ETV Bharat / state

Lady Teacher Beaten: পড়ুয়ার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ, শাসন করে অভিভাবকদের হাতে নিগৃহীত শিক্ষিকা - স্কুলের টাকা চুরি করেছিল তৃতীয় শ্রেণির ছাত্র

স্কুলের টাকা চুরি করেছিল তৃতীয় শ্রেণির ছাত্র ৷ শাসন করায় স্কুলে ঢুকে শিক্ষিকাকে বেধড়ক মারধরের অভিযোগ পড়ুয়ার অভিভাবকদের বিরুদ্ধে ৷ স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

Etv Bharat
পড়ুয়ার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ
author img

By

Published : Apr 5, 2023, 11:06 PM IST

মালদা, 5 এপ্রিল: স্কুলের ড্রয়ার থেকে টাকা চুরি করেছিল এক ছাত্র ৷ অন্য ছাত্রদের থেকে বিষয়টি জানতে পেরে তৃতীয় শ্রেণির ওই পড়ুয়াকে শাসন করেন শিক্ষিকা ৷ তার জেরে স্কুলে ঢুকে ওই শিক্ষিকাকে মারধর করার অভিযোগ উঠেছে অভিযুক্ত ছাত্রের অভিভাবক ও আত্মীয়দের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, ওই শিক্ষিকাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷ আক্রান্ত শিক্ষিকার নাম দেবপ্রিয়া রায় ৷ বুধবার এই ঘটনাটি ঘটেছে মানিকচক থানার নাজিরপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৷

খবর পেয়ে এদিন ওই স্কুলে যায় মানিকচক থানার পুলিশ ৷ গোটা ঘটনায় মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা ৷

আক্রান্ত শিক্ষিকা দেবপ্রিয়া রায় বলেন, "মঙ্গলবার স্কুলের ড্রয়ার থেকে প্রায় 700 টাকা চুরি যায় ৷ অভিযোগ, সেই টাকা চুরি করে তৃতীয় শ্রেণির এক পড়ুয়া ৷ স্কুলের শিক্ষকরা ওই পড়ুয়াকে শাসন করেন ৷ তার জেরে গতকালই স্থানীয় এক দোকানদার স্কুলে ঢুকে আমাকে গালিগালাজ করে ৷ আজ ওই পড়ুয়ার মা স্কুলে এসে ঝগড়া শুরু করেন ৷ আমাকে চুলের মুঠি ধরে গালে থাপ্পড় মারেন ৷ পড়ুয়ার আত্মীয় চন্দনা ঘোষ ও পম্পা ঘোষ আমায় মারধর করেন ৷ চন্দনাদেবীর দুই ছেলে আমাকে শ্লীলতাহানি করার হুমকি দেয় ৷ তাঁর স্বামীও আমার চাকরি কেড়ে নেওয়ার হুমকি দিয়ে গিয়েছেন ৷ বাচ্চাটিকে শাসন করার সময় সিভিক কর্মীও আমাকে বাধা দেন ৷ বাচ্চাটি নিজের দোষ স্বীকার করে ৷ সে 20 টাকা ফেরতও দেয় ৷ মারধরের সময় আমি ঘটনার ভিডিও করতে যাই ৷ তখনই আমাকে মারধর করা হয় ৷"

স্কুলের টিচার ইনচার্জ চন্দনকুমার মিত্র এই প্রসঙ্গে জানান, গতকাল স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প ছিল ৷ তাই সকাল 10টায় স্কুল খুলে কয়েকটি বাচ্চাকে স্কুলের দায়িত্ব দিয়ে বাড়ি চলে যান তিনি ৷ পরে ফিরে এসে তিনি দেখেন অফিস ঘরের ড্রয়ার খোলা ৷ বিষয়টি অন্যান্য পড়ুয়াদের জিজ্ঞাসা করলে, তারা জানায় অভিযুক্ত ওই পড়ুয়া অফিস ঘরে ঢুকেছে ৷ তখনই ওই তৃতীয় শ্রণির পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে দোষ স্বীকার করে ৷ সেই সঙ্গে 20 টাকা ফেরত দেয় ৷ তখন ওই পড়ুয়ার মাকে স্কুলে ডাকা হলে, তিনি স্কুলে এসে ছেলেকে বেশ মারধর করেন ৷

আরও পড়ুন: গাজোলে কেন্দ্র-রাজ্য শিশু সুরক্ষা কমিশন সংঘাত

তৃতীয় শ্রেণির ওই পড়ুয়ার মা পম্পা ঘোষ স্বীকার করে নিয়েছেন তাঁর ছেলের দোষের কথা ৷ তিনি বলেন,"আমি ম্যাডামকে মারিনি ৷ চন্দনা মেরেছে ৷ আমার ছেলে স্কুল থেকে টাকা চুরি করেছিল ৷ সেই টাকা ছেলে ফেরতও দিয়ে দিয়েছে, তবে 700 টাকা নয় 20 টাকা নিয়েছিল ৷ কিন্তু ছেলে যে টাকা চুরি করেছে, স্কুলের কেউ সেটা আগে আমাদের জানাল না কেন ?"

মালদা, 5 এপ্রিল: স্কুলের ড্রয়ার থেকে টাকা চুরি করেছিল এক ছাত্র ৷ অন্য ছাত্রদের থেকে বিষয়টি জানতে পেরে তৃতীয় শ্রেণির ওই পড়ুয়াকে শাসন করেন শিক্ষিকা ৷ তার জেরে স্কুলে ঢুকে ওই শিক্ষিকাকে মারধর করার অভিযোগ উঠেছে অভিযুক্ত ছাত্রের অভিভাবক ও আত্মীয়দের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, ওই শিক্ষিকাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷ আক্রান্ত শিক্ষিকার নাম দেবপ্রিয়া রায় ৷ বুধবার এই ঘটনাটি ঘটেছে মানিকচক থানার নাজিরপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৷

খবর পেয়ে এদিন ওই স্কুলে যায় মানিকচক থানার পুলিশ ৷ গোটা ঘটনায় মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা ৷

আক্রান্ত শিক্ষিকা দেবপ্রিয়া রায় বলেন, "মঙ্গলবার স্কুলের ড্রয়ার থেকে প্রায় 700 টাকা চুরি যায় ৷ অভিযোগ, সেই টাকা চুরি করে তৃতীয় শ্রেণির এক পড়ুয়া ৷ স্কুলের শিক্ষকরা ওই পড়ুয়াকে শাসন করেন ৷ তার জেরে গতকালই স্থানীয় এক দোকানদার স্কুলে ঢুকে আমাকে গালিগালাজ করে ৷ আজ ওই পড়ুয়ার মা স্কুলে এসে ঝগড়া শুরু করেন ৷ আমাকে চুলের মুঠি ধরে গালে থাপ্পড় মারেন ৷ পড়ুয়ার আত্মীয় চন্দনা ঘোষ ও পম্পা ঘোষ আমায় মারধর করেন ৷ চন্দনাদেবীর দুই ছেলে আমাকে শ্লীলতাহানি করার হুমকি দেয় ৷ তাঁর স্বামীও আমার চাকরি কেড়ে নেওয়ার হুমকি দিয়ে গিয়েছেন ৷ বাচ্চাটিকে শাসন করার সময় সিভিক কর্মীও আমাকে বাধা দেন ৷ বাচ্চাটি নিজের দোষ স্বীকার করে ৷ সে 20 টাকা ফেরতও দেয় ৷ মারধরের সময় আমি ঘটনার ভিডিও করতে যাই ৷ তখনই আমাকে মারধর করা হয় ৷"

স্কুলের টিচার ইনচার্জ চন্দনকুমার মিত্র এই প্রসঙ্গে জানান, গতকাল স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প ছিল ৷ তাই সকাল 10টায় স্কুল খুলে কয়েকটি বাচ্চাকে স্কুলের দায়িত্ব দিয়ে বাড়ি চলে যান তিনি ৷ পরে ফিরে এসে তিনি দেখেন অফিস ঘরের ড্রয়ার খোলা ৷ বিষয়টি অন্যান্য পড়ুয়াদের জিজ্ঞাসা করলে, তারা জানায় অভিযুক্ত ওই পড়ুয়া অফিস ঘরে ঢুকেছে ৷ তখনই ওই তৃতীয় শ্রণির পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে দোষ স্বীকার করে ৷ সেই সঙ্গে 20 টাকা ফেরত দেয় ৷ তখন ওই পড়ুয়ার মাকে স্কুলে ডাকা হলে, তিনি স্কুলে এসে ছেলেকে বেশ মারধর করেন ৷

আরও পড়ুন: গাজোলে কেন্দ্র-রাজ্য শিশু সুরক্ষা কমিশন সংঘাত

তৃতীয় শ্রেণির ওই পড়ুয়ার মা পম্পা ঘোষ স্বীকার করে নিয়েছেন তাঁর ছেলের দোষের কথা ৷ তিনি বলেন,"আমি ম্যাডামকে মারিনি ৷ চন্দনা মেরেছে ৷ আমার ছেলে স্কুল থেকে টাকা চুরি করেছিল ৷ সেই টাকা ছেলে ফেরতও দিয়ে দিয়েছে, তবে 700 টাকা নয় 20 টাকা নিয়েছিল ৷ কিন্তু ছেলে যে টাকা চুরি করেছে, স্কুলের কেউ সেটা আগে আমাদের জানাল না কেন ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.