ETV Bharat / state

মালদায় গত দুদিনে আক্রান্ত 31, মোট আক্রান্তের সংখ্যা 87 - পরিযায়ী শ্রমিক

জেলায় হুড়মুড় করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত দুদিনে 31 জন নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্য 87। নতুন আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক বলে জানাচ্ছে জেলা প্রশাসন।

31 infected in last 2 days at Malda
মালদা
author img

By

Published : May 23, 2020, 10:54 PM IST

মালদা, 23 মে: জেলায় যেন দৌড় শুরু করেছে কোরোনা আক্রান্তের সংখ্যা৷ গতকাল থেকে আজ পর্যন্ত 31 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে৷ সব মিলিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 87। আজ একথা জানানো হল জেলা প্রশাসনের তরফে। জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, গতকাল থেকে আজ পর্যন্ত 31 জনের লালারসে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে৷ আক্রান্তদের প্রত্যেকের চিকিৎসা শুরু হয়েছে৷

মালদা মেডিকেলের তরফে গতকাল মাঝরাত পর্যন্ত যে তথ্য দেওয়া হয়েছিল, তাতে জেলার 64 জন কোরোনা আক্রান্ত ছিলেন৷ কিন্তু, জেলা প্রশাসন এর সঙ্গে কলকাতা ও মুম্বইয়ে লালারস পরীক্ষা হওয়া দুই শ্রমিকের হিসেবও ধরে৷ ফলে আজ সকাল পর্যন্ত প্রশাসনিক হিসেবে মালদায় কোরোনা আক্রান্ত ছিল 66 জন৷ অন্যদিকে, আজ মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগের পরীক্ষাগারে জেলার আরও 21 জনের শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে৷ সেকথা স্বীকার করে জেলা পরিষদের সভাধিপতি গৌর মণ্ডল বলেন, "গতকাল থেকে আজ পর্যন্ত জেলায় মোট 31 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন৷ এরা সবাই পরিযায়ী শ্রমিক৷ এদের মধ্যে 20 জন ইংরেজবাজার ব্লকের বাসিন্দা৷ এছাড়াও কালিয়াচক 1 ব্লকের 6 জন, কালিয়াচক 2 ব্লকের 2 জন, চাঁচল 2 ব্লকের 2 জন ও মানিকচক ব্লকের একজন কোরোনা আক্রান্ত হয়েছেন৷ এই মুহূর্তে জেলায় কোরোনা সংক্রমণের শীর্ষে রয়েছে ইংরেজবাজার ও মানিকচক ব্লক এলাকা৷ দুই ব্লকেই 23 জন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন৷"

এদিন প্রশাসনের তরফে আরও জানানো হয়, এখনও পর্যন্ত প্রায় 1 লাখ পরিযায়ী শ্রমিক জেলায় ফিরেছেন৷ যাঁদের একটা অংশ হোম কোয়ারানটিনে রয়েছেন৷ প্রয়োজনে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে৷

এদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার কোরোনা আক্রান্তদের পুরাতন মালদার কোরোনা চিকিৎসাকেন্দ্র সহ জেলার 4টি আইসোলেশন সেন্টারে ভরতি করা হয়েছে৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে৷ আরও জানানো হয়, গত কয়েক সপ্তাহে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের অনেকরই উপসর্গ ছিল না৷ তাঁরা চিকিৎসায় ভালো সাড়াও দিচ্ছেন৷ ইতিমধ্যে 19 জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷

মালদা, 23 মে: জেলায় যেন দৌড় শুরু করেছে কোরোনা আক্রান্তের সংখ্যা৷ গতকাল থেকে আজ পর্যন্ত 31 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে৷ সব মিলিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 87। আজ একথা জানানো হল জেলা প্রশাসনের তরফে। জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, গতকাল থেকে আজ পর্যন্ত 31 জনের লালারসে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে৷ আক্রান্তদের প্রত্যেকের চিকিৎসা শুরু হয়েছে৷

মালদা মেডিকেলের তরফে গতকাল মাঝরাত পর্যন্ত যে তথ্য দেওয়া হয়েছিল, তাতে জেলার 64 জন কোরোনা আক্রান্ত ছিলেন৷ কিন্তু, জেলা প্রশাসন এর সঙ্গে কলকাতা ও মুম্বইয়ে লালারস পরীক্ষা হওয়া দুই শ্রমিকের হিসেবও ধরে৷ ফলে আজ সকাল পর্যন্ত প্রশাসনিক হিসেবে মালদায় কোরোনা আক্রান্ত ছিল 66 জন৷ অন্যদিকে, আজ মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগের পরীক্ষাগারে জেলার আরও 21 জনের শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে৷ সেকথা স্বীকার করে জেলা পরিষদের সভাধিপতি গৌর মণ্ডল বলেন, "গতকাল থেকে আজ পর্যন্ত জেলায় মোট 31 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন৷ এরা সবাই পরিযায়ী শ্রমিক৷ এদের মধ্যে 20 জন ইংরেজবাজার ব্লকের বাসিন্দা৷ এছাড়াও কালিয়াচক 1 ব্লকের 6 জন, কালিয়াচক 2 ব্লকের 2 জন, চাঁচল 2 ব্লকের 2 জন ও মানিকচক ব্লকের একজন কোরোনা আক্রান্ত হয়েছেন৷ এই মুহূর্তে জেলায় কোরোনা সংক্রমণের শীর্ষে রয়েছে ইংরেজবাজার ও মানিকচক ব্লক এলাকা৷ দুই ব্লকেই 23 জন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন৷"

এদিন প্রশাসনের তরফে আরও জানানো হয়, এখনও পর্যন্ত প্রায় 1 লাখ পরিযায়ী শ্রমিক জেলায় ফিরেছেন৷ যাঁদের একটা অংশ হোম কোয়ারানটিনে রয়েছেন৷ প্রয়োজনে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে৷

এদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার কোরোনা আক্রান্তদের পুরাতন মালদার কোরোনা চিকিৎসাকেন্দ্র সহ জেলার 4টি আইসোলেশন সেন্টারে ভরতি করা হয়েছে৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে৷ আরও জানানো হয়, গত কয়েক সপ্তাহে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের অনেকরই উপসর্গ ছিল না৷ তাঁরা চিকিৎসায় ভালো সাড়াও দিচ্ছেন৷ ইতিমধ্যে 19 জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.