ETV Bharat / state

Malda Murder Case : স্ত্রী খুনে অভিযুক্ত স্বামীর দেহ রেললাইনে, আত্মহত্যা বলে অনুমান - Malda Murder Case

স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে, (Man Killed His Wife With Sharp Object ) আর তারপর থেকেই পলাতক ছিল স্বামী ৷ এদিন সকালে রেললাইনের ধার থেকে পাওয়া গিয়েছে অভিযুক্ত স্বামীর মৃতদেহ ৷ স্থানীয়দের দাবি, খুনের সাজা থেকে বাঁচতে সে আত্মহত্যা করেছে ৷ সমগ্র ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ৷

Malda Murder Case
রেললাইনের ধার থেকে পাওয়া গিয়েছে অভিযুক্ত স্বামীর মৃতদেহ
author img

By

Published : Mar 13, 2022, 4:06 PM IST

মালদা, 13 মার্চ : স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে । সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই স্টেশন সংলগ্ন রেললাইনের ধার থেকে উদ্ধার হল অভিযুক্ত স্বামীর মৃতদেহ। এই ঘটনায় পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও স্থানীয়দের একাংশের অনুমান, স্ত্রীকে খুনের পরে আত্মঘাতী হয়েছে স্বামী (Husband has committed suicide after killing his wife) ।

উল্লেখ্য, গতকাল সকালে চাঁচলের নতুন কান্ডারন এলাকায় স্ত্রী শুকতারা বিবিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে স্বামী সেরাজুল হকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই শুকতারা বিবিকে খুন করে সেরাজুল। সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই সামসি ও শ্রীপুর স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে উদ্ধার হয় সেরাজুলের মৃতদেহ। পরিবারের লোকজন সেরাজুলের মৃতদেহ শনাক্ত করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের একাংশের অনুমান, স্ত্রীকে খুনের পরে সাজা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সেরাজুল। যদিও ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন : Malda Murder Case : সাংসারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুনে করে পলাতক স্বামী

স্থানীয় এক বাসিন্দা জাকির হোসেন বলেন, "গতকাল সকালে শুকতারা বিবিকে ওঁর স্বামী খুন করে বলে অভিযোগ উঠেছে। ওঁর স্বামীর মৃতদেহ পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে অ্যাক্সিডেন্টে ওঁর মৃত্যু হয়েছে।

মালদা, 13 মার্চ : স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে । সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই স্টেশন সংলগ্ন রেললাইনের ধার থেকে উদ্ধার হল অভিযুক্ত স্বামীর মৃতদেহ। এই ঘটনায় পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও স্থানীয়দের একাংশের অনুমান, স্ত্রীকে খুনের পরে আত্মঘাতী হয়েছে স্বামী (Husband has committed suicide after killing his wife) ।

উল্লেখ্য, গতকাল সকালে চাঁচলের নতুন কান্ডারন এলাকায় স্ত্রী শুকতারা বিবিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে স্বামী সেরাজুল হকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই শুকতারা বিবিকে খুন করে সেরাজুল। সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই সামসি ও শ্রীপুর স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে উদ্ধার হয় সেরাজুলের মৃতদেহ। পরিবারের লোকজন সেরাজুলের মৃতদেহ শনাক্ত করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের একাংশের অনুমান, স্ত্রীকে খুনের পরে সাজা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সেরাজুল। যদিও ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন : Malda Murder Case : সাংসারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুনে করে পলাতক স্বামী

স্থানীয় এক বাসিন্দা জাকির হোসেন বলেন, "গতকাল সকালে শুকতারা বিবিকে ওঁর স্বামী খুন করে বলে অভিযোগ উঠেছে। ওঁর স্বামীর মৃতদেহ পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে অ্যাক্সিডেন্টে ওঁর মৃত্যু হয়েছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.