মালদা, 30 সেপ্টেম্বর : নিকাহে্র 15 দিনের মাথায় বাড়ির ভিতর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের দেগুন গ্রামে ৷ আজ সকালে যুবকের শোওয়ার ঘর থেকেই দেহ উদ্ধার করে ভালুকা ফাঁড়ির পুলিশ ৷ যুবকের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, কেউ বা কারা খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে ওই যুবককে ৷ এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷
বছর কুড়ির ওই যুবকের নাম সানাউল্লা ৷ ছোটোবেলাতেই আব্বা মারা যান ৷ 15 দিন আগে সানাউল্লার নিকাহ্ হয়েছিল গ্রামেরই যুবতি তাজেমা খাতুনের সঙ্গে ৷ নিকাহে্র পর আব্বার বাড়িতেই থাকতেন তাজেমা ৷ কথা ছিল, বছরখানেক বাদে তাঁকে ঘরে নিয়ে আসবেন সানাউল্লা ৷ মৃতের আম্মা নাজেমা বেওয়া বলেন, "ছেলের পাবজি খেলার নেশা ছিল ৷ গতকাল রাত 10টার সময় আমরা একসঙ্গেই রাতের খাবার খাই ৷ গতকাল আমার জা বাড়িতে না থাকায় তাঁর বাড়ি ঘুমোতে গিয়েছিলাম ৷ ভোর 5টায় এসে ছেলেকে ডাক দিই ৷ কিন্তু কোনও সাড়াশব্দ পাইনি ৷ ভেবেছিলাম অনেক রাত পর্যন্ত হয়ত পাবজি খেলেছে ৷ দেওরের ছেলেকে ডেকে এনে বাড়ির গেট খুলি ৷ রাতের বাসনপত্র মাজার পরও ছেলে না ওঠায় আমি দরজার ফাঁক দিয়ে দেখি ও ঘরের ভিতর ঝুলছে ৷ সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দিই ৷ মাত্র 10 দিন আগে ওর বিয়ে দিয়েছিলাম ৷ আমার সন্দেহ, কেউ বা কারা ওকে খুন করে ঝুলিয়ে দিয়েছে ৷ ওর সারা শরীরে ক্ষতচিহ্ন রয়েছে ৷"
এদিকে সদ্য বিবাহিতা তাজেমা শওহরকে হারিয়ে কার্যত বাক্রূদ্ধ ৷ কথা বলার মতো অবস্থায় নেই ৷ তাও কোনওরকমে জানালেন, "গতকালও ফোনে ওর সঙ্গে কথা হয়েছিল ৷ আমি ওকে বাড়ি নিয়ে আসতে বলেছিলাম ৷ বলেছিল, কাজ করে একটু টাকাপয়সা হলে ঘর ঠিক করবে ৷ বছরখানেক পর আমাকে নিজের ঘরে নিয়ে আসবে ৷ আমার আর স্বামীর ঘর করা হল না ৷" তবে সানাউল্লার মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছে না গ্রামবাসীরা ৷ এলাকার বাসিন্দা মহম্মদ মতিউর রহমান বলেন, "সকাল সাতটায় গোটা ঘটনা জানতে পারি ৷ ততক্ষণে সানাউল্লার দেহ দড়ি থেকে নামানো হয়েছে ৷ তার সারা শরীরে আঘাতের দাগ রয়েছে ৷ বিভিন্ন জায়গা থেকে রক্তও ঝরছে ৷ আমার সন্দেহ, কেউ বা কারা খুন করে ওকে ঝুলিয়ে দিয়েছে ৷ পুলিশ সঠিক তদন্ত করলেই বিষয়টি পরিষ্কার হবে ৷"
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷