ETV Bharat / state

ভোটের মুখে মাস্টারস্ট্রোক শুভেন্দুর, তৃণমূলকে সমর্থন কিষাণজাতি সেবা সমিতির

তৃতীয় দফার নির্বাচনের আগে তৃণমূলের মালদা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর হাত ধরে লোকসভা নির্বাচনে শাসকদলকে সমর্থন করার সিদ্ধান্ত নিল কিষাণজাতি সেবা সমিতি ৷

তৃণমূলকে সমর্থন করবে কিষাণজাতি সেবা সমিতি
author img

By

Published : Apr 20, 2019, 2:55 PM IST

মালদা, ২০ এপ্রিল : ভোটের মুখে তৃণমূলের মালদা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর হাত ধরে লোকসভা নির্বাচনে শাসকদলকে সমর্থন করার সিদ্ধান্ত নিল কিষাণজাতি সেবা সমিতি ৷ আজ পুরাতন মালদার নারায়ণপুরে একটি হোটেলে লোকসভা ভোটে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেন জেলা কিষাণজাতি সেবা সমিতির নেতারা ৷ তৃতীয় দফার নির্বাচনের আগে এই জনগোষ্ঠীর সমর্থন পেয়ে স্বাভাবিকভাবেই উৎফুল্ল শাসকদল ৷ আজ নারায়ণপুরের ওই হোটেলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন, "আগামী ২৩ তারিখ মালদা জেলার দুটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ মালদা সহ উত্তরবঙ্গে কিষাণজাতি সেবা সমিতির কাছে সমর্থনের জন্য আবেদন রেখেছিলাম ৷ এরা সবাই সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল চিহ্নে ভোট দেবে ৷"

কিষাণজাতি সেবা সমিতির সাংগঠনিক শক্তির প্রশংসা করে তিনি বলেন, "আমরা ওদের সাংগঠনিক শক্তিকে শ্রদ্ধা জানাই ৷ গত পঞ্চায়েত ভোটে ওরা নিজেদের সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটিয়েছে ৷ রতুয়া, মানিকচক সহ বেশ কয়েকটি ব্লকে ৫৪টি গ্রাম পঞ্চায়েত ও ৬টি পঞ্চায়েত সমিতির আসনে তাদের সমর্থনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৷ পঞ্চায়েত নির্বাচনের ফলে প্রমাণিত হয়েছে, কিষাণ সম্প্রদায়ের বহু মানুষ কিষাণজাতি সেবা সমিতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ৷ সেই সব মানুষের আস্থার প্ল্যাটফর্ম কিষাণজাতি সেবা সমিতি ৷ মানিকচক পঞ্চায়েত সমিতি ও অনেক গ্রাম পঞ্চায়েত গঠনে এই সমিতির জয়ী প্রার্থীরা কোনও আবেদন ছাড়াই আমাদের সমর্থন করেছেন ৷ তার জন্য আমরা আরও কৃতজ্ঞ ৷"

আজ শুভেন্দুবাবুর সঙ্গে উপস্থিত ছিলেন কিষাণজাতি সেবা সমিতির সভাপতি তারকচন্দ্র দাস, সম্পাদক অসিতকুমার মণ্ডল সহ অন্য নেতৃত্ব ৷ তারকবাবু বলেন, "২০১১ সাল থেকে আমরা নিজেদের দাবি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছি ৷ তিনি অনেকবার আমাদের সঙ্গে দেখা করার কথাও বলেছেন ৷ সময়ের অভাবে যদিও তা হয়নি ৷ মুখ্যমন্ত্রী ও তাঁর দলের প্রতি আমাদের আস্থা রয়েছে ৷ উত্তর ও দক্ষিণ মালদায় আমাদের ১ লাখ ৬০ হাজার ভোট রয়েছে ৷ এর মধ্যে দক্ষিণ মালদা কেন্দ্রেই আমাদের ১ লাখ ২০ হাজার ভোট রয়েছে ৷ আমরা ইতিমধ্যেই নিজেদের সমর্থকদের কাছে তৃণমূলকে সমর্থনের কথা প্রচার করছি ৷ আলাদা জাতিসত্তার দাবি আমাদের দীর্ঘদিনের ৷ সেই দাবি এখনও পূরণ হয়নি ৷ তবে ২০১১ সাল থেকে তার কাজ চলছে ৷"

মালদা, ২০ এপ্রিল : ভোটের মুখে তৃণমূলের মালদা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর হাত ধরে লোকসভা নির্বাচনে শাসকদলকে সমর্থন করার সিদ্ধান্ত নিল কিষাণজাতি সেবা সমিতি ৷ আজ পুরাতন মালদার নারায়ণপুরে একটি হোটেলে লোকসভা ভোটে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেন জেলা কিষাণজাতি সেবা সমিতির নেতারা ৷ তৃতীয় দফার নির্বাচনের আগে এই জনগোষ্ঠীর সমর্থন পেয়ে স্বাভাবিকভাবেই উৎফুল্ল শাসকদল ৷ আজ নারায়ণপুরের ওই হোটেলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন, "আগামী ২৩ তারিখ মালদা জেলার দুটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ মালদা সহ উত্তরবঙ্গে কিষাণজাতি সেবা সমিতির কাছে সমর্থনের জন্য আবেদন রেখেছিলাম ৷ এরা সবাই সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল চিহ্নে ভোট দেবে ৷"

কিষাণজাতি সেবা সমিতির সাংগঠনিক শক্তির প্রশংসা করে তিনি বলেন, "আমরা ওদের সাংগঠনিক শক্তিকে শ্রদ্ধা জানাই ৷ গত পঞ্চায়েত ভোটে ওরা নিজেদের সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটিয়েছে ৷ রতুয়া, মানিকচক সহ বেশ কয়েকটি ব্লকে ৫৪টি গ্রাম পঞ্চায়েত ও ৬টি পঞ্চায়েত সমিতির আসনে তাদের সমর্থনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৷ পঞ্চায়েত নির্বাচনের ফলে প্রমাণিত হয়েছে, কিষাণ সম্প্রদায়ের বহু মানুষ কিষাণজাতি সেবা সমিতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ৷ সেই সব মানুষের আস্থার প্ল্যাটফর্ম কিষাণজাতি সেবা সমিতি ৷ মানিকচক পঞ্চায়েত সমিতি ও অনেক গ্রাম পঞ্চায়েত গঠনে এই সমিতির জয়ী প্রার্থীরা কোনও আবেদন ছাড়াই আমাদের সমর্থন করেছেন ৷ তার জন্য আমরা আরও কৃতজ্ঞ ৷"

আজ শুভেন্দুবাবুর সঙ্গে উপস্থিত ছিলেন কিষাণজাতি সেবা সমিতির সভাপতি তারকচন্দ্র দাস, সম্পাদক অসিতকুমার মণ্ডল সহ অন্য নেতৃত্ব ৷ তারকবাবু বলেন, "২০১১ সাল থেকে আমরা নিজেদের দাবি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছি ৷ তিনি অনেকবার আমাদের সঙ্গে দেখা করার কথাও বলেছেন ৷ সময়ের অভাবে যদিও তা হয়নি ৷ মুখ্যমন্ত্রী ও তাঁর দলের প্রতি আমাদের আস্থা রয়েছে ৷ উত্তর ও দক্ষিণ মালদায় আমাদের ১ লাখ ৬০ হাজার ভোট রয়েছে ৷ এর মধ্যে দক্ষিণ মালদা কেন্দ্রেই আমাদের ১ লাখ ২০ হাজার ভোট রয়েছে ৷ আমরা ইতিমধ্যেই নিজেদের সমর্থকদের কাছে তৃণমূলকে সমর্থনের কথা প্রচার করছি ৷ আলাদা জাতিসত্তার দাবি আমাদের দীর্ঘদিনের ৷ সেই দাবি এখনও পূরণ হয়নি ৷ তবে ২০১১ সাল থেকে তার কাজ চলছে ৷"

Intro:মালদা, ২০ এপ্রিলঃ ভোটের মুখে মাস্ট্রারস্ট্রোক দিল তৃণমূল৷ তৃণমূলের এই জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর হাত ধরে লোকসভা নির্বাচনে শাসকদলকে সমর্থন করার সিদ্ধান্ত নিল কিষাণজাতি সেবা সমিতি৷ আজ পুরাতন মালদার নারায়ণপুরে একটি হোটেলে লোকসভা ভোটে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেন জেলা কিষাণজাতি সেবা সমিতির নেতারা৷ তৃতীয় দফার নির্বাচনের আগে এই জনগোষ্ঠীর সমর্থন পেয়ে স্বাভাবিকভাবেই উৎফুল্ল শাসকদল৷Body:আজ নারায়ণপুরের ওই হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দুবাবু বলেন, "আগামী ২৩ তারিখ মালদা জেলার দুটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ মালদা সহ উত্তরবঙ্গে কিষাণজাতি সেবা সমিতি, যারা আমাদের মূল অধিবাসী, বিশেষত উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রে সমর্থনের জন্য আমরা তাদের কাছে আবেদন রেখেছিলাম৷ আমরা তাদের সাংগঠনিক শক্তিকে শ্রদ্ধা জানাই৷ গত পঞ্চায়েত ভোটে তাঁরা নিজেদের সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটিয়েছেন৷ রতুয়া, মানিকচক সহ বেশ কয়েকটি ব্লকে ৫৪টি গ্রাম পঞ্চায়েত ও ৬টি পঞ্চায়েত সমিতির আসনে তাঁদের সমর্থনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন৷ পঞ্চায়েত নির্বাচনের ফলে প্রমাণিত হয়েছে, কিষাণ সম্প্রদায়ের বহু মানুষ কিষাণজাতি সেবা সমিতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত৷ সেই সব মানুষের আস্থার প্ল্যাটফর্ম কিষাণজাতি সেবা সমিতি৷ মানিকচক পঞ্চায়েত সমিতি ও অনেক গ্রাম পঞ্চায়েত গঠনে এই সমিতির জয়ী প্রার্থীরা কোনও আবেদন ছাড়াই বোর্ড গঠনে আমাদের সমর্থন করেছেন৷ তার জন্য আমরা আরও কৃতজ্ঞ৷ তাঁরা আমাদের বলেছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থাশীল৷ ২০১১ সালের পর থেকে তাঁরা বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবিসনদ পাঠিয়েছেন৷ কিন্তু সেই সব দাবি সরাসরি তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়নি৷ সেটা হলে হয়তো পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলির মতো তাঁদেরও ভাষা, সংস্কৃতি প্রভৃতি বিষয়গুলি মর্যাদা পেত৷ আমাদের মূল নিবাসী জনগোষ্ঠীগুলির জন্য মুখ্যমন্ত্রী নানা পদক্ষেপ নিয়েছেন৷ কিষাণজাতি সেবা সমিতিও বুঝতে পেরেছে, নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে পারবেন একমাত্র মুখ্যমন্ত্রীই৷ কারণ, তাঁদের বিষয়গুলির বেশিরভাগই রাজ্য সরকার কেন্দ্রিক৷ তাই তাঁরা আশাবাদী৷ এখন নির্বাচন বিধি জারি থাকায় এখন এনিয়ে কিছু বলতে পারব না৷ উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রে তাঁদের ১ লক্ষ ৬০ হাজার ভোট রয়েছে৷ এঁরা সবাই সিদ্ধান্ত নিয়েছেন, আগামী তারিখ তাঁরা ঘাসফুল চিহ্নে ভোট দেবেন৷ তার প্রচার তাঁরা ইতিমধ্যে শুরু করেছেন৷ এই ভোট আমাদের পক্ষে আসার ফলে এবার এই জেলার দুটি আসন জেতার বিষয়ে আমরা আরও আশাবাদী৷"Conclusion:আজ শুভেন্দুবাবুর কাছে উপস্থিত ছিলেন কিষাণজাতি সেবা সমিতির সভাপতি তারকচন্দ্র দাস, সম্পাদক অসিতকুমার মণ্ডল সহ আরও অনেক নেতৃত্ব৷ তারকবাবু বলেন, "২০১১ সাল থেকে আমরা নিজেদের দাবি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছি৷ তিনি অনেকবার আমাদের সঙ্গে দেখা করার কথাও বলেছেন৷ সময়ের অভাবে যদিও তা হয়নি৷ মুখ্যমন্ত্রী ও তাঁর দলের প্রতি আমাদের আস্থা রয়েছে৷ উত্তর ও দক্ষিণ মালদায় আমাদের ১ লক্ষ ৬০ হাজার ভোট রয়েছে৷ এর মধ্যে দক্ষিণ মালদা কেন্দ্রেই আমাদের ১ লক্ষ ২০ হাজার ভোট রয়েছে৷ আমরা ইতিমধ্যেই নিজেদের সমর্থকদের কাছে তৃণমূলকে সমর্থনের কথা প্রচার করছি৷ আলাদা জাতিসত্তার দাবি আমাদের দীর্ঘদিনের৷ সেই দাবি এখনও পূরণ হয়নি৷ তবে ২০১১ সাল থেকে তার কাজ চলছে৷"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.