ETV Bharat / state

Malda Duare Sarkar : নিরক্ষর গ্রামবাসীদের সরকারি প্রকল্পের ফর্ম পূরণ কন্যাশ্রীদের, অভিভূত বিডিও - Kanyashree girls help Malda illetarate people

গ্রামবাসীদের সুবিধের জন্য প্রশাসনের পক্ষ থেকে ফর্ম পূরণের জন্য কয়েকজন কর্মী নিয়োগ করা হয়েছে । কিন্তু, তাঁরাও একপ্রকার হিমশিম খাচ্ছেন ৷ সেই সমস্যা সমাধানে এগিয়ে এল কন্যাশ্রীরা ৷ এরকমই ছবি দেখা গেল মালদায় ৷ তাদের এই উদ্যোগে খুশি স্থানীয় থেকে বিডিও সকলেই ৷

সরকারি প্রকল্পের ফর্ম পূরণ কন্যাশ্রীদের
সরকারি প্রকল্পের ফর্ম পূরণ কন্যাশ্রীদের
author img

By

Published : Sep 6, 2021, 9:27 PM IST

মালদা, 6 সেপ্টেম্বর : নতুন ভূমিকায় কন্যাশ্রীরা । আজ চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসায় এই ছবি ধরা পড়েছে । ওই গ্রামে দুয়ারে সরকার ক্যাম্পে নিরক্ষর গ্রামবাসীদের বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম পূরণ করে দিচ্ছে 15 জন কন্যাশ্রী । কেউ তাদের এই কাজ করতে বলেনি । গ্রামবাসীদের পাশে দাঁড়াতে তারা নিজেরাই এগিয়ে এসেছে । গ্রামের মেয়েদের এভাবে পাশে পেয়ে অভিভূত গ্রামবাসীরাও । বিষয়টি জানতে পেরে কন্যাশ্রীদের শুভেচ্ছা জানিয়েছেন খোদ বিডিও ।

আজ সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসায় দুয়ারে সরকার ক্যাম্প বসেছে । অন্যান্য ক্যাম্পের মতো এখানেও সকাল থেকে মানুষের ঢল নেমেছে । তবে প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনও অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি । গ্রামবাসীদের সুবিধের জন্য প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পে বেশ কিছু কর্মী নিয়োগ করা হয়েছে । যাঁরা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাঁদের সাহায্য করাই এই কর্মীদের কাজ । কিন্তু, কয়েক হাজার মানুষের ফর্ম ফিল আপ করতে নাজেহাল হয়ে পড়েছিলেন হাতেগোনা ওই ক’জন কর্মী । সেকথা জানতে পেরেই এগিয়ে আসে ওই মাদ্রাসার 15 জন কন্যাশ্রী । ক্যাম্প চালু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাদ্রাসার পোশাক পরে তারা হাজির হয়ে যায় সেখানে । ক্যাম্পে থাকা নোডাল অফিসারকে তারা জানায়, গ্রামবাসীদের ফর্ম ফিল আপে তারাও সাহায্য করবে । ক্যাম্পে উপস্থিত সরকারি কর্মীরা তাদের এমন প্রস্তাব পেয়ে অভিভূত । তাঁরা সঙ্গে সঙ্গে কন্যাশ্রীদের বসার ব্যবস্থা করে দেন । প্রাথমিক প্রশিক্ষণও দেন । এরপরেই কাজে নেমে পড়ে 15 জন কন্যাশ্রী ।

নিরক্ষর গ্রামবাসীদের সরকারি প্রকল্পের ফর্ম পূরণ কন্যাশ্রীদের

আরও পড়ুন, Duare BDO : চন্দ্রকোণায় ফর্ম হাতে হতদরিদ্র পরিবারের দুয়ারে বিডিও

এক কন্যাশ্রী, দশম শ্রেণির সুহানা পারভিন বলে, “আমাদের স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে । এলাকার অনেক মানুষ সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারছেন না । আমরা তাঁদের সাহায্য করছি । আমরা অনেকজন মিলেই এই কাজ করছি । মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভাল লাগছে । কোনও অসুবিধে হলে সরকারি কর্মীদের কাছ থেকে তা জেনে নিচ্ছি ।” ক্যাম্পে উপস্থিত আরেক কন্যাশ্রী, একাদশ শ্রেণির সখিনা খাতুন জানায়, “বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে নিতে আজ প্রচুর মানুষ ক্যাম্পে এসেছেন । তাঁদের অনেকেই পড়াশোনা জানেন না । আমরা তাঁদের ফর্ম ফিল আপ করতে সাহায্য করছি । আমরা প্রায় 20 জন মিলে এই কাজ করছি । আমরা মানুষ । তাই মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভাল লাগছে ।”

আরও পড়ুন, Police Day : ‘দুয়ারে সরকার’-এর শিবিরে ‘বন্ধু’ পুলিশ, ফর্ম পূরণ করে দিলেন আইসি

ক্যাম্পে আসা নরসিংহপুর গ্রামের আরিফ চৌধুরী বলেন, “আজ এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করা হচ্ছে । আমরা দেখলাম, এখানে কন্যাশ্রীরা বসে পড়েছে । তারা মানুষের ফর্ম ফিল আপ করে দিচ্ছে । এলাকার অনেক মানুষ পড়াশোনা জানে না । তারা ফর্ম ফিল আপ করতে পারছে না । তাদের ফর্ম ফিল আপ করে দিচ্ছে কন্যাশ্রীরা । কয়েকজন ছাত্রও এই কাজ করছে । ছবিটা দেখতে খুব ভাল লাগল । তাদের জন্য কাউকে ঝামেলা পোহাতে হচ্ছে না ।”

কন্যাশ্রীদের এই উদ্যোগের কথা জেনে অভিভূত চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য । তিনি বলেন, “এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ । কন্যাশ্রীরা স্বেচ্ছায় এই কাজে এগিয়ে এসেছে । গ্রামের মানুষদের সরকারি প্রকল্পের ফর্ম পূরণ করে দিচ্ছে । এভাবে তারা প্রচুর মানুষের উপকার করছে । এভাবে মানুষকে সাহায্য করার উদ্যোগ নেওয়ায় কন্যাশ্রীদের সাধুবাদ জানাচ্ছি ।”

মালদা, 6 সেপ্টেম্বর : নতুন ভূমিকায় কন্যাশ্রীরা । আজ চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসায় এই ছবি ধরা পড়েছে । ওই গ্রামে দুয়ারে সরকার ক্যাম্পে নিরক্ষর গ্রামবাসীদের বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম পূরণ করে দিচ্ছে 15 জন কন্যাশ্রী । কেউ তাদের এই কাজ করতে বলেনি । গ্রামবাসীদের পাশে দাঁড়াতে তারা নিজেরাই এগিয়ে এসেছে । গ্রামের মেয়েদের এভাবে পাশে পেয়ে অভিভূত গ্রামবাসীরাও । বিষয়টি জানতে পেরে কন্যাশ্রীদের শুভেচ্ছা জানিয়েছেন খোদ বিডিও ।

আজ সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসায় দুয়ারে সরকার ক্যাম্প বসেছে । অন্যান্য ক্যাম্পের মতো এখানেও সকাল থেকে মানুষের ঢল নেমেছে । তবে প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনও অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি । গ্রামবাসীদের সুবিধের জন্য প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পে বেশ কিছু কর্মী নিয়োগ করা হয়েছে । যাঁরা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাঁদের সাহায্য করাই এই কর্মীদের কাজ । কিন্তু, কয়েক হাজার মানুষের ফর্ম ফিল আপ করতে নাজেহাল হয়ে পড়েছিলেন হাতেগোনা ওই ক’জন কর্মী । সেকথা জানতে পেরেই এগিয়ে আসে ওই মাদ্রাসার 15 জন কন্যাশ্রী । ক্যাম্প চালু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাদ্রাসার পোশাক পরে তারা হাজির হয়ে যায় সেখানে । ক্যাম্পে থাকা নোডাল অফিসারকে তারা জানায়, গ্রামবাসীদের ফর্ম ফিল আপে তারাও সাহায্য করবে । ক্যাম্পে উপস্থিত সরকারি কর্মীরা তাদের এমন প্রস্তাব পেয়ে অভিভূত । তাঁরা সঙ্গে সঙ্গে কন্যাশ্রীদের বসার ব্যবস্থা করে দেন । প্রাথমিক প্রশিক্ষণও দেন । এরপরেই কাজে নেমে পড়ে 15 জন কন্যাশ্রী ।

নিরক্ষর গ্রামবাসীদের সরকারি প্রকল্পের ফর্ম পূরণ কন্যাশ্রীদের

আরও পড়ুন, Duare BDO : চন্দ্রকোণায় ফর্ম হাতে হতদরিদ্র পরিবারের দুয়ারে বিডিও

এক কন্যাশ্রী, দশম শ্রেণির সুহানা পারভিন বলে, “আমাদের স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে । এলাকার অনেক মানুষ সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারছেন না । আমরা তাঁদের সাহায্য করছি । আমরা অনেকজন মিলেই এই কাজ করছি । মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভাল লাগছে । কোনও অসুবিধে হলে সরকারি কর্মীদের কাছ থেকে তা জেনে নিচ্ছি ।” ক্যাম্পে উপস্থিত আরেক কন্যাশ্রী, একাদশ শ্রেণির সখিনা খাতুন জানায়, “বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে নিতে আজ প্রচুর মানুষ ক্যাম্পে এসেছেন । তাঁদের অনেকেই পড়াশোনা জানেন না । আমরা তাঁদের ফর্ম ফিল আপ করতে সাহায্য করছি । আমরা প্রায় 20 জন মিলে এই কাজ করছি । আমরা মানুষ । তাই মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভাল লাগছে ।”

আরও পড়ুন, Police Day : ‘দুয়ারে সরকার’-এর শিবিরে ‘বন্ধু’ পুলিশ, ফর্ম পূরণ করে দিলেন আইসি

ক্যাম্পে আসা নরসিংহপুর গ্রামের আরিফ চৌধুরী বলেন, “আজ এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করা হচ্ছে । আমরা দেখলাম, এখানে কন্যাশ্রীরা বসে পড়েছে । তারা মানুষের ফর্ম ফিল আপ করে দিচ্ছে । এলাকার অনেক মানুষ পড়াশোনা জানে না । তারা ফর্ম ফিল আপ করতে পারছে না । তাদের ফর্ম ফিল আপ করে দিচ্ছে কন্যাশ্রীরা । কয়েকজন ছাত্রও এই কাজ করছে । ছবিটা দেখতে খুব ভাল লাগল । তাদের জন্য কাউকে ঝামেলা পোহাতে হচ্ছে না ।”

কন্যাশ্রীদের এই উদ্যোগের কথা জেনে অভিভূত চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য । তিনি বলেন, “এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ । কন্যাশ্রীরা স্বেচ্ছায় এই কাজে এগিয়ে এসেছে । গ্রামের মানুষদের সরকারি প্রকল্পের ফর্ম পূরণ করে দিচ্ছে । এভাবে তারা প্রচুর মানুষের উপকার করছে । এভাবে মানুষকে সাহায্য করার উদ্যোগ নেওয়ায় কন্যাশ্রীদের সাধুবাদ জানাচ্ছি ।”

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.