ETV Bharat / state

লকডাউনে যাত্রী পরিবহন, মালদায় আটক 40 ই-রিকশা - covid 19

কাঁচা আনাজ ও মাছ-মাংস পরিবহনের জন্য ই-রিকশা চলাচলের অনুমতি দিয়েছিল মালদার পুলিশ-প্রশাসন ৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে যাত্রী পরিবহন শুরু করে রিকশাগুলি ।

রিকশা
রিকশা
author img

By

Published : Apr 4, 2020, 8:57 PM IST

মালদা, 4 এপ্রিল : লকডাউনের জেরে জরুরি পরিষেবা ব্যতীত বন্ধ সমস্ত পরিবহন পরিষেবা । জরুরি সামগ্রী ছাড়া রাস্তায় নামার অনুমতি নেই লরি কিংবা অন্য পণ্যবাহী যানেরও ৷ তবে মালদা শহরে কাঁচা আনাজ ও মাছ-মাংস পরিবহনের জন্য বাজার চলার নির্দিষ্ট সময়সীমার মধ্যে ই-রিকশা চলাচলের অনুমতি দিয়েছিল পুলিশ প্রশাসন ৷ আর সেই সুযোগ কাজে লাগিয়ে যাত্রী পরিবহন শুরু করে ই-রিকশাগুলি। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । ধরপাকড় চালিয়ে শেষমেশ আজ 40টি ই-রিকশা আটক করা হয়েছে ।

কোরোনা মোকাবিলায় 10 দিন আগেই দেশজুড়ে ঘোষিত হয়েছে লকডাউন ৷ ভাইরাস যাতে সংক্রমিত না হয়, সেজন্য কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় । প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় কোনওরকম ভিড়, জমায়েত করা চলবে না । বন্ধ রাখা হয় গণ পরিবহন পরিষেবাও । এই পরিস্থিতিতে জেলার খাদ্য সামগ্রীর পরিষেবা যাতে স্বাবাবিক থাকে, সেজন্য কাঁচা আনাজ ও মাছ-মাংস পরিবহণের জন্য ই-রিকশা চলাচলের অনুমতি দিয়েছিল পুলিশ প্রশাসন ৷ বাজার চলার নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ই-রিকশা চলাচলের অনুমতি ছিল ৷ কিন্তু সেই সুযোগেই যাত্রী নেওয়া শুরু কর দেয় বেশ কয়েকটি রিকশা । সংক্রমণের ভয়ে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা ।

এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ । শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় 40টি ই-রিকশা আটক করা হয় ৷ আপাতত সেগুলিকে জেলা পুলিশ লাইনের মাঠে রাখা হয়েছে ৷ চালকদের বলা হয়েছে, লকডাউন শেষ হলে যথাযথ নথি দেখিয়ে নিজেদের ই-রিকশা ফেরত নিয়ে যেতে পারেন ৷

আজ শহরের রথবাড়ি, কৃষ্ণপল্লি, ঝলঝলিয়া সহ বিভিন্ন জায়গায় টহলদারি চালিয়ে অকারণে রাস্তায় বেরনো 31 জনকে আটক করে পুলিশ ।

মালদা, 4 এপ্রিল : লকডাউনের জেরে জরুরি পরিষেবা ব্যতীত বন্ধ সমস্ত পরিবহন পরিষেবা । জরুরি সামগ্রী ছাড়া রাস্তায় নামার অনুমতি নেই লরি কিংবা অন্য পণ্যবাহী যানেরও ৷ তবে মালদা শহরে কাঁচা আনাজ ও মাছ-মাংস পরিবহনের জন্য বাজার চলার নির্দিষ্ট সময়সীমার মধ্যে ই-রিকশা চলাচলের অনুমতি দিয়েছিল পুলিশ প্রশাসন ৷ আর সেই সুযোগ কাজে লাগিয়ে যাত্রী পরিবহন শুরু করে ই-রিকশাগুলি। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । ধরপাকড় চালিয়ে শেষমেশ আজ 40টি ই-রিকশা আটক করা হয়েছে ।

কোরোনা মোকাবিলায় 10 দিন আগেই দেশজুড়ে ঘোষিত হয়েছে লকডাউন ৷ ভাইরাস যাতে সংক্রমিত না হয়, সেজন্য কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় । প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় কোনওরকম ভিড়, জমায়েত করা চলবে না । বন্ধ রাখা হয় গণ পরিবহন পরিষেবাও । এই পরিস্থিতিতে জেলার খাদ্য সামগ্রীর পরিষেবা যাতে স্বাবাবিক থাকে, সেজন্য কাঁচা আনাজ ও মাছ-মাংস পরিবহণের জন্য ই-রিকশা চলাচলের অনুমতি দিয়েছিল পুলিশ প্রশাসন ৷ বাজার চলার নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ই-রিকশা চলাচলের অনুমতি ছিল ৷ কিন্তু সেই সুযোগেই যাত্রী নেওয়া শুরু কর দেয় বেশ কয়েকটি রিকশা । সংক্রমণের ভয়ে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা ।

এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ । শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় 40টি ই-রিকশা আটক করা হয় ৷ আপাতত সেগুলিকে জেলা পুলিশ লাইনের মাঠে রাখা হয়েছে ৷ চালকদের বলা হয়েছে, লকডাউন শেষ হলে যথাযথ নথি দেখিয়ে নিজেদের ই-রিকশা ফেরত নিয়ে যেতে পারেন ৷

আজ শহরের রথবাড়ি, কৃষ্ণপল্লি, ঝলঝলিয়া সহ বিভিন্ন জায়গায় টহলদারি চালিয়ে অকারণে রাস্তায় বেরনো 31 জনকে আটক করে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.