মালদা, 31 অক্টোবর: মদ্যপানের জন্য স্ত্রী'র কাছে টাকা চেয়েছিলেন ৷ কিন্তু, ছটব্রতী স্ত্রী স্বামীকে মদ্যপান করতে দিতে চাননি বলে টাকাও দেননি ৷ আর তার জেরেই এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে খবর ৷ মৃতের নাম সন্তোষ প্রামাণিক ৷ বয়স 48 বছর ৷ স্ত্রী ও মা ছটপুজোয় ব্যস্ত থাকার সময় তিনি গলায় ফাঁস দেন বলে জানা গিয়েছে ৷ তবে, ক্যামেরার সামনে এ নিয়ে কেউই এ নিয়ে মুখ খুলতে চাননি ৷ মুখে কুলুপ এঁটেছেন মৃতের পরিবারের সদস্যরাও ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় (Man Hanging Body Recovers in Old Malda) ৷
জানা গিয়েছে, নবাবগঞ্জে তাঁর সেলুন রয়েছে ৷ বাবা উমাশংকর প্রামাণিকের মৃত্যুর পর তিনিই সেই সেলুন চালাতেন ৷ গতকাল রাতে ওই সেলুনের ভিতর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে মালদা থানার পুলিশ ৷ আজ দেহের ময়নাতদন্ত করা হবে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্তোষ প্রামাণিকের বাড়িতে তাঁর স্ত্রী সুচিত্রা প্রামাণিক, এক ছেলে অঙ্কুশ আর বিধবা মা বেচনি প্রামাণিক থাকেন ৷ 13 বছরের অঙ্কুশ স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ৷
পুলিশ সূত্রে খবর, সন্তোষ প্রামাণিকের মাত্রাতিরিক্ত মদ্যপানের নেশা ছিল ৷ প্রায়দিনই সকাল থেকে মদ্যপান করতেন তিনি ৷ দিনভর দফায় দফায় চলত তাঁর নেশা ৷ গতকালও সকাল থেকে তিনি মদ্যপান শুরু করেন ৷ এদিকে তাঁর মা ও স্ত্রী দু’জনেই ছটপুজোর (Chhath Puja) ব্রত করেছিলেন ৷ বিকেলে তিনি মদ কেনার জন্য স্ত্রীর কাছে টাকা চান ৷ যদিও, তাঁকে টাকা দেননি সুচিত্রা প্রামাণিক ৷ বিকেলে শাশুড়িকে নিয়ে তিনি মহানন্দার ঘাটে ছটপুজো দিতে চলে যান ৷ সন্ধেয় ঘাট থেকে বাড়ি ফিরে স্বামীকে দেখতে না-পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন ৷ শেষে রাতে সেলুনের ভিতর থেকে সন্তোষবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷
আরও পড়ুন: ছটপুজোয় অনুষ্ঠান মঞ্চ ভেঙে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন জুন মালিয়া
স্থানীয় কাউন্সিলর তপন চক্রবর্তী জানান, “ঘটনাটি মর্মান্তিক ৷ ছটপুজো উপলক্ষে আমরা রাত পর্যন্ত নদীর ঘাটে ছিলাম ৷ সেখানেই আমরা খবর পাই, সন্তোষ প্রামাণিকের ঝুলন্ত দেহ তাঁর সেলুন থেকেই উদ্ধার হয়েছে ৷ সেই খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি ৷ কিছুক্ষণের মধ্যে পুলিশও সেখানে চলে আসে ৷ পুলিশের তরফে দেহটি উদ্ধার করা হয়েছে ৷ কী কারণে এমন ঘটনা ঘটল, তা আমরা কেউ বুঝতে পারছি না ৷’’ মালদা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ অভিযোগ দায়ের হলে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷