মালদা, 8 এপ্রিল: কথায় বলে 12 মাসে এক বছর ৷ কিন্তু সরকারি দফতরে যে 18 মাসে বছর হয় না বললেও চলে ৷ বিশেষত মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দাদের অভিযোগ সেরকমই ৷ গত বছর দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মানুষ সরকারি সুবিধে পেতে ফর্ম ফিল-আপ করেন । দুয়ারে সরকার ক্যাম্পে জাতিগত শংসাপত্রের জন্য হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বহু মানুষ আবেদন করেন । অভিযোগ, প্রায় বছর খানেক হতে চললেও এখনও ফাইলের গেরোয় আটকে রয়েছে সমস্ত কাজ ।
বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার ব্লক অফিসে গিয়েও কোনও সুফল মেলেনি ৷ অভিযোগ, দফতরের আধিকারিকরাও নিয়মিত আসেন না ৷ আবার কখনও কখনও আধিকারিকের দেখা মিললেও জাতিগত শংসাপত্রের খোঁজ করতে গিয়ে সরকারি আধিকারিকদের কটুক্তিরও শিকার হতে হয় ৷ এমনটাই অভিযোগ আবদুল সালাম নামে এক বাসিন্দার ৷
আরও পড়ুন : দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূলের পতাকা, শিলিগুড়িতে বিতর্ক
তিনি বলেন, ‘‘আমার ছেলে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। ছেলে বাইরে পড়াশোনা করে। আমি ওবিসি সার্টিফিকেটের জন্য গতবছরের ৪ অক্টোবর আবেদন করেছিলাম। কিন্তু এখনও পর্যন্ত সার্টিফিকেট হাতে পাইনি। সার্টিফিকেট না পাওয়ায় বেশ কিছু সরকারি সুবিধে থেকে বঞ্চিত হতে হচ্ছে ।’’
আরও এক বাসিন্দা দেবব্রত শর্মার কথায়, “গত ১৪ আগস্ট ২০২১ তারিখে আমি দুই মেয়ের কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম। মাস তিনেক পর ইন্টারনেটে দেখা যায় আবেদন মহকুমাশাসকের লেভেলে পৌঁছেছে । কিন্তু তারপর থেকে আর কিছুই হচ্ছে না। মেয়েদের স্কুলে ভর্তি করতে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন ।’’