ETV Bharat / state

Kunal Ghosh: শাহকে পাঠানো তালিকায় ‘নারদা মামলা’ আছে তো ? শুভেন্দুকে প্রশ্ন কুণালের - Narada Case

রাজ্যে তাঁর বিরুদ্ধে থাকা সব মামলার ফাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কাছে পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ যা নিয়ে শুভেন্দুকে একহাত নিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh Criticises Suvendu Adhikari Over Case Files Sent to Amit Shah) ৷ নারদা মামলা সেই তালিকায় আছে কিনা সেই প্রশ্ন করেন তৃণমূলের রাজ্য সম্পাদক ৷

Kunal Ghosh Criticises Suvendu Adhikari  ETV BHARAT
মালদায় চায়ের আসরে কুণাল ঘোষ
author img

By

Published : Dec 21, 2022, 2:09 PM IST

মালদা, 21 ডিসেম্বর: অমিত শাহর কাছে শুভেন্দু অধিকারী তাঁর নামে রাজ্যে হওয়া সব মামলার তালিকা পাঠিয়েছেন (Case Files Sent to Amit Shah) ৷ কিন্তু, সেখানে নারদা মামলা রয়েছে কিনা, সেই প্রশ্ন তুললেন কুণাল ঘোষ ৷ এদিন মালদা শহরের ফোয়ারা মোড়ে চায়ের আসরে যোগ দেন কুণাল ৷ সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, "শুভেন্দু গতকাল অমিত শাহের কাছে একটা তালিকা পাঠিয়েছেন ৷ ওঁর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা অমিত শাহকে জানিয়েছে ৷ ওই তালিকায় তো প্রথম মামলাটাই অমিত শাহের করা ৷ নারদা-কাণ্ডে অমিত শাহই তো ওঁকে চোর বলেছিলেন ৷ সেই মামলাটা তালিকায় আছে তো (Kunal Ghosh Criticises Suvendu Adhikari) ?"

এখানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডলের খুনের চেষ্টার মামলা নিয়ে প্রশ্ন করা হয় কুণালকে ৷ যে ইস্যুতে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি ৷ বিরোধীদের অভিযোগ কেষ্টর দিল্লিযাত্রা ঠেকাতে তৃণমূল কৌশলে পুরনো ঘটনায় এফআইআর করিয়েছে ৷ যা নিয়ে কুণাল ঘোষের দাবি, "এটা পুরো আইনের ব্যাপার ৷ যদি বাংলার কোনও ইস্যুতে এখানকার কোনও নেতাকে দিল্লি নিয়ে যাওয়া আইনসিদ্ধ হয় ৷ তবে অন্য কোনও মামলায় এখানকার কোনও আদালতের প্রোডাকশন ওয়ারেন্টও আইনসিদ্ধ ৷ সবটাই আইনের ব্যাপার ৷ আইন আইনের পথে চলছে ৷ এখানে দল কেন কিছু বলবে !"

শুভেন্দুর, শাহকে পাঠানো তালিকায় ‘নারদা মামলা’ আছে তো ? প্রশ্ন কুণালের

আর এই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীকে একহাত নেন তৃণমূলের রাজ্য সম্পাদক ৷ তিনি বলেন, ‘‘শুভেন্দু কাল নাকি অমিত শাহকে একটি তালিকা পাঠিয়েছে ৷ ওর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা সেই তালিকায় রয়েছে ৷ আমার প্রশ্ন, প্রথম মামলাটা তো অমিত শাহেরই সিবিআই এফআইআর ৷ যেটা অমিত শাহ নারদা কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে তোলাবাজ বলে করেছে ৷ সেই মামলাটা তালিকায় আছে তো ? নাকি এসব থেকে বাঁচতেই ওর দিল্লি যাওয়া ?’’ আসানসোল কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে বেশ মৃত্যুর ঘটনা নিয়েও শুভেন্দুকে একহাত নেন কুণাল ঘোষ ৷

আরও পড়ুন: কাঁথিতে শুভেন্দুর প্রতিবাদ সভার দিনে চর্চায় ‘তৃতীয় ডেটলাইন’

প্রসঙ্গত, আজ কাঁথিতে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ সভা রয়েছে ৷ যা নিয়ে তৃণমূলের তরফে কটাক্ষের সুরে বলা হচ্ছে, কাঁথিতে অভিষেকের সভায় মানুষের ভিড় দেখে ভয় পেয়েছেন বিরোধী দলনেতা ৷ এদিন সেই একই কথা শোনা গেল কুণালের গলাতেও ৷ তিনি বলেন, "কাঁথিতে অভিষেকের সভায় মানুষের ভিড় উপচে পড়েছিল ৷ কলেজ মাঠের বাইরে ভেতরের পাঁচগুণ বেশি মানুষ দাঁড়িয়ে ছিল ৷ তা দেখে ভয় পেয়েছে শুভেন্দু ৷ আমরা বারবার বলেছি, শুভেন্দু এখন অভিষেক ফোবিয়ায় ভুগছে ৷ ওর শয়নে, স্বপনে, জাগরণে এখন শুধু অভিষেক ৷ যেখানে অভিষেক সভা করছে, সেখানে ছুটে যাচ্ছে ৷ অভিষেক যাঁহা পর খাড়া হোতা হ্যায়, ওহি সে শুভেন্দুকা গিনতি শুরু হোতা হ্যায় ৷"

প্রসঙ্গত, এদিন কাঁথিতে তৃণমূল যুবর সমাবেশ ছিল ৷ একই দিনে কাঁথিতে শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভা করছেন ৷ এই পরিস্থিতিতে তৃণমূল যুবর সমাবেশ স্থগিত রেখেছে তৃণমূল ৷ যা নিয়ে কুণাল ঘোষের দাবি, তৃণমূলের নতুন করে লোকবল দেখানোর দরকার নেই ৷ পাশাপাশি, দু’টি জনসভায় একই রাস্তা দিয়ে তৃণমূল ও বিজেপির কর্মীরা আসতেন ৷ সেখানে বিজেপির তরফে উস্কানি দিয়ে অশান্তি করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ ৷ সেই অশান্তি এড়াতেই বিশেষ করে তৃণমূল যুবর সমাবেশ স্থগিত রেখে তৃণমূল ৷

মালদা, 21 ডিসেম্বর: অমিত শাহর কাছে শুভেন্দু অধিকারী তাঁর নামে রাজ্যে হওয়া সব মামলার তালিকা পাঠিয়েছেন (Case Files Sent to Amit Shah) ৷ কিন্তু, সেখানে নারদা মামলা রয়েছে কিনা, সেই প্রশ্ন তুললেন কুণাল ঘোষ ৷ এদিন মালদা শহরের ফোয়ারা মোড়ে চায়ের আসরে যোগ দেন কুণাল ৷ সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, "শুভেন্দু গতকাল অমিত শাহের কাছে একটা তালিকা পাঠিয়েছেন ৷ ওঁর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা অমিত শাহকে জানিয়েছে ৷ ওই তালিকায় তো প্রথম মামলাটাই অমিত শাহের করা ৷ নারদা-কাণ্ডে অমিত শাহই তো ওঁকে চোর বলেছিলেন ৷ সেই মামলাটা তালিকায় আছে তো (Kunal Ghosh Criticises Suvendu Adhikari) ?"

এখানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডলের খুনের চেষ্টার মামলা নিয়ে প্রশ্ন করা হয় কুণালকে ৷ যে ইস্যুতে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি ৷ বিরোধীদের অভিযোগ কেষ্টর দিল্লিযাত্রা ঠেকাতে তৃণমূল কৌশলে পুরনো ঘটনায় এফআইআর করিয়েছে ৷ যা নিয়ে কুণাল ঘোষের দাবি, "এটা পুরো আইনের ব্যাপার ৷ যদি বাংলার কোনও ইস্যুতে এখানকার কোনও নেতাকে দিল্লি নিয়ে যাওয়া আইনসিদ্ধ হয় ৷ তবে অন্য কোনও মামলায় এখানকার কোনও আদালতের প্রোডাকশন ওয়ারেন্টও আইনসিদ্ধ ৷ সবটাই আইনের ব্যাপার ৷ আইন আইনের পথে চলছে ৷ এখানে দল কেন কিছু বলবে !"

শুভেন্দুর, শাহকে পাঠানো তালিকায় ‘নারদা মামলা’ আছে তো ? প্রশ্ন কুণালের

আর এই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীকে একহাত নেন তৃণমূলের রাজ্য সম্পাদক ৷ তিনি বলেন, ‘‘শুভেন্দু কাল নাকি অমিত শাহকে একটি তালিকা পাঠিয়েছে ৷ ওর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা সেই তালিকায় রয়েছে ৷ আমার প্রশ্ন, প্রথম মামলাটা তো অমিত শাহেরই সিবিআই এফআইআর ৷ যেটা অমিত শাহ নারদা কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে তোলাবাজ বলে করেছে ৷ সেই মামলাটা তালিকায় আছে তো ? নাকি এসব থেকে বাঁচতেই ওর দিল্লি যাওয়া ?’’ আসানসোল কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে বেশ মৃত্যুর ঘটনা নিয়েও শুভেন্দুকে একহাত নেন কুণাল ঘোষ ৷

আরও পড়ুন: কাঁথিতে শুভেন্দুর প্রতিবাদ সভার দিনে চর্চায় ‘তৃতীয় ডেটলাইন’

প্রসঙ্গত, আজ কাঁথিতে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ সভা রয়েছে ৷ যা নিয়ে তৃণমূলের তরফে কটাক্ষের সুরে বলা হচ্ছে, কাঁথিতে অভিষেকের সভায় মানুষের ভিড় দেখে ভয় পেয়েছেন বিরোধী দলনেতা ৷ এদিন সেই একই কথা শোনা গেল কুণালের গলাতেও ৷ তিনি বলেন, "কাঁথিতে অভিষেকের সভায় মানুষের ভিড় উপচে পড়েছিল ৷ কলেজ মাঠের বাইরে ভেতরের পাঁচগুণ বেশি মানুষ দাঁড়িয়ে ছিল ৷ তা দেখে ভয় পেয়েছে শুভেন্দু ৷ আমরা বারবার বলেছি, শুভেন্দু এখন অভিষেক ফোবিয়ায় ভুগছে ৷ ওর শয়নে, স্বপনে, জাগরণে এখন শুধু অভিষেক ৷ যেখানে অভিষেক সভা করছে, সেখানে ছুটে যাচ্ছে ৷ অভিষেক যাঁহা পর খাড়া হোতা হ্যায়, ওহি সে শুভেন্দুকা গিনতি শুরু হোতা হ্যায় ৷"

প্রসঙ্গত, এদিন কাঁথিতে তৃণমূল যুবর সমাবেশ ছিল ৷ একই দিনে কাঁথিতে শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভা করছেন ৷ এই পরিস্থিতিতে তৃণমূল যুবর সমাবেশ স্থগিত রেখেছে তৃণমূল ৷ যা নিয়ে কুণাল ঘোষের দাবি, তৃণমূলের নতুন করে লোকবল দেখানোর দরকার নেই ৷ পাশাপাশি, দু’টি জনসভায় একই রাস্তা দিয়ে তৃণমূল ও বিজেপির কর্মীরা আসতেন ৷ সেখানে বিজেপির তরফে উস্কানি দিয়ে অশান্তি করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ ৷ সেই অশান্তি এড়াতেই বিশেষ করে তৃণমূল যুবর সমাবেশ স্থগিত রেখে তৃণমূল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.