ETV Bharat / state

পরনে ইউনিফর্ম, গ্যাস ডেলিভারি বয়ের দেহ উদ্ধার গাজোলে - গ্যাস ডেলিভারি বয়ের ঝুলন্ত দেহ উদ্ধার গাজোলে

তখনও পরনে সংস্থার ইউনিফর্ম । বাড়ি থেকে সামান্য দূরে একটি বাগানে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার গ্যাস ডেলিভারি বয়ের মৃতদেহ । রবিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে উদ্ধার হয় বিনয় বর্মন নামে ওই ব্যক্তির দেহ ।

body of gas delivery boy recovered
গ্যাস ডেলিভারি বয়ের ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Jan 13, 2020, 3:15 PM IST

Updated : Jan 13, 2020, 4:24 PM IST

মালদা, 13 জানুয়ারি : সংস্থার পোশাক পরিহিত অবস্থায় গ্যাস ডেলিভারি বয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গাজোলে ৷ ওই ব্যক্তিকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ সহকর্মীদের ৷ আজ সকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে গাজোল থানার পুলিশ ৷

মৃত ব্যক্তির নাম বিনয় বর্মণ ৷ বয়স 55 ৷ বাড়ি গাজোলের দোহিল এলাকায় ৷ বিনয়বাবু স্থানীয় একটি দোকানে গ্যাস ডেলিভারির কাজ করতেন ৷ স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে ওই গ্যাস গোডাউন থেকে প্রায় 1200টি সিলিন্ডার চুরি হয়ে যায় ৷ সেই নিয়ে সংস্থার কর্ণধারের সঙ্গে কর্মীদের বচসাও বাধে ৷ কর্ণধারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করে ৷ অভিযোগ, গতকাল বিকেলে বিনয়বাবুর সঙ্গে ওই সংস্থার কর্ণধার বেরিয়ে যান ৷ এরপর থেকে নিখোঁজ ছিলেন বিনয়বাবু ৷ গতকাল রাতে বিনয়বাবুর পরিবারের লোকজন গাজোল থানায় মিসিং ডায়রি করেন ৷ আজ সকালে বাড়ি থেকে 200 মিটার দূরে একটি বাগানে বিনয়বাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ কিন্তু, ঘটনাস্থানে পুলিশ পৌঁছাতে দেরি হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা ৷

দেখুন ভিডিয়ো...

বিনয়বাবুর সহকর্মী রাজকুমার সাহা জানান, দশ বছর ধরে বিনয়বাবু তাঁর সঙ্গে ওই সংস্থায় কাজ করতেন ৷ কয়েকদিন আগে প্রায় 1200টি সিলিন্ডার হারিয়ে যায় ৷ সংস্থার কর্ণধার স্টোর কিপারের নামে অভিযোগ করেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ স্টোর কিপারকে গ্রেফতার করে ৷ ওই সহকর্মী আরও বলেন, "আমাদের অনুমান বিনয়বাবুকে অপহরণ করে খুন করা হয়েছে ৷ গতকাল বিকেল থেকে বিনয়বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ রাতে পুলিশে মিসিং ডায়রি করা হয় ৷ আজ সকালে বিনয়বাবুর বাড়ি থেকে সামান্য দূরে একটি বাগানে গলায় মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷"

Hanged body of gas delivery boy recovered
এলাকায় চাঞ্চল্য...

বিনয়বাবুর ছেলে সঞ্জয় বর্মণ বলেন, "গতকাল বিকেল থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ রাতে থানায় মিসিং ডায়রি করি ৷ তারপর এই ঘটনা । গত কয়েকদিন ধরে গ্যাস নিয়ে ঝামেলা চলছে ৷ গোডাউন থেকে প্রায় 1200টি গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে ৷ এ নিয়ে কর্ণধার সবাইকে জেলে পাঠানোর হুমকি দিয়েছিল ৷ গতকাল সংস্থার বাবার সঙ্গেই ছিলেন কর্ণধার ৷ এরপর কী হল তা জানা নেই ৷ গ্যাসের ঝামেলার কারণে বাবাকে হত্যা করা হয়েছে না অন্য কোনও ঘটনা ঘটেছে তা বুঝে উঠতে পারছি না ৷"

গাজোল থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মালদা মেডিকেলে পাঠানো হয়েছে । মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি । এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ।

মালদা, 13 জানুয়ারি : সংস্থার পোশাক পরিহিত অবস্থায় গ্যাস ডেলিভারি বয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গাজোলে ৷ ওই ব্যক্তিকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ সহকর্মীদের ৷ আজ সকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে গাজোল থানার পুলিশ ৷

মৃত ব্যক্তির নাম বিনয় বর্মণ ৷ বয়স 55 ৷ বাড়ি গাজোলের দোহিল এলাকায় ৷ বিনয়বাবু স্থানীয় একটি দোকানে গ্যাস ডেলিভারির কাজ করতেন ৷ স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে ওই গ্যাস গোডাউন থেকে প্রায় 1200টি সিলিন্ডার চুরি হয়ে যায় ৷ সেই নিয়ে সংস্থার কর্ণধারের সঙ্গে কর্মীদের বচসাও বাধে ৷ কর্ণধারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করে ৷ অভিযোগ, গতকাল বিকেলে বিনয়বাবুর সঙ্গে ওই সংস্থার কর্ণধার বেরিয়ে যান ৷ এরপর থেকে নিখোঁজ ছিলেন বিনয়বাবু ৷ গতকাল রাতে বিনয়বাবুর পরিবারের লোকজন গাজোল থানায় মিসিং ডায়রি করেন ৷ আজ সকালে বাড়ি থেকে 200 মিটার দূরে একটি বাগানে বিনয়বাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ কিন্তু, ঘটনাস্থানে পুলিশ পৌঁছাতে দেরি হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা ৷

দেখুন ভিডিয়ো...

বিনয়বাবুর সহকর্মী রাজকুমার সাহা জানান, দশ বছর ধরে বিনয়বাবু তাঁর সঙ্গে ওই সংস্থায় কাজ করতেন ৷ কয়েকদিন আগে প্রায় 1200টি সিলিন্ডার হারিয়ে যায় ৷ সংস্থার কর্ণধার স্টোর কিপারের নামে অভিযোগ করেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ স্টোর কিপারকে গ্রেফতার করে ৷ ওই সহকর্মী আরও বলেন, "আমাদের অনুমান বিনয়বাবুকে অপহরণ করে খুন করা হয়েছে ৷ গতকাল বিকেল থেকে বিনয়বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ রাতে পুলিশে মিসিং ডায়রি করা হয় ৷ আজ সকালে বিনয়বাবুর বাড়ি থেকে সামান্য দূরে একটি বাগানে গলায় মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷"

Hanged body of gas delivery boy recovered
এলাকায় চাঞ্চল্য...

বিনয়বাবুর ছেলে সঞ্জয় বর্মণ বলেন, "গতকাল বিকেল থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ রাতে থানায় মিসিং ডায়রি করি ৷ তারপর এই ঘটনা । গত কয়েকদিন ধরে গ্যাস নিয়ে ঝামেলা চলছে ৷ গোডাউন থেকে প্রায় 1200টি গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে ৷ এ নিয়ে কর্ণধার সবাইকে জেলে পাঠানোর হুমকি দিয়েছিল ৷ গতকাল সংস্থার বাবার সঙ্গেই ছিলেন কর্ণধার ৷ এরপর কী হল তা জানা নেই ৷ গ্যাসের ঝামেলার কারণে বাবাকে হত্যা করা হয়েছে না অন্য কোনও ঘটনা ঘটেছে তা বুঝে উঠতে পারছি না ৷"

গাজোল থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মালদা মেডিকেলে পাঠানো হয়েছে । মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি । এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ।

Intro:মালদা, ১৩ জানুয়ারিঃ সংস্থার পোষাক পরিহিত অবস্থায় গ্যাস ডেলিভারি বয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গাজোলে৷ ওই ব্যক্তিকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অনুমান করেছেন সহকর্মীরা৷ সোমবার সকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে গাজোল থানার পুলিশ৷ এদিকে, পুলিশের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ায় কিছু সময়ের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা৷Body:মৃত ডেলিভারী বয়ের নাম বিনয় বর্মন৷ বয়স ৫৫৷ বাড়ি গাজোলের দোহিল এলাকায়৷ বিনয়বাবু গ্যাস ডেলিভারী করতেন৷ স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ওই গ্যাস গোডাউন থেকে প্রায় ১ হাজার ২০০ গ্যাসের সিলিন্ডার চুরি হয়ে যায়৷ সেই নিয়ে সংস্থার কর্ণধারের সঙ্গে কর্মীদের বচসা হয়৷ কর্ণধারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করে৷ অভিযোগ, গতকাল বিকেলে বিনয়বাবুর সঙ্গে কর্ণধার বেড়িয়ে যান৷ এরপর থেকে বিনয়বাবু নিখোঁজ ছিলেন৷ গতকাল রাতে বিনয়বাবুর পরিবারের লোকজন গাজোল থানায় মিসিং ডায়ারি করেন৷ আজ সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি বাগানে বিনয়বাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে পুলিশের পৌঁছতে দেরি হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা৷ পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়৷
বিনয়বাবুর সহকর্মী রাজকুমার সাহা জানান, “১০ বছর ধরে বিনয়বাবু তাঁর সঙ্গে ওই সংস্থায় কাজ করতেন৷ কয়েকদিন আগে প্রায় ১ হাজার ২০০ গ্যাসের সিলিন্ডার হারিয়ে যায়৷ সংস্থার কর্ণধার স্টোর কিপারের নামে অভিযোগ করেন৷ পুলিশ স্টোর কিপারকে গ্রেফতার করে পুলিশি হেপাজতে নেয়৷ সম্ভবত স্টোর কিপার দুই কর্ণধারের মধ্যে এক কর্ণধারের জড়িত থাকার কথা জানাতে পারে৷ আমাদের অনুমান বিনয়বাবুকে অপহরণ করে খুন করা হয়েছে৷ গতকাল বিকেল থেকে বিনয়বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ রাতে পুলিশে মিসিং ডায়ারি করা হয়৷ আজ সকালে বিনয়বাবুর বাড়ি থেকে সামান্য দূরে একটি বাগানে গলায় মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷”
বিনয়বাবুর ছেলে সঞ্জয় বর্মন জানান, “গতকাল বিকেল থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ রাতে থানায় মিসিং ডায়ারি করি৷ আজ সকালে বাবার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ গত কয়েকদিন ধরে গ্যাস নিয়ে ঝামেলা চলছে৷ গ্যাস গোডাউন থেকে প্রায় ১ হাজার ২০০ গ্যাস চুরি হয়েছে৷ এনিয়ে কর্ণধার সবাইকে জেলে পাঠানোর হুমকি দিয়েছিল৷ গতকাল সংস্থার কর্ণধার বাবারর সঙ্গেই বেড়িয়ে যায়৷ এরপরে কি ঘটেছে তা জানা নেই৷ গ্যাসের ঝামেলার কারণে বাবাকে হত্যা করা হয়েছে না অন্য কোনও ঘটনা ঘটেছে তা বুঝে উঠতে পারছি না৷”Conclusion:গাজোল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
Last Updated : Jan 13, 2020, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.