মালদা, ২৯ ফেব্রুয়ারি : প্রকাশ্য দিবালোকে মহিলাকে ছুরি দিয়ে কোপানো হল ৷ আক্রান্ত মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিসাধীন । ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।
আক্রান্ত মহিলার নাম প্রীতি বৈশ্যমালী । বয়স ৪০ । স্বামী মিঠু বৈশ্যমালীর গাড়ির ব্যবসা রয়েছে । তাঁদের বাড়ি বামনগোলায় হলেও ব্যবসার কারণে তাঁরা ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে ভাড়া থাকতেন । অভিযোগ, আজ দুপুরে নুর আহমেদ নামে এক ব্যক্তি তার দুই সঙ্গীকে নিয়ে প্রীতিদেবীর বাড়িতে আসে । প্রীতিদেবীর মাথায় বন্দুক ধরে ৩ লাখ টাকা চায় । প্রীতিদেবী চেক দেওয়ার আছিলায় পালানোর চেষ্টা করলে নুর আহমেদ তাঁর পেটে ছুরি বসায় । প্রীতিদেবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নুর আহমেদকে ধরার চেষ্টা করে । তবে নূর মোটরবাইক ফেলে পালাতে সক্ষম হয় । স্থানীয় বাসিন্দারা প্রীতিদেবীকে মালদা মেডিকেলে ভরতি করেন । বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি । খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায় । ইংরেজবাজার থানার পুলিশ মোটরবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় । পাশাপাশি আক্রান্ত মহিলার সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
প্রীতিদেবীর বান্ধবী জবা দাস বলেন, “আমি এসে দেখি রক্তাক্ত অবস্থায় প্রীতিদেবী মাটিতে লুটিয়ে পড়েছেন । প্রীতিদেবী তাঁকে জানান, মাথায় বন্দুক ধরে নুর আহমেদ সহ আরও দুজন ৩ লাখ টাকার চেক দিতে বলেছিল । তিনি চেক লিখে দেওয়ার আছিলায় পালানোর চেষ্টা করলে নুর আহমেদ তাঁকে ছুরি দিয়ে পেটে আঘাত করে । নূর আহমেদ তাঁদের টেম্পোগাড়ির অস্থায়ী ড্রাইভার । নুর কালিয়াচকের সুজাপুরের বাসিন্দা । পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থানে এসে মোটরবাইকটি নিয়ে যায় ।”