মালদা, 26 জানুয়ারি : সমাজ সেবামূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন মালদার গাজোলের প্রত্যন্ত কোটালহাটি গ্রামের কমলি সোরেন । গতকালই কেন্দ্রীয় সরকারের তরফে তাঁকে ফোন করে এই সংবাদ দেওয়া হয়েছে । কেন্দ্রের প্রকাশিত পদ্মশ্রী প্রাপকদের তালিকায় কমলি সোরেনের নাম রয়েছে 109 নম্বরে । আদিবাসীদের পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে আনা, তাদের উন্নয়ন ও আদিবাসীদের পুরোনো রীতির চিকিৎসা পদ্ধতিকে কাজে লাগিয়ে গ্রাম ঘুরে ঘুরে দুঃস্থ মানুষের চিকিৎসা করায় কমলি সোরেনকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । গত 25 বছর ধরে তিনি এই কাজ করছেন ।
আরও পড়ুন: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন 7 বাঙালি
কমলিদেবীর বাপের বাড়ি পুরাতন মালদার বাগমারা গ্রামে । কম বয়সে বিয়ে হয় । কন্যা সন্তান হয় । স্বামীর মৃত্যুর পর তিনি চলে আসেন গাজলের কোটালহাটি গ্রামে । সেখানে রাজেন বাবাজির আশ্রমই এখন কমলি সোরেনের ঠিকানা । এখানে থেকেই গত 25 বছর ধরে আদিবাসীদের ঐতিহ্যে ফেরানো, তাদের উন্নয়ন ও চিকিৎসার কাজ করছেন তিনি ৷
আরও পড়ুন: মেয়েকে পদ্ম সম্মান উৎসর্গ করলেন মৌমা দাস
কমলি সোরেন বলেন, "গ্রামে গ্রামে ঘুরে কাজ করি ৷ আদিবাসীরা অর্থের কষ্টে খ্রিস্টান হচ্ছে ৷ ওদের বুঝিয়ে ফিরিয়ে আনি ৷ রোগের জন্য জরিবটি ওষুধ দিই মানুষকে ৷"
কমলি সোরেন মালদার মাথায় নতুন পালক গুঁজে দিলেন ৷ মঙ্গলবার সকাল থেকেই তাঁর আশ্রমে ভিড় । ইতিমধ্যে গাজোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে । সংবর্ধনা দিয়েছে স্থানীয় অভিযাত্রী ক্লাব-সহ আরও অনেকেই ।