ETV Bharat / state

Left Front Candidate List : রাস্তায় দাঁড়িয়ে ইংরেজবাজার পৌরভোটের প্রার্থী তালিকা প্রকাশ বাম নেতৃত্বের - English Bazar Municipality Election

ইংরেজবাজার পৌরসভার নির্বাচনে (English Bazar Municipality Election) কংগ্রেসের সঙ্গে জোট না বেঁধেই লড়ার সিদ্ধান্ত বামেদের ৷

Left Front Candidate List
রাস্তায় দাঁড়িয়ে ইংরেজবাজার পৌরভোটের প্রার্থী তালিকা প্রকাশ বাম নেতৃত্বের
author img

By

Published : Jan 28, 2022, 10:18 PM IST

মালদা, 28 জানুয়ারি : নাটকীয় । প্রবল ঠাণ্ডায় চৌরাস্তার মোড়ে পৌর নির্বাচনের জন্য আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট নেতৃত্ব (Left Front Candidate List) । সেই প্রার্থী তালিকায় ভিড় তরুণ মুখের । তবে বাইশের পৌর নির্বাচনে মালদায় বাম-কংগ্রেসের জোট যে হচ্ছে না, তা আগেই জানিয়ে দিয়েছিল ইটিভি ভারত । তবে সবার প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করে শুক্রবার বাকিদের থেকে যেন কিছুটা এগিয়ে গেল লাল পার্টি ।

এদিন রাতে মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে ইংরেজবাজার পৌরসভার জন্য আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র । এই পৌরসভার 29টি ওয়ার্ডের মধ্যে 16টির প্রার্থী তালিকা এদিন ঘোষণা করা হয়েছে । এই প্রার্থীদের সিংহভাগই নতুন প্রজন্মের। এতে বাম কর্মী-সমর্থকরাও সন্তোষ প্রকাশ করেছেন । প্রার্থী তালিকা ঘোষণার পর অম্বর মিত্র বলেন, “আজ 16 জনের যে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তার মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন । তালিকার 14 জনই একেবারে নতুন মুখ । সবাই নতুন প্রজন্মের । পৌর পরিচালনার অভিজ্ঞতা থাকা দু’জনকেও এবার প্রার্থী করা হয়েছে । আমরা এবার শহরবাসীকে তরুণদের পৌরসভা উপহার দিতে চাইছি । তালিকায় থাকা কয়েকজন প্রার্থী রেড ভলান্টিয়ারের সদস্য হিসাবে করোনাকালে মানুষের পাশে ছুটে গিয়েছেন ৷ বাকি 13 জন প্রার্থীরাও মূলত নতুন প্রজন্মের হবেন । তাঁদের মধ্যেও অনেক মহিলা থাকবেন । খুব তাড়াতাড়ি আমরা সেই 13 জনের নামও ঘোষণা করে দেব । সেদিনই পুরাতন মালদা পৌরসভার 20টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ।”

আরও পড়ুন : সিবিআই তদন্ত শুরু হওয়ায় হিংসা অনেকটা কমেছে, মন্তব্য প্রিয়াঙ্কার

জেলা বামফ্রন্টের আহ্বায়ক আরও বলেন, “পৌর নির্বাচনে আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও আলোচনা হয়নি । আমরা এনিয়ে কংগ্রেসকে কোনও প্রস্তাব দিইনি । তাদের তরফেও কোনও প্রস্তাব আসেনি । এবারের নির্বাচনে আমরা বাম ঐক্য হিসাবেই লড়াই করব । গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আমাদের আসন রফা হয়েছিল । কিন্তু সব নির্বাচনেই যে সেই রফা হবে, তার কোনও বাধ্যবাধকতা নেই । আমরা অতীতের মতো এবার বামফ্রন্ট হিসাবেই নির্বাচনে লড়ব । এবার কলকাতা পৌর নির্বাচনেও বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের কোনও আসন রফা হয়নি । আর এখন কংগ্রেসের তরফে আসন রফার কোনও প্রস্তাব এলেও আমরা তা রক্ষা করতে পারব না ।”

মালদা, 28 জানুয়ারি : নাটকীয় । প্রবল ঠাণ্ডায় চৌরাস্তার মোড়ে পৌর নির্বাচনের জন্য আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট নেতৃত্ব (Left Front Candidate List) । সেই প্রার্থী তালিকায় ভিড় তরুণ মুখের । তবে বাইশের পৌর নির্বাচনে মালদায় বাম-কংগ্রেসের জোট যে হচ্ছে না, তা আগেই জানিয়ে দিয়েছিল ইটিভি ভারত । তবে সবার প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করে শুক্রবার বাকিদের থেকে যেন কিছুটা এগিয়ে গেল লাল পার্টি ।

এদিন রাতে মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে ইংরেজবাজার পৌরসভার জন্য আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র । এই পৌরসভার 29টি ওয়ার্ডের মধ্যে 16টির প্রার্থী তালিকা এদিন ঘোষণা করা হয়েছে । এই প্রার্থীদের সিংহভাগই নতুন প্রজন্মের। এতে বাম কর্মী-সমর্থকরাও সন্তোষ প্রকাশ করেছেন । প্রার্থী তালিকা ঘোষণার পর অম্বর মিত্র বলেন, “আজ 16 জনের যে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তার মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন । তালিকার 14 জনই একেবারে নতুন মুখ । সবাই নতুন প্রজন্মের । পৌর পরিচালনার অভিজ্ঞতা থাকা দু’জনকেও এবার প্রার্থী করা হয়েছে । আমরা এবার শহরবাসীকে তরুণদের পৌরসভা উপহার দিতে চাইছি । তালিকায় থাকা কয়েকজন প্রার্থী রেড ভলান্টিয়ারের সদস্য হিসাবে করোনাকালে মানুষের পাশে ছুটে গিয়েছেন ৷ বাকি 13 জন প্রার্থীরাও মূলত নতুন প্রজন্মের হবেন । তাঁদের মধ্যেও অনেক মহিলা থাকবেন । খুব তাড়াতাড়ি আমরা সেই 13 জনের নামও ঘোষণা করে দেব । সেদিনই পুরাতন মালদা পৌরসভার 20টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ।”

আরও পড়ুন : সিবিআই তদন্ত শুরু হওয়ায় হিংসা অনেকটা কমেছে, মন্তব্য প্রিয়াঙ্কার

জেলা বামফ্রন্টের আহ্বায়ক আরও বলেন, “পৌর নির্বাচনে আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও আলোচনা হয়নি । আমরা এনিয়ে কংগ্রেসকে কোনও প্রস্তাব দিইনি । তাদের তরফেও কোনও প্রস্তাব আসেনি । এবারের নির্বাচনে আমরা বাম ঐক্য হিসাবেই লড়াই করব । গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আমাদের আসন রফা হয়েছিল । কিন্তু সব নির্বাচনেই যে সেই রফা হবে, তার কোনও বাধ্যবাধকতা নেই । আমরা অতীতের মতো এবার বামফ্রন্ট হিসাবেই নির্বাচনে লড়ব । এবার কলকাতা পৌর নির্বাচনেও বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের কোনও আসন রফা হয়নি । আর এখন কংগ্রেসের তরফে আসন রফার কোনও প্রস্তাব এলেও আমরা তা রক্ষা করতে পারব না ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.