ETV Bharat / state

তৃণমূলে যোগ দিয়ে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন, হারের পরও বলছেন মৌসম - bjp

চোখে-মুখে হতাশার ছাপ স্পষ্ট । এখনও বিশ্বাস করতে পারছেন না যে পরাজিত হয়েছেন । অনেকেই বলছে, মৌসম কংগ্রেসে থাকলে জিততেন । তৃণমূলে যোগদানই কাল হল মৌসমের । তবে মৌসম নিজে তা মনে করেন না । তৃণমূলে যাওয়ার সিদ্ধান্তের মধ্যে ভুল কিছু দেখছেন না তিনি ।

মৌসম নুর
author img

By

Published : May 25, 2019, 5:18 AM IST

Updated : May 25, 2019, 6:40 AM IST

মালদা, 25 মে : চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট । বিশ্বাস করতে পারছেন না মানুষের এই রায় । তবু সবটা মেনে নিতে বাধ্য হয়েছেন মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম নুর । সকাল থেকে বাড়ির সামনে নেই নেতা কর্মীদের ভিড় । কোতওয়ালির খান চৌধুরি ভবন ছেড়ে সারাদিন সময় কাটিয়েছেন স্টেশন রোডে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে ।

এবারের ভোটে মালদা উত্তর কেন্দ্র থেকে BJP প্রার্থী খগেন মুর্মু 84298 ভোটে হারিয়েছেন মৌসমকে । 2014 সালের লোকসভা ভোটের ছবিটা ছিল অন্য । তখন মৌসম এই খগেন মুর্মুকেই হারিয়েছিলেন 65705 ভোটে । তবে তখন মৌসম নিজে ছিলেন কংগ্রেসের প্রতিনিধি । খগেন মুর্মু CPI(M) প্রার্থী । তখনও এই জেলার সংসদীয় নির্বাচনে মূল কথা বলে কংগ্রেস । কিন্তু সব পালটে যায় গত পঞ্চায়েত নির্বাচনে । উত্তর মালদা কেন্দ্রে গনি খানের কংগ্রেস যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে । এতেই কি দোটানায় পড়ে গেছিলেন মৌসম ? যোগ দিয়েছিলেন শাসকদলে ?

ETV ভারতের মুখোমুখি হয়ে মৌসম বলেন, "ফল যে এত খারাপ হবে তা ভাবতে পারিনি । প্রতিটি জায়গাতেই ফল খারাপ হয়েছে । গোটা দেশের কথাই বলছি । এবারের ভোটে একটা মেরুকরণ হয়েছে । যা আমরা কখনও ভাবিনি । খারাপ ফল নিয়ে আমরা অবশ্যই পর্যালোচনা করব । তবে অনেকেই আমাকে ভোট দিয়েছে । আমি তাঁদের ধন্যবাদ জানাই । আমাকে সুযোগ দেওয়ার জন্য নেত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি । আমরা লড়াই করেছি । তবে মানুষের রায়কেও মাথা পেতে মেনে নিচ্ছি । খগেন মুর্মু জিতেছেন । তাঁকে শুভেচ্ছা জানাই । কেন এমন হল, তা জানার পাশাপাশি আগামীতে আমরা সংশোধনের চেষ্টা করব ।"

ভিডিয়োয় শুনুন মৌসমের বক্তব্য

BJP-র এই উত্থানের পিছনে কি গত পঞ্চায়েত ভোট কোনও কাজ করছে? উত্তরে তিনি বলেন, "সেভাবে এখনও চিন্তাভাবনা করিনি । এসব নিয়ে অবশ্যই দলীয় স্তরে পর্যালোচনা করা হবে । কোথায় কী ভুল হয়েছে, তাও খতিয়ে দেখা হবে । যদি ভুল কোথাও হয়ে থাকে, তবে অবশ্যই তার সংশোধন করা হবে । দলনেত্রী আগামীকাল আমাদের ডেকেছেন । তিনি কী নির্দেশ দিচ্ছেন, তা শুনব । তাঁর নির্দেশ মেনেই আগামীতে কাজ করব । তবে এই গেরুয়া ঝড় শুধু মুসলিম এলাকায় নয়, গোটা দেশেই বয়ে গেছে । তাতেই BJP ভালো ভোট পেয়েছে ।" তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলে এসেছেন, বাংলাকে বিরোধীশূন্য করতে হবে ৷ তার জন্য যে কোনও তাস ফেলতে হবে ৷ সেবিষয়ে তিনি বলেন, "আমাদের নেত্রী যেভাবে মানুষের কাজ করেছেন, মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন, তাতে তিনি বিরোধীশূন্য রাজ্য আশা করতেই পারেন ৷ তাছাড়া একটি রাজনৈতিক দল সর্বোচ্চ আসন প্রাপ্তির আশা করতেই পারে ৷ সেই লক্ষ্যে দলনেত্রী কোনও ভুল বলেননি ৷ কিন্তু BJP যেভাবে ধর্মের নামে ভোটের মেরুকরণ করেছে, সেটা দেশ, গণতন্ত্র কিংবা রাজনীতির ক্ষেত্রে ভালো নয় ৷"

কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসে কি ভুল করেছেন? মৌসম বলেন, "এবারের ভোটে উত্তর মালদায় কংগ্রেস তৃতীয় স্থান পেয়েছে ৷ আমি আজও বলব, তৃণমূলে যোগ দিয়ে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি ৷ হয়তো আমরা জিততে পারিনি, তবে ভালো লড়াই দিয়েছি ৷ তবে এই ফলের জন্য তৃণমূলে ভাঙন ধরবে বলে আমি মনে করি না ৷ আমাদের নেত্রী নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর দিশা দেখাবেন ৷"

মালদা, 25 মে : চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট । বিশ্বাস করতে পারছেন না মানুষের এই রায় । তবু সবটা মেনে নিতে বাধ্য হয়েছেন মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম নুর । সকাল থেকে বাড়ির সামনে নেই নেতা কর্মীদের ভিড় । কোতওয়ালির খান চৌধুরি ভবন ছেড়ে সারাদিন সময় কাটিয়েছেন স্টেশন রোডে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে ।

এবারের ভোটে মালদা উত্তর কেন্দ্র থেকে BJP প্রার্থী খগেন মুর্মু 84298 ভোটে হারিয়েছেন মৌসমকে । 2014 সালের লোকসভা ভোটের ছবিটা ছিল অন্য । তখন মৌসম এই খগেন মুর্মুকেই হারিয়েছিলেন 65705 ভোটে । তবে তখন মৌসম নিজে ছিলেন কংগ্রেসের প্রতিনিধি । খগেন মুর্মু CPI(M) প্রার্থী । তখনও এই জেলার সংসদীয় নির্বাচনে মূল কথা বলে কংগ্রেস । কিন্তু সব পালটে যায় গত পঞ্চায়েত নির্বাচনে । উত্তর মালদা কেন্দ্রে গনি খানের কংগ্রেস যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে । এতেই কি দোটানায় পড়ে গেছিলেন মৌসম ? যোগ দিয়েছিলেন শাসকদলে ?

ETV ভারতের মুখোমুখি হয়ে মৌসম বলেন, "ফল যে এত খারাপ হবে তা ভাবতে পারিনি । প্রতিটি জায়গাতেই ফল খারাপ হয়েছে । গোটা দেশের কথাই বলছি । এবারের ভোটে একটা মেরুকরণ হয়েছে । যা আমরা কখনও ভাবিনি । খারাপ ফল নিয়ে আমরা অবশ্যই পর্যালোচনা করব । তবে অনেকেই আমাকে ভোট দিয়েছে । আমি তাঁদের ধন্যবাদ জানাই । আমাকে সুযোগ দেওয়ার জন্য নেত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি । আমরা লড়াই করেছি । তবে মানুষের রায়কেও মাথা পেতে মেনে নিচ্ছি । খগেন মুর্মু জিতেছেন । তাঁকে শুভেচ্ছা জানাই । কেন এমন হল, তা জানার পাশাপাশি আগামীতে আমরা সংশোধনের চেষ্টা করব ।"

ভিডিয়োয় শুনুন মৌসমের বক্তব্য

BJP-র এই উত্থানের পিছনে কি গত পঞ্চায়েত ভোট কোনও কাজ করছে? উত্তরে তিনি বলেন, "সেভাবে এখনও চিন্তাভাবনা করিনি । এসব নিয়ে অবশ্যই দলীয় স্তরে পর্যালোচনা করা হবে । কোথায় কী ভুল হয়েছে, তাও খতিয়ে দেখা হবে । যদি ভুল কোথাও হয়ে থাকে, তবে অবশ্যই তার সংশোধন করা হবে । দলনেত্রী আগামীকাল আমাদের ডেকেছেন । তিনি কী নির্দেশ দিচ্ছেন, তা শুনব । তাঁর নির্দেশ মেনেই আগামীতে কাজ করব । তবে এই গেরুয়া ঝড় শুধু মুসলিম এলাকায় নয়, গোটা দেশেই বয়ে গেছে । তাতেই BJP ভালো ভোট পেয়েছে ।" তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলে এসেছেন, বাংলাকে বিরোধীশূন্য করতে হবে ৷ তার জন্য যে কোনও তাস ফেলতে হবে ৷ সেবিষয়ে তিনি বলেন, "আমাদের নেত্রী যেভাবে মানুষের কাজ করেছেন, মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন, তাতে তিনি বিরোধীশূন্য রাজ্য আশা করতেই পারেন ৷ তাছাড়া একটি রাজনৈতিক দল সর্বোচ্চ আসন প্রাপ্তির আশা করতেই পারে ৷ সেই লক্ষ্যে দলনেত্রী কোনও ভুল বলেননি ৷ কিন্তু BJP যেভাবে ধর্মের নামে ভোটের মেরুকরণ করেছে, সেটা দেশ, গণতন্ত্র কিংবা রাজনীতির ক্ষেত্রে ভালো নয় ৷"

কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসে কি ভুল করেছেন? মৌসম বলেন, "এবারের ভোটে উত্তর মালদায় কংগ্রেস তৃতীয় স্থান পেয়েছে ৷ আমি আজও বলব, তৃণমূলে যোগ দিয়ে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি ৷ হয়তো আমরা জিততে পারিনি, তবে ভালো লড়াই দিয়েছি ৷ তবে এই ফলের জন্য তৃণমূলে ভাঙন ধরবে বলে আমি মনে করি না ৷ আমাদের নেত্রী নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর দিশা দেখাবেন ৷"

Intro:মালদা, ২৪ মে : চোখেমুখে হতাশার ছাপটা স্পষ্ট৷ এখনও যেন মানুষের রায়কে বিশ্বাস করতে পারছেন না উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম নূর৷ দেরিতে ঘুম থেকে উঠেছেন৷ সাতসকাল থেকে আজ আর ঘরের সামনে নেই একজন নেতা-কর্মীও৷ তৈরি হয়ে নিঃশব্দে বেরিয়ে গিয়েছেন কোতওয়ালির খান চৌধুরি ভবন ছেড়ে৷ দিনভর বসে থেকেছেন শহরের স্টেশন রোডে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে৷ সেখানেই ছিলেন তাঁর একান্ত অনুগামীরা৷Body:         এবারের ভোটে উত্তর মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৮৪২৯৮ ভোটে হারিয়েছেন মৌসমকে৷ এই খগেন মুর্মুকেই ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৬৫৭০৫ ভোটে হারিয়েছিলেন মৌসম৷ তাঁর ব্যক্তিগত ক্যারিশমায় উড়ে গিয়েছিলেন অভিজ্ঞ রাজনীতিবিদ্, সিপিএম প্রার্থী খগেনবাবু৷ কিন্তু সেবার মৌসম ছিলেন কোতওয়ালি ভবনের কংগ্রেস প্রতিনিধি৷ তখনও এই জেলার সংসদীয় নির্বাচনে মূল কথা বলে কংগ্রেস৷ কিন্তু সব অগোছালো করে দেয় গত পঞ্চায়েত নির্বাচন৷ উত্তর মালদা কেন্দ্রে গণি খানের কংগ্রেস যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে৷ এতেই কী দোটানায় পড়ে গিয়েছিলেন মৌসম? যোগ দিয়েছিলেন শাসকদলে? এনিয়ে এখনও জেলার রাজনৈতিক মহলে প্রশ্ন রয়েছে৷
         ইটিভি ভারতের মুখোমুখি হয়ে মৌসম আজ বলেন, "ফল যে এত খারাপ হবে তা ভাবতে পারিনি৷ প্রতিটি জায়গাতেই ফল খারাপ হয়েছে৷ গোটা দেশের কথাই বলছি৷ এবারের ভোটে একটা মেরুকরণ হয়েছে৷ যা আমরা কখনও ভাবিনি৷ খারাপ ফল নিয়ে আমরা অবশ্যই পর্যালোচনা করব৷ তবে অনেকেই আমাকে ভোট দিয়েছে৷ আমি তাঁদের ধন্যবাদ জানাই৷ আমাকে সুযোগ দেওয়ার জন্য নেত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি৷ আমরা লড়াই করেছি৷ তবে মানুষের রায়কেও মাথা পেতে মেনে নিচ্ছি৷ খগেন মুর্মু জিতেছেন৷ তাঁকে শুভেচ্ছা জানাই৷ কেন এমন হল, তা জানার পাশাউআশি আগামীতে আমরা সংশোধনের চেষ্টা করব৷" মৌসমকে প্রশ্ন করা হয়, বিজেপির এই উত্থানের পিছনে কি গত পঞ্চায়েত ভোট কোনও কাজ করছে? উত্তরে তিনি বলেন, "সেভাবে এখনও চিন্তাভাবনা করিনি৷ এসব নিয়ে অবশ্যই দলীয় স্তরে পর্যালোচনা করা হবে৷ কোথায় কী ভুল হয়েছে, তাও খতিয়ে দেখা হবে৷ যদি ভুল কোথাও হয়ে থাকে, তবে অবশ্যই তার সংশোধন করা হবে৷ দলনেত্রী আগামীকাল আমাদের ডেকেছেন৷ তিনি কী নির্দেশ দিচ্ছেন, তা শুনব৷ তাঁর নির্দেশ মেনেই আগামীতে কাজ করব৷ তবে এই গেরুয়া ঝড় শুধু মুসলিম এলাকায় নয়, গোটা দেশেই বয়ে গেছে৷ তাতেই বিজেপি ভালো ভোট পেয়েছে৷"
Conclusion:         মৌসম আজ বলেন, "ধর্মীয় মেরুকরণে এবার যে নির্বাচন হল তা গণতন্ত্রের পক্ষে ভালো নয়৷ ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ৷ সেই দেশের পক্ষে এই মেরুকরণ ভালো বলে আমি মনে করছি না৷ আগামীতে মানুষ নিশ্চয়ই এনিয়ে চিন্তাভাবনা করবে৷" তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় প্রকাশ্যে কিংবা অন্দরমহলে বলে এসেছেন, বাংলাকে বিরোধীশূন্য করতে হবে৷ তার জন্য যে কোনও তাস ফেলতে হবে৷ সেকথা মৌসমকে মনে করিয়ে দেওয়া হলে তিনি বলেন, "আমাদের নেত্রী যেভাবে মানুষের কাজ করেছেন, মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন, তাতে তিনি বিরোধীশূন্য রাজ্য আশা করতেই পারেন৷ তাছাড়া একটি রাজনৈতিক দল সর্বোচ্চ আসনপ্রাপ্তি আশা করতেই পারে৷ সেই লক্ষ্যে দলনেত্রী কোনও ভুল বলেননি৷ কিন্তু বিজেপি যেভাবে ধর্মের নামে ভোটের মেরুকরণ করেছে, সেটা দেশ, গণতন্ত্র কিংবা রাজনীতির ক্ষেত্রে ভালো নয়৷" কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসে কি ভুল করেছেন? মৌসমের জবাব, "এবারের ভোটে উত্তর মালদায় কংগ্রেস তৃতীয় স্থান পেয়েছে৷ আমি আজও বলব, তৃণমূলে যোগ দিয়ে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি৷ হয়তো আমরা জিততে পারিনি, তবে ভালো লড়াই দিয়েছি৷ তবে এই ফলের জন্য তৃণমূলে ভাঙন ধরবে বলে আমি মনে করি না৷ আমাদের নেত্রী নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর দিশা দেখাবেন৷"
Last Updated : May 25, 2019, 6:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.