসঙ্গত, মাধ্যমিকের প্রশ্নফাঁস রুখতে এবার শুরু থেকেই কড়া নজর রাখছে পর্ষদ । গত বছর মাধ্যমিকে পরপর ছয়টি পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায় । তার থেকে শিক্ষা নিয়েই এই বছর রাজ্যের আটটি জেলার মোট 42 টি ব্লকের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । নির্বাচিত ওই জায়গাগুলিতে প্রতিটি পরীক্ষার শুরু থেকে দু'ঘণ্টা করে অর্থাৎ বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.