ETV Bharat / state

লকডাউনে কাজ নেই, খামে কার্তুজ ভরে হুমকি চিঠি

হুমকি চিঠি পেয়ে পুলিশের দ্বারস্থ হন শিক্ষক ৷ অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে ইংরেজবাজার থানার পুলিশ ৷ সেই ফাঁদেই ধরা পড়ে অভিযুক্ত ৷

হুমকি চিঠি
threating letter
author img

By

Published : Jul 12, 2020, 6:13 PM IST

Updated : Jul 12, 2020, 7:20 PM IST

মালদা, 12 জুলাই : লকডাউনে কাজ হারিয়েছে ৷ তাই টাকার জন্য খামে কার্তুজ ভরে শিক্ষকের কাছে 50 হাজার টাকা দাবি করে হুমকি চিঠি দিয়েছিল এক ব্যক্তি । সমস্ত ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই শিক্ষক । ছক কষে গতকাল রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ । ধৃতের নাম প্রণব মিত্র ৷ তাকে আজ জেলা আদালতে তোলা হয় ।

মালদা শহরের কৃষ্ণপল্লি এলাকার বাসিন্দা রঞ্জন দাস । রঞ্জনবাবু পেশায় শিক্ষক । দুদিন আগে রঞ্জনবাবু তাঁর বাড়ির সামনে একটি খাম পড়ে থাকতে দেখেন । সেই খামে একটি তাজা কার্তুজ ও একটি চিঠি ছিল । চিঠিতে লেখা ছিল শনিবার রাতে নগদ 50 হাজার টাকা স্থানীয় একটি ATM কাউন্টারের সামনে দিতে হবে । নয়তো তাঁকে খুন করা হবে । তাজা কার্তুজ সমেত উড়ো চিঠি পেয়ে রঞ্জনবাবু ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হন । রঞ্জনবাবুকে সঙ্গে নিয়ে পুলিশ দুষ্কৃতীকে গ্রেপ্তারের ছক কষে । গতকাল রাতে রঞ্জনবাবু চিঠিতে দেওয়া ঠিকানায় নগদ টাকা নিয়ে পৌঁছান । নির্দিষ্ট ঠিকানায় ব্যাগ রেখে রঞ্জনবাবু বাড়ির দিকে রওনা দেন । রঞ্জনবাবু চলে যাওয়ার পর অভিযুক্ত টাকা ভরতি ব্যাগ নিতে এলে পুলিশ ধরে ফেলে ।

ধৃত প্রণব মিত্রের বাড়ি মালদা শহরের মালঞ্চপল্লি এলাকায় । পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, লকডাউনে কাজ হারিয়ে অনটনে পড়েছে । পরিবারের সমস্যার সমাধানে এই কাজ করেছে সে । ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি ওই কার্তুজ কোথায় পেল, তার বিরুদ্ধে পুরানো কোনও মামলা রয়েছে কি না ও এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয় ।

মালদা, 12 জুলাই : লকডাউনে কাজ হারিয়েছে ৷ তাই টাকার জন্য খামে কার্তুজ ভরে শিক্ষকের কাছে 50 হাজার টাকা দাবি করে হুমকি চিঠি দিয়েছিল এক ব্যক্তি । সমস্ত ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই শিক্ষক । ছক কষে গতকাল রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ । ধৃতের নাম প্রণব মিত্র ৷ তাকে আজ জেলা আদালতে তোলা হয় ।

মালদা শহরের কৃষ্ণপল্লি এলাকার বাসিন্দা রঞ্জন দাস । রঞ্জনবাবু পেশায় শিক্ষক । দুদিন আগে রঞ্জনবাবু তাঁর বাড়ির সামনে একটি খাম পড়ে থাকতে দেখেন । সেই খামে একটি তাজা কার্তুজ ও একটি চিঠি ছিল । চিঠিতে লেখা ছিল শনিবার রাতে নগদ 50 হাজার টাকা স্থানীয় একটি ATM কাউন্টারের সামনে দিতে হবে । নয়তো তাঁকে খুন করা হবে । তাজা কার্তুজ সমেত উড়ো চিঠি পেয়ে রঞ্জনবাবু ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হন । রঞ্জনবাবুকে সঙ্গে নিয়ে পুলিশ দুষ্কৃতীকে গ্রেপ্তারের ছক কষে । গতকাল রাতে রঞ্জনবাবু চিঠিতে দেওয়া ঠিকানায় নগদ টাকা নিয়ে পৌঁছান । নির্দিষ্ট ঠিকানায় ব্যাগ রেখে রঞ্জনবাবু বাড়ির দিকে রওনা দেন । রঞ্জনবাবু চলে যাওয়ার পর অভিযুক্ত টাকা ভরতি ব্যাগ নিতে এলে পুলিশ ধরে ফেলে ।

ধৃত প্রণব মিত্রের বাড়ি মালদা শহরের মালঞ্চপল্লি এলাকায় । পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, লকডাউনে কাজ হারিয়ে অনটনে পড়েছে । পরিবারের সমস্যার সমাধানে এই কাজ করেছে সে । ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি ওই কার্তুজ কোথায় পেল, তার বিরুদ্ধে পুরানো কোনও মামলা রয়েছে কি না ও এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয় ।

Last Updated : Jul 12, 2020, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.