ETV Bharat / state

ঝাড়খণ্ডে পালানোর আগেই গ্রেপ্তার BJP বিধায়ক খুনে অন্যতম অভিযুক্ত মাবুদ শেখ

author img

By

Published : Aug 7, 2020, 8:23 PM IST

পঞ্চানন্দপুর পৌঁছানোর আগেই গাড়ি থামিয়ে মাবুদ শেখকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ ৷ শুক্রবার বিকেলেই মাবুদকে নিজেদের হেপাজতে নিয়েছে CID ৷

malda mla death case accused arrested
মাবুদ শেখ

মালদা, 7 অগাস্ট : হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত মাবুদ শেখকে গ্রেপ্তার করল পুলিশ ৷ দীর্ঘদিন আত্মগোপন করে ছিল অভিযুক্ত ৷ আজ দুপুরে ঝাড়খণ্ডে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ ৷ ইতিমধ্যে CID-র মালদা শাখা ধৃতকে নিয়ে রায়গঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে ৷

গত 13 জুলাই নিজের বাড়ি থেকে কিছু দূরে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করে ৷ যদিও বিধায়কের পরিবার খুনের অভিযোগ দায়ের করে স্থানীয় থানায় ৷ দল BJP-র তরফেও একই দাবি করা হয় ৷ এরপরই ঘটনার তদন্তভার CID-র হাতে তুলে দেয় রাজ্য সরকার ৷ যদিও পরবর্তীতে CBI তদন্তের দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিধায়কের পরিবার ৷ এদিকে, তদন্তে নেমে মালদার দুই ব্যক্তির নাম জানতে পারে CID ৷ এরমধ্যে গত 14 জুলাই মালদা শহরের একটি নামি আবাসন থেকে গ্রেপ্তার করা হয় নিলয় সিংহ নামের এক ব্যক্তিকে ৷ এতদিন অধরা ছিল আর এক অভিযুক্ত মাবুদ শেখ ৷ মাবুদ চাঁচল 1 ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর গ্রামের বাসিন্দা ৷ আজ দুপুরে গঙ্গা পেরিয়ে ঝাড়খণ্ড পালানোর সময় মাঝরাস্তায় তাকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়কের মৃত্যুর ঘটনায় নাম জড়াতেই মাবুদ কালিয়াচক 2 ব্লকের বাবলা কমলপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে ৷ খবর পায় CID ৷ কিন্তু পুলিশ যে তার আস্তানা জানতে পেরেছে সে খবর পৌঁছায় মাবুদের কাছে ৷ তাই আজ সে পঞ্চানন্দপুর ঘাট হয়ে গঙ্গা পেরিয়ে ঝাড়খণ্ডে এক আত্মীয়ের বাড়িতে পালানোর পরিকল্পনা করে ৷ সেই মতো দুপুরে একটি গাড়িতে পঞ্চানন্দপুরের উদ্দেশে রওনাও দেয় ৷ কিন্তু, খবর পায় মোথাবাড়ি থানার পুলিশ ৷ পঞ্চানন্দপুর পৌঁছোনোর আগেই মাঝপথে পুলিশ গাড়ি থামিয়ে গ্রেপ্তার করে মাবুদ শেখকে ৷ মোথাবাড়ি থানার পুলিশ বিধায়ক খুনে অভিযুক্তের গ্রেপ্তারির খবর দেয় CID-কে ৷ শুক্রবার বিকেলেই মাবুদকে নিজেদের হেপাজতে নেয় CID কর্তারা ৷ আজই তাকে রায়গঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে ৷

মোথাবাড়ি থানার OC বিটুন পাল বলেন, "CID-র মাধ্যমেই মাবুদের আস্তানার খবর পাই ৷ তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল ৷ বিপদ বুঝে ঝাড়খণ্ডে পালানোর সিদ্ধান্ত নেয় মাবুদ ৷ সেই খবর পেয়ে পালানোর আগেই গ্রেপ্তার করেছি ৷ মাবুদ শেখকে CID-র হাতে তুলে দেওয়া হয়েছে ৷"

মালদার CID আধিকারিক আত্রেয়ী সেন বলেন, "অনেকদিন ধরেই আমরা মাবুদের খোঁজ চালাচ্ছিলাম ৷ শেষ পর্যন্ত মোথাবাড়ি থানার সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে ৷ আজই তাকে রায়গঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে ৷"

মালদা, 7 অগাস্ট : হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত মাবুদ শেখকে গ্রেপ্তার করল পুলিশ ৷ দীর্ঘদিন আত্মগোপন করে ছিল অভিযুক্ত ৷ আজ দুপুরে ঝাড়খণ্ডে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ ৷ ইতিমধ্যে CID-র মালদা শাখা ধৃতকে নিয়ে রায়গঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে ৷

গত 13 জুলাই নিজের বাড়ি থেকে কিছু দূরে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করে ৷ যদিও বিধায়কের পরিবার খুনের অভিযোগ দায়ের করে স্থানীয় থানায় ৷ দল BJP-র তরফেও একই দাবি করা হয় ৷ এরপরই ঘটনার তদন্তভার CID-র হাতে তুলে দেয় রাজ্য সরকার ৷ যদিও পরবর্তীতে CBI তদন্তের দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিধায়কের পরিবার ৷ এদিকে, তদন্তে নেমে মালদার দুই ব্যক্তির নাম জানতে পারে CID ৷ এরমধ্যে গত 14 জুলাই মালদা শহরের একটি নামি আবাসন থেকে গ্রেপ্তার করা হয় নিলয় সিংহ নামের এক ব্যক্তিকে ৷ এতদিন অধরা ছিল আর এক অভিযুক্ত মাবুদ শেখ ৷ মাবুদ চাঁচল 1 ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর গ্রামের বাসিন্দা ৷ আজ দুপুরে গঙ্গা পেরিয়ে ঝাড়খণ্ড পালানোর সময় মাঝরাস্তায় তাকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়কের মৃত্যুর ঘটনায় নাম জড়াতেই মাবুদ কালিয়াচক 2 ব্লকের বাবলা কমলপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে ৷ খবর পায় CID ৷ কিন্তু পুলিশ যে তার আস্তানা জানতে পেরেছে সে খবর পৌঁছায় মাবুদের কাছে ৷ তাই আজ সে পঞ্চানন্দপুর ঘাট হয়ে গঙ্গা পেরিয়ে ঝাড়খণ্ডে এক আত্মীয়ের বাড়িতে পালানোর পরিকল্পনা করে ৷ সেই মতো দুপুরে একটি গাড়িতে পঞ্চানন্দপুরের উদ্দেশে রওনাও দেয় ৷ কিন্তু, খবর পায় মোথাবাড়ি থানার পুলিশ ৷ পঞ্চানন্দপুর পৌঁছোনোর আগেই মাঝপথে পুলিশ গাড়ি থামিয়ে গ্রেপ্তার করে মাবুদ শেখকে ৷ মোথাবাড়ি থানার পুলিশ বিধায়ক খুনে অভিযুক্তের গ্রেপ্তারির খবর দেয় CID-কে ৷ শুক্রবার বিকেলেই মাবুদকে নিজেদের হেপাজতে নেয় CID কর্তারা ৷ আজই তাকে রায়গঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে ৷

মোথাবাড়ি থানার OC বিটুন পাল বলেন, "CID-র মাধ্যমেই মাবুদের আস্তানার খবর পাই ৷ তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল ৷ বিপদ বুঝে ঝাড়খণ্ডে পালানোর সিদ্ধান্ত নেয় মাবুদ ৷ সেই খবর পেয়ে পালানোর আগেই গ্রেপ্তার করেছি ৷ মাবুদ শেখকে CID-র হাতে তুলে দেওয়া হয়েছে ৷"

মালদার CID আধিকারিক আত্রেয়ী সেন বলেন, "অনেকদিন ধরেই আমরা মাবুদের খোঁজ চালাচ্ছিলাম ৷ শেষ পর্যন্ত মোথাবাড়ি থানার সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে ৷ আজই তাকে রায়গঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.