মালদা, 6 এপ্রিল: 101 কিলো লাড্ডুর ভোগে 22 বছর ধরে মালদায় পালিত হয়ে আসছে হনুমান জয়ন্তী উৎসব ৷ মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকায় মহাবীর হনুমান মন্দিরে এবারও জাঁকজমকের সঙ্গে এই উৎসব পালিত হচ্ছে ৷ বৃহস্পতিবার সন্ধ্য়ায় এবছরের উৎসবের সমাপ্তি হবে ৷ মালদা শহরের পূর্বপ্রান্তে, মহানন্দার ধারে রয়েছে ওই হনুমান মন্দির ৷ প্রতি বছর মহাবীর জয়ন্তীতে শুধু এই শহর কিংবা জেলা নয়, রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, অসম, এমনকী উত্তরপ্রদেশ থেকেও বহু ভক্ত এই মন্দিরে উপস্থিত হন ৷ মূলত দুপুর থেকে মন্দিরে ভিড় জমতে শুরু করে ৷ উৎসবের চারদিন মন্দিরে কয়েক হাজার মানুষের সমাগম হয় ৷ এবারও সেকরমই ছবি দেখা গিয়েছে ৷
গত 2 এপ্রিল থেকে এই মন্দিরে হনুমান জয়ন্তী উৎসব শুরু হয়েছে ৷ সেদিন সকালে প্রায় 400 মহিলার কলসযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয় ৷ মন্দির থেকে শুরু হয় যাত্রা ৷ শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ফের হনুমান মন্দিরেই সেই যাত্রা শেষ হয় ৷ 3 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে হনুমানজির অভিষেক পর্ব ৷ 4 এপ্রিল দিনভর হনুমান চালিশা পাঠ ও আরতি হয়েছে ৷ গতকাল সারাদিন অখণ্ড রামায়ণ পাঠ হয়েছে মন্দিরে ৷ আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত চলবে প্রসাদ বিতরণ ৷ অন্তত হাজার দশেক ভক্ত প্রসাদ নিতে আজ উপস্থিত থাকবেন বলে অনুমান করছে মন্দির কর্তৃপক্ষ ৷ সন্ধেয় এবারের উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে ৷
মন্দিরের প্রধান পুরোহিত প্রভুজি মিশ্র বলেন, "2 এপ্রিল থেকেই আমাদের হনুমান জয়ন্তী উৎসব শুরু হয়ে গিয়েছে ৷ আজ ভজন-কীর্তনের মাধ্যমে সেই উৎসব শেষ হবে ৷ পূর্ণিমা পেয়ে যাওয়ায় গতকাল রাতেই হনুমান বাবাকে সোওয়ামনি ভোগ দেওয়া হয়েছে ৷ এবার পাঁচ ভক্ত এক কুইন্টাল এক কিলোর ভোগ দিয়েছেন, দু'জন 56 ভোগ দিয়েছেন, 130 জনেরও বেশি সোওয়ামনি ভোগ দিয়েছেন ৷ আমাদের এক কুইন্টাল এক কিলোর লাড্ডু ভোগ এই মন্দিরে হনুমান জয়ন্তী উৎসবের প্রধান আকর্ষণ ৷ পৃথিবীর সব মানুষের জন্য আমরা বাবার কাছে প্রার্থনা জানাচ্ছি ৷"
আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে হনুমানই অনুপ্রেরণা, বিজেপির প্রতিষ্ঠা দিবসে দাবি মোদির