মালদা, 30 মে : ভিনরাজ্য থেকে বিভিন্ন জেলায় শ্রমিকরা ফিরছেন । স্টেশনেই তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে । তারপর পরিস্থিতি বুঝে কাউকে হোম কোয়ারানটিনে বা কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে পাঠানো হচ্ছে । আর এখান থেকেই শ্রমিকদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে, স্টেশনে নামলেই পাঠিয়ে দেওয়া হবে প্রাতিষ্ঠানিক কোয়ারানটিন সেন্টারে । তাই ট্রেন স্টেশনে ঢোকার আগেই চেন টেনে মাঝপথে নেমে পড়ছেন শ্রমিকরা । তারপর প্রশাসনের চোখে ধুলো দিয়ে পৌঁছে যাচ্ছেন বাড়ি । গত কয়েকদিন ধরে শ্রমিকদের এই প্রবণতার মুখোমুখি হচ্ছে মালদা প্রশাসন । বিষয়টি নিশ্চিত করেছেন রেল কর্তারাও । তাঁরা জানান, মালদা টাউন স্টেশন থেকে এক কিলোমিটার দূরে রথবাড়ি মোড় এলেই এই ঘটনা বেশি ঘটছে ।
প্রতিদিনই ভিনরাজ্য থেকে ট্রেনে করে শ্রমিকরা ফিরছেন । আজও মালদা টাউন স্টেশনে শ্রমিদের নিয়ে মোট 16 টি ট্রেন আসার কথা রয়েছে । যার মধ্যে 12 টি ট্রেনে মালদার শ্রমিকরা রয়েছেন । দুপুর 12 টা 30 মিনিট পর্যন্ত পাঁচটি ট্রেনে প্রায় 1 হাজার 600 শ্রমিক মালদায় ফিরেছেন । এঁদের প্রত্যেকেরই লালারসের নমুনা সংগ্রহ করার পর কাউকে হোম বা কাউকে পাঠানো হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারানটিন সেন্টারে । আর এই বিষয়টিকে কেন্দ্র করেই মালদায় ফেরা শ্রমিকদের মধ্যে এক অদ্ভুত প্রবণতা লক্ষ্য করেছেন প্রশাসনিক কর্তারা । তাঁরা জানান, গত কয়েকদিন ধরে মালদা টাউন স্টেশনে ট্রেন প্রবেশের আগেই এক কিলোমিটার দূরে রথবাড়ি এলাকার কাছাকাছি চেন টেনে দিচ্ছেন শ্রমিকরা । তারপর সেখানে নেমে সোজা চলে যাচ্ছেন বাড়ি । প্রশাসনিক কর্তাদের মতে, প্রাতিষ্ঠানিক কোয়ারানটিন এড়াতেই শ্রমিকদের মধ্যে এই প্রবণতা তৈরি হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন মালদা স্টেশনের রেলের আধিকারিকরা । ইতিমধ্যে রথবাড়ি এলাকায় রেলের তরফে পুলিশ মোতায়েন করা হয়েছে । জেলা প্রশাসনকেও জানানো হয়েছে বিষয়টি । মালদা স্টেশনের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ রেলওয়ে পুলিশ রিপন বল জানান, "ট্রেনের চেন টেনে স্টেশনের আগেই পরিযায়ীদের নেমে যাওয়ার একটা ঘটনা কয়েকদিন আগে রেকর্ড হয়েছিল । এই ঘটনা জানার পরে আমরা রথবাড়িতে আমাদের ব্যবস্থা বাড়িয়ে দিয়েছি । অনেক সময় পরিযায়ী শ্রমিকরা মনে করছেন, স্টেশনে নামলেই তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে পাঠিয়ে দেওয়া হবে । সেই ভয়েই অনেক পরিযায়ীর মধ্যে ট্রেনের চেন টেনে বিভিন্ন জায়গায় নেমে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে । আমরা জেলা প্রশাসনকেও বিষয়টি জানিয়েছি । জেলা প্রশাসন ওই এলাকায় পুলিশ মোতায়েন করার কথা বলেছে । এই ধরনের ঘটনা রুখতে আমরা পদক্ষেপ নিচ্ছি ।"
দিনের পর দিন কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে মালদায় । গতকাল পর্যন্ত মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 138 । এর মধ্যে একজন ছাড়া সকলেই ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিক ।