ETV Bharat / state

IOC LPG Bottling Workers Protest: অনিয়মিত বেতন, বন্ধ পিএফ; বিক্ষোভে আইওসি’র এলপিজি বটলিং প্লান্টের শ্রমিকরা - ইন্ডিয়ান অয়েলের এলপিজি বটলিং প্লান্ট

দীর্ঘ 10 বছর ধরে জমা পড়ছে না প্রভিডেন্ড ফান্ডের টাকা ৷ বেতনও ঠিক সময়ে পাচ্ছেন না শ্রমিকরা ৷ তারই প্রতিবাদে পুরাতন মালদায় ইন্ডিয়ান অয়েলের এলপিজি বটলিং প্লান্টের শ্রমিকরা বিক্ষোভে নামলেন ঠিকাদার সংস্থার বিরুদ্ধে (IOC LPG Bottling Workers Protest Against Contractor Farm in Old Malda) ৷

IOC LPG Bottling Workers Protest Against Contractor Farm in Old Malda
IOC LPG Bottling Workers Protest Against Contractor Farm in Old Malda
author img

By

Published : Jul 18, 2022, 2:51 PM IST

মালদা, 18 জুলাই: ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আন্দোলনে নামলেন ইন্ডিয়ান অয়েলের এলপিজি বটলিং প্লান্টের শ্রমিকরা (IOC LPG Bottling Workers Protest Against Contractor Farm in Old Malda) ৷ অভিযোগ, গত 10 বছর ধরে ঠিকাদার সংস্থা কর্মীদের প্রভিডেন্ড ফান্ডের টাকা বন্ধ করে দিয়েছে ৷ এমনকী সঠিক সময়ে বেতনও পাচ্ছেন না তাঁরা ৷ এই অবস্থায় ঠিকাদার সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে, শ্রমিকদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷ যদিও, এ নিয়ে এলপিজি বটলিংয়ের ঠিকাদার সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে, বিষয়টি খতিয়ে দেখে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র মালদা জেলার সভাপতি ৷

এ নিয়ে বিক্ষোভে অংশ নেওয়া বটলিং প্ল্যান্টের হ্যান্ডেলিং শ্রমিক অসীম চৌধুরী বলেন, “আমরা 2001 সাল থেকে এখানে স্থায়ী শ্রমিক হিসাবে কাজ করছি ৷ 2012 সালে বটলিং প্ল্যান্টের দায়িত্ব ঠিকাদার সংস্থার হাতে তুলে দেওয়া হয় ৷ তখন থেকে আমাদের প্রভিডেন্ড ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সঠিক সময়ে বেতন দেওয়া হয় না ৷ সব কর্মীকে গেটপাসও দেওয়া হয় না ৷ এ নিয়ে কিছু বলতে গেলে আমাদের ভয় দেখানো হয় ৷ আমরা আইএনটিটিইউসির সদস্য হিসাবে একত্রিত হয়েছি ৷ সাংগঠনিকভাবে আমরা নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছি ৷’’

বিক্ষোভকারী ওই শ্রমিক অভিযোগ করেছেন, গতকাল আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টাও করেছে ঠিকাদার কর্তৃপক্ষ ৷ এ দিন গুরুতর অভিযোগ করেছেন ওই শ্রমিক ৷ তিনি জানান, সময় মতো বেতন না পেয়ে অনেক শ্রমিক আত্মঘাতী হয়েছেন ৷ এ নিয়ে এর আগে শ্রমিক সংগঠন, ঠিকাদার সংস্থা ও ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের মধ্যে একটি বৈঠক হয়েছিল ৷ সেই বৈঠকের সিদ্ধান্তও ঠিকাদার সংস্থা মানছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শ্রমিকরা ৷ তারই প্রতিবাদে আজ শ্রমিকরা বিক্ষোভে নেমেছে বলে জানান বটলিং প্ল্যান্টের হ্যান্ডেলিং শ্রমিক অসীম চৌধুরী ৷

আরও পড়ুন: Indian Oil Bottling Plant Problem : আইওসি-র এলপিজি প্লান্টে পরিবহণ ব্যবসায়ীকে হুমকি, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

এ নিয়ে ঠিকাদার সংস্থা কিংবা ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে, মালদা জেলা আইএনটিটিইউসির সভাপতি শুভদীপ সান্যাল জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি আজই খোঁজখবর নিচ্ছেন ৷ শ্রমিকদের স্বার্থে তাঁরা যাবতীয় পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন ৷

মালদা, 18 জুলাই: ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আন্দোলনে নামলেন ইন্ডিয়ান অয়েলের এলপিজি বটলিং প্লান্টের শ্রমিকরা (IOC LPG Bottling Workers Protest Against Contractor Farm in Old Malda) ৷ অভিযোগ, গত 10 বছর ধরে ঠিকাদার সংস্থা কর্মীদের প্রভিডেন্ড ফান্ডের টাকা বন্ধ করে দিয়েছে ৷ এমনকী সঠিক সময়ে বেতনও পাচ্ছেন না তাঁরা ৷ এই অবস্থায় ঠিকাদার সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে, শ্রমিকদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷ যদিও, এ নিয়ে এলপিজি বটলিংয়ের ঠিকাদার সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে, বিষয়টি খতিয়ে দেখে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র মালদা জেলার সভাপতি ৷

এ নিয়ে বিক্ষোভে অংশ নেওয়া বটলিং প্ল্যান্টের হ্যান্ডেলিং শ্রমিক অসীম চৌধুরী বলেন, “আমরা 2001 সাল থেকে এখানে স্থায়ী শ্রমিক হিসাবে কাজ করছি ৷ 2012 সালে বটলিং প্ল্যান্টের দায়িত্ব ঠিকাদার সংস্থার হাতে তুলে দেওয়া হয় ৷ তখন থেকে আমাদের প্রভিডেন্ড ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সঠিক সময়ে বেতন দেওয়া হয় না ৷ সব কর্মীকে গেটপাসও দেওয়া হয় না ৷ এ নিয়ে কিছু বলতে গেলে আমাদের ভয় দেখানো হয় ৷ আমরা আইএনটিটিইউসির সদস্য হিসাবে একত্রিত হয়েছি ৷ সাংগঠনিকভাবে আমরা নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছি ৷’’

বিক্ষোভকারী ওই শ্রমিক অভিযোগ করেছেন, গতকাল আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টাও করেছে ঠিকাদার কর্তৃপক্ষ ৷ এ দিন গুরুতর অভিযোগ করেছেন ওই শ্রমিক ৷ তিনি জানান, সময় মতো বেতন না পেয়ে অনেক শ্রমিক আত্মঘাতী হয়েছেন ৷ এ নিয়ে এর আগে শ্রমিক সংগঠন, ঠিকাদার সংস্থা ও ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের মধ্যে একটি বৈঠক হয়েছিল ৷ সেই বৈঠকের সিদ্ধান্তও ঠিকাদার সংস্থা মানছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শ্রমিকরা ৷ তারই প্রতিবাদে আজ শ্রমিকরা বিক্ষোভে নেমেছে বলে জানান বটলিং প্ল্যান্টের হ্যান্ডেলিং শ্রমিক অসীম চৌধুরী ৷

আরও পড়ুন: Indian Oil Bottling Plant Problem : আইওসি-র এলপিজি প্লান্টে পরিবহণ ব্যবসায়ীকে হুমকি, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

এ নিয়ে ঠিকাদার সংস্থা কিংবা ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে, মালদা জেলা আইএনটিটিইউসির সভাপতি শুভদীপ সান্যাল জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি আজই খোঁজখবর নিচ্ছেন ৷ শ্রমিকদের স্বার্থে তাঁরা যাবতীয় পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.