ETV Bharat / state

Witchcraft Suspicion: ডাইনি অপবাদে মহিলাকে খুন, দুই অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড - যাবজ্জীবন কারাদণ্ড

ডাইনি অপবাদে সৎ মাকে খুনের অপরাধে ছেলে ও ভাইপোর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত ৷

Etv Bharat
যাবজ্জীবন কারাদণ্ড
author img

By

Published : Jul 25, 2023, 11:08 PM IST

ডাইনি অপবাদে মহিলাকে খুনের দায়ে দুই অভিযুক্তের যাবজ্জীবন

মালদা, 25জুলাই: ডাইনি অপবাদে সৎ মা'কে খুনের অভিযোগে ছেলে ও ভাইপোর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সেইসঙ্গে 10 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে আরও ছ'মাসের কারাদণ্ড ৷ মঙ্গলবার পঞ্চম কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশন জাজ অসীমা পাল এই সাজা ঘোষণা করেছেন । 2019 সালে মৃতের স্বামী ঠাকুর হেমব্রমের অভিযোগে বুদিনকে খুনের দায়ে পুলিশ দুনয় ও ভাকুমকে গ্রেফতার করেছিল ৷ তারই সাজা ঘোষণা হল মঙ্গলবার ৷

মালদার হবিবপুর এলাকার বাসিন্দা ঠাকুর হেমব্রম । প্রথম স্ত্রী'র মৃত্যুর পর বুদিন মুর্মু নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন তিনি ৷ প্রথম পক্ষের দুই ছেলে রয়েছে তাঁদের । অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকে পরিবারে অশান্তি শুরু হয়েছিল ৷ ঠাকুর হেমব্রমের বড় ছেলে ভাকুম হেমব্রমের সঙ্গে জায়গা-জমি নিয়ে বুদিন মুর্মুর অশান্তি শুরু হয়। ভাকুম ও তার খুড়তুতো ভাই দুনুয় দু’জন মিলে বুদিন মুর্মুকে ডাইনি অপবাদ দেয় । পরবর্তীতে 2019 সালের 3 মে দুনয় ও ভাকুম মিলে বুদিন মুর্মুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছিল ৷ সেই অপারাধে আজ দু’জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত ।

আরও পড়ুন: তুকতাক সন্দেহে মহিলাকে পিটিয়ে মারল গ্রামবাসীরা, আহত 3

সরকারি আইনজীবী লোকমান আলি বলেন, "দুই অভিযুক্ত ভাকুম হেমব্রম ও দুনুয় হেমব্রম সম্পর্কে খুড়তুতো ভাই । ভাকুম হেমব্রমের বাবা ঠাকুর হেমব্রম ৷ তিনি 2019 সালের 3 মে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন । পুলিশি অভিযোগে ঠাকুর হেমব্রম জানিয়েছিলেন, প্রথম স্ত্রী'র মৃত্যুর 20 বছর পর তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। তারপর থেকেই ভাকুম হেমব্রমের সঙ্গে জমিজমা নিয়ে দ্বিতীয় স্ত্রী বুদিন মুর্মুর বিবাদ বাঁধে । ভাকুম হেমব্রম অভিযোগ করতেন, সৎ মা বুদিন মুর্মুর জন্য তাঁদের ছেলেমেয়ে হচ্ছে না । ভাইপো দুনুয় হেমব্রম অভিযোগ করতেন, বুদিন মুর্মুর জন্য দুনুয়ের বাবা-মায়ের মৃত্যু হয়েছে। এনিয়ে বুদিন মুর্মুকে ডাইনি অপবাদ দেয় দুই খুড়তুতো ভাই । ধারালো অস্ত্র দিয়ে খুন করে হত্যা করে ৷ এই ঘটনায় 11 জনের সাক্ষীর ভিত্তিতে ভাকুম হেমব্রম ও দুনুয় হেমব্রমকে দোষী সাব্যস্ত করে আদালত । বিচারক অসীমা পাল দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড করে ও 10 হাজার টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন: ঝাড়খণ্ডে ডাইনি অপবাদে পিটিয়ে হত্যা বৃদ্ধ দম্পতিকে

ডাইনি অপবাদে মহিলাকে খুনের দায়ে দুই অভিযুক্তের যাবজ্জীবন

মালদা, 25জুলাই: ডাইনি অপবাদে সৎ মা'কে খুনের অভিযোগে ছেলে ও ভাইপোর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সেইসঙ্গে 10 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে আরও ছ'মাসের কারাদণ্ড ৷ মঙ্গলবার পঞ্চম কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশন জাজ অসীমা পাল এই সাজা ঘোষণা করেছেন । 2019 সালে মৃতের স্বামী ঠাকুর হেমব্রমের অভিযোগে বুদিনকে খুনের দায়ে পুলিশ দুনয় ও ভাকুমকে গ্রেফতার করেছিল ৷ তারই সাজা ঘোষণা হল মঙ্গলবার ৷

মালদার হবিবপুর এলাকার বাসিন্দা ঠাকুর হেমব্রম । প্রথম স্ত্রী'র মৃত্যুর পর বুদিন মুর্মু নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন তিনি ৷ প্রথম পক্ষের দুই ছেলে রয়েছে তাঁদের । অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকে পরিবারে অশান্তি শুরু হয়েছিল ৷ ঠাকুর হেমব্রমের বড় ছেলে ভাকুম হেমব্রমের সঙ্গে জায়গা-জমি নিয়ে বুদিন মুর্মুর অশান্তি শুরু হয়। ভাকুম ও তার খুড়তুতো ভাই দুনুয় দু’জন মিলে বুদিন মুর্মুকে ডাইনি অপবাদ দেয় । পরবর্তীতে 2019 সালের 3 মে দুনয় ও ভাকুম মিলে বুদিন মুর্মুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছিল ৷ সেই অপারাধে আজ দু’জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত ।

আরও পড়ুন: তুকতাক সন্দেহে মহিলাকে পিটিয়ে মারল গ্রামবাসীরা, আহত 3

সরকারি আইনজীবী লোকমান আলি বলেন, "দুই অভিযুক্ত ভাকুম হেমব্রম ও দুনুয় হেমব্রম সম্পর্কে খুড়তুতো ভাই । ভাকুম হেমব্রমের বাবা ঠাকুর হেমব্রম ৷ তিনি 2019 সালের 3 মে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন । পুলিশি অভিযোগে ঠাকুর হেমব্রম জানিয়েছিলেন, প্রথম স্ত্রী'র মৃত্যুর 20 বছর পর তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। তারপর থেকেই ভাকুম হেমব্রমের সঙ্গে জমিজমা নিয়ে দ্বিতীয় স্ত্রী বুদিন মুর্মুর বিবাদ বাঁধে । ভাকুম হেমব্রম অভিযোগ করতেন, সৎ মা বুদিন মুর্মুর জন্য তাঁদের ছেলেমেয়ে হচ্ছে না । ভাইপো দুনুয় হেমব্রম অভিযোগ করতেন, বুদিন মুর্মুর জন্য দুনুয়ের বাবা-মায়ের মৃত্যু হয়েছে। এনিয়ে বুদিন মুর্মুকে ডাইনি অপবাদ দেয় দুই খুড়তুতো ভাই । ধারালো অস্ত্র দিয়ে খুন করে হত্যা করে ৷ এই ঘটনায় 11 জনের সাক্ষীর ভিত্তিতে ভাকুম হেমব্রম ও দুনুয় হেমব্রমকে দোষী সাব্যস্ত করে আদালত । বিচারক অসীমা পাল দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড করে ও 10 হাজার টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন: ঝাড়খণ্ডে ডাইনি অপবাদে পিটিয়ে হত্যা বৃদ্ধ দম্পতিকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.