ETV Bharat / state

Durga Idol with Match Box: দেশলাই কাঠির দুর্গা প্রতিমা বানিয়ে রেকর্ড লাইব্রেরিয়ানের - ইন্ডিয়া বুক অব রেকর্ডস

দেশলাইয়ের কাঠি ও বাক্স দিয়ে দুর্গা প্রতিমা (Durga Idol with Match Box) বানালেন মালদার লাইব্রেরিয়ান সুবীরকুমার সাহা । এই সৃষ্টির জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসে (Malda man in India book of records) উঠেছে তাঁর নাম ।

India book of records
দেশলাইয়ের কাঠির দুর্গা প্রতিমা বানিয়ে রেকর্ড মালদার লাইব্রেরিয়ানের
author img

By

Published : Nov 25, 2021, 10:23 PM IST

মালদা, 24 নভেম্বর: গত 30 বছর ধরে তিনি নিজের সংগ্রহশালা তৈরি করছেন সুবীরকুমার সাহা। দেশলাইয়ের ব্যবহৃত বাক্স ও কাঠি দিয়েও যে শিল্প ফুটিয়ে তোলা যায় তা দেখিয়ে দিয়েছেন এই লাইব্রেরিয়ান । সম্প্রতি তিনি দেশলাইয়ের কাঠি ও বাক্স দিয়ে দেবী দুর্গার প্রতিমা (Durga Idol with Match Box) তৈরি করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে (Malda man in India book of records) নাম তুলেছেন ।

বাড়ি মালদা (Malda News) শহরের গ্রিন পার্ক এলাকায় ৷ পুরাতন মালদা বাণীভবন টাউন লাইব্রেরির গ্রন্থাগারিক সুবীরকুমার সাহা (Subir Kumar Saha)৷ তাঁর প্রচেষ্টায় ওই গ্রন্থাগার মডেল লাইব্রেরির তালিকাভুক্ত হয়েছে ৷ তাঁর একাধিক নেশা ৷ তার মধ্যে রয়েছে কলম সংগ্রহ, মুদ্রা সংগ্রহ । পাশাপাশি বিভিন্ন দেশ-বিদেশের দেশলাইয়ের বাক্স সংগ্রহও তার মধ্যে একটি ৷ দেশলাইয়ের বাক্স ও কাঠি দিয়ে নানা শিল্প তুলে ধরেছেন তিনি । দৈনন্দিন ব্যবহারের সামগ্রীর মডেল থেকে শুরু করে বিভিন্ন মনীষীর ছবিও তুলে ধরেছেন দেশলাইয়ের বাক্স ও কাঠি দিয়ে । সম্প্রতি তিনি দেশলাইয়ের কাঠি ও বাক্স দিয়ে সাত ইঞ্চির দুর্গা প্রতিমা তৈরি করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন ।

আরও পড়ুন: Centre Extend Free Ration Distribution: আগামী মার্চ পর্যন্ত বাড়ল কেন্দ্রের বিনামূল্যে রেশন পরিষেবা

সুবীরবাবুর কথায়, “বিভিন্ন দেশের দেশলাইয়ের বাক্স সংগ্রহ করা আমার শখ । পাশাপাশি আমি সেই বাক্স ও দেশলাইয়ের কাঠি দিয়ে নানা মডেল তৈরি করি । সম্প্রতি আমি একটি দুর্গা প্রতিমা তৈরি করেছি । দেড় ইঞ্চি ও এক ইঞ্চি মাপের কাঠি এবং মোমের দেশলাইয়ের কাঠি দিয়ে এই প্রতিমা তৈরি করেছি । পাশাপাশি দেবীর কাঠামোর জন্য দেশলাইয়ের বাক্স ব্যবহার করেছি । মোট 295টি কাঠি দিয়ে এই প্রতিমা তৈরি করা হয়েছে । দেবী দুর্গা ও অসুর চার বর্গ ইঞ্চি করে । পুরো প্রতিমার মাপ সাড়ে সাত ইঞ্চি । এই প্রতিমার জন্য আমি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করি । গত সপ্তাহে আমার আবেদন স্বীকার করে আমাকে পুরষ্কৃত করা হয়েছে । এই সম্মান পেয়ে আমি খুবই আনন্দিত । আগামীতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আরও উৎসাহ পাব ।”

দেশলাই কাঠির দুর্গা প্রতিমা বানিয়ে রেকর্ড মালদার লাইব্রেরিয়ানের

আরও পড়ুন: একটি দেশলাই কাঠি দিয়ে বিশ্বকাপের রেপ্লিকা, ইন্ডিয়া বুকে নাম

ফেলে দেওয়া দেশলাইয়ের বাক্স ও কাঠি দিয়েও যে শিল্প গড়ে তোলা যায়, সেটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই উদ্দেশ্য সুবীরকুমার সাহার । তাঁর এই প্রচেষ্টা দেখে যুব সমাজ শিল্পের প্রতি আকর্ষিত হলে সেটাই তাঁর কাছে বড় পুরষ্কার বলে মত তাঁর ৷

আরও পড়ুন: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল হুবলির 3 বছরের শিশুর

মালদা, 24 নভেম্বর: গত 30 বছর ধরে তিনি নিজের সংগ্রহশালা তৈরি করছেন সুবীরকুমার সাহা। দেশলাইয়ের ব্যবহৃত বাক্স ও কাঠি দিয়েও যে শিল্প ফুটিয়ে তোলা যায় তা দেখিয়ে দিয়েছেন এই লাইব্রেরিয়ান । সম্প্রতি তিনি দেশলাইয়ের কাঠি ও বাক্স দিয়ে দেবী দুর্গার প্রতিমা (Durga Idol with Match Box) তৈরি করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে (Malda man in India book of records) নাম তুলেছেন ।

বাড়ি মালদা (Malda News) শহরের গ্রিন পার্ক এলাকায় ৷ পুরাতন মালদা বাণীভবন টাউন লাইব্রেরির গ্রন্থাগারিক সুবীরকুমার সাহা (Subir Kumar Saha)৷ তাঁর প্রচেষ্টায় ওই গ্রন্থাগার মডেল লাইব্রেরির তালিকাভুক্ত হয়েছে ৷ তাঁর একাধিক নেশা ৷ তার মধ্যে রয়েছে কলম সংগ্রহ, মুদ্রা সংগ্রহ । পাশাপাশি বিভিন্ন দেশ-বিদেশের দেশলাইয়ের বাক্স সংগ্রহও তার মধ্যে একটি ৷ দেশলাইয়ের বাক্স ও কাঠি দিয়ে নানা শিল্প তুলে ধরেছেন তিনি । দৈনন্দিন ব্যবহারের সামগ্রীর মডেল থেকে শুরু করে বিভিন্ন মনীষীর ছবিও তুলে ধরেছেন দেশলাইয়ের বাক্স ও কাঠি দিয়ে । সম্প্রতি তিনি দেশলাইয়ের কাঠি ও বাক্স দিয়ে সাত ইঞ্চির দুর্গা প্রতিমা তৈরি করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন ।

আরও পড়ুন: Centre Extend Free Ration Distribution: আগামী মার্চ পর্যন্ত বাড়ল কেন্দ্রের বিনামূল্যে রেশন পরিষেবা

সুবীরবাবুর কথায়, “বিভিন্ন দেশের দেশলাইয়ের বাক্স সংগ্রহ করা আমার শখ । পাশাপাশি আমি সেই বাক্স ও দেশলাইয়ের কাঠি দিয়ে নানা মডেল তৈরি করি । সম্প্রতি আমি একটি দুর্গা প্রতিমা তৈরি করেছি । দেড় ইঞ্চি ও এক ইঞ্চি মাপের কাঠি এবং মোমের দেশলাইয়ের কাঠি দিয়ে এই প্রতিমা তৈরি করেছি । পাশাপাশি দেবীর কাঠামোর জন্য দেশলাইয়ের বাক্স ব্যবহার করেছি । মোট 295টি কাঠি দিয়ে এই প্রতিমা তৈরি করা হয়েছে । দেবী দুর্গা ও অসুর চার বর্গ ইঞ্চি করে । পুরো প্রতিমার মাপ সাড়ে সাত ইঞ্চি । এই প্রতিমার জন্য আমি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করি । গত সপ্তাহে আমার আবেদন স্বীকার করে আমাকে পুরষ্কৃত করা হয়েছে । এই সম্মান পেয়ে আমি খুবই আনন্দিত । আগামীতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আরও উৎসাহ পাব ।”

দেশলাই কাঠির দুর্গা প্রতিমা বানিয়ে রেকর্ড মালদার লাইব্রেরিয়ানের

আরও পড়ুন: একটি দেশলাই কাঠি দিয়ে বিশ্বকাপের রেপ্লিকা, ইন্ডিয়া বুকে নাম

ফেলে দেওয়া দেশলাইয়ের বাক্স ও কাঠি দিয়েও যে শিল্প গড়ে তোলা যায়, সেটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই উদ্দেশ্য সুবীরকুমার সাহার । তাঁর এই প্রচেষ্টা দেখে যুব সমাজ শিল্পের প্রতি আকর্ষিত হলে সেটাই তাঁর কাছে বড় পুরষ্কার বলে মত তাঁর ৷

আরও পড়ুন: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল হুবলির 3 বছরের শিশুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.