মালদা, 13 জানুয়ারি : সংস্থার পোশাক পরিহিত অবস্থায় গ্যাস ডেলিভারি বয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গাজোলে ৷ ওই ব্যক্তিকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ সহকর্মীদের ৷ আজ সকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে গাজোল থানার পুলিশ ৷
মৃত ব্যক্তির নাম বিনয় বর্মণ ৷ বয়স 55 ৷ বাড়ি গাজোলের দোহিল এলাকায় ৷ বিনয়বাবু স্থানীয় একটি দোকানে গ্যাস ডেলিভারির কাজ করতেন ৷ স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে ওই গ্যাস গোডাউন থেকে প্রায় 1200টি সিলিন্ডার চুরি হয়ে যায় ৷ সেই নিয়ে সংস্থার কর্ণধারের সঙ্গে কর্মীদের বচসাও বাধে ৷ কর্ণধারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করে ৷ অভিযোগ, গতকাল বিকেলে বিনয়বাবুর সঙ্গে ওই সংস্থার কর্ণধার বেরিয়ে যান ৷ এরপর থেকে নিখোঁজ ছিলেন বিনয়বাবু ৷ গতকাল রাতে বিনয়বাবুর পরিবারের লোকজন গাজোল থানায় মিসিং ডায়রি করেন ৷ আজ সকালে বাড়ি থেকে 200 মিটার দূরে একটি বাগানে বিনয়বাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ কিন্তু, ঘটনাস্থানে পুলিশ পৌঁছাতে দেরি হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা ৷
বিনয়বাবুর সহকর্মী রাজকুমার সাহা জানান, দশ বছর ধরে বিনয়বাবু তাঁর সঙ্গে ওই সংস্থায় কাজ করতেন ৷ কয়েকদিন আগে প্রায় 1200টি সিলিন্ডার হারিয়ে যায় ৷ সংস্থার কর্ণধার স্টোর কিপারের নামে অভিযোগ করেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ স্টোর কিপারকে গ্রেফতার করে ৷ ওই সহকর্মী আরও বলেন, "আমাদের অনুমান বিনয়বাবুকে অপহরণ করে খুন করা হয়েছে ৷ গতকাল বিকেল থেকে বিনয়বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ রাতে পুলিশে মিসিং ডায়রি করা হয় ৷ আজ সকালে বিনয়বাবুর বাড়ি থেকে সামান্য দূরে একটি বাগানে গলায় মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷"
![Hanged body of gas delivery boy recovered](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5694112_wb_cr.jpg)
বিনয়বাবুর ছেলে সঞ্জয় বর্মণ বলেন, "গতকাল বিকেল থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ রাতে থানায় মিসিং ডায়রি করি ৷ তারপর এই ঘটনা । গত কয়েকদিন ধরে গ্যাস নিয়ে ঝামেলা চলছে ৷ গোডাউন থেকে প্রায় 1200টি গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে ৷ এ নিয়ে কর্ণধার সবাইকে জেলে পাঠানোর হুমকি দিয়েছিল ৷ গতকাল সংস্থার বাবার সঙ্গেই ছিলেন কর্ণধার ৷ এরপর কী হল তা জানা নেই ৷ গ্যাসের ঝামেলার কারণে বাবাকে হত্যা করা হয়েছে না অন্য কোনও ঘটনা ঘটেছে তা বুঝে উঠতে পারছি না ৷"
গাজোল থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মালদা মেডিকেলে পাঠানো হয়েছে । মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি । এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ।