ETV Bharat / state

কালিয়াচকে উদ্ধার ব্যক্তির গুলিবিদ্ধ দেহ - dedbody recover from malda

এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে অদূরে কালিয়াচকের শ্মশানী গ্রামের একটি মাঠ থেকে ৷ পরিবারের সদস্যদের অভিযোগ, পাচারকারী সন্দেহে BSF জওয়ানরা তাঁকে গুলি করেছে ৷

নজরুল ইসলাম
author img

By

Published : Nov 10, 2019, 2:09 AM IST

মালদা, 10 নভেম্বর : কালিয়াচকের শ্মশানী গ্রামে উদ্ধার এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ ৷ নাম নজরুল ইসলাম (45) ৷ বাড়ি গোলাপগঞ্জ এলাকার খড়িবোনা গ্রামে ৷ গতকাল ভোররাতে ওই এলাকার একটি মাঠ থেকে নজরুলের দেহ উদ্ধার করেন তাঁর পরিবারের লোকেরা ৷ অভিযোগ, BSF-এর গুলিতে মৃত্যু হয়েছে নজরুলের ৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত BSF-এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ৷

পেশায় কৃষক নজরুল ৷ পরশু রাতে তিনি শৌচকর্ম করতে বাড়ি থেকে বেরোন ৷ এরপর আর বাড়ি ফেরেননি ৷ গতকাল ভোররাতে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করে ৷ এরপর ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে খানিকটা দূরে শ্মশানী গ্রামের একটি মাঠের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায় ৷ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ পরিবারের লোকদের অভিযোগ, পাচারকারী সন্দেহে BSF জওয়ানরা নজরুলকে গুলি করে হত্যা করেছে ৷

নজরুলের পরিবারের এক সদস্য আখতার আলম বলেন, "সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে আমাদের বাড়ি 100মিটার দূরে ৷ মাঝরাতে শৌচকর্ম করতে বাড়ি থেকে বেরোন নজরুল ৷ কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি ৷ আমরা খোঁজাখুঁজি করি ৷ শেষ পর্যন্ত ভোররাতে একটি মাঠে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে পড়ে থাকতে দেখা যায় ৷ নজরুলের মাথায় দু'টি গুলির চিহ্ন রয়েছে ৷ মনে হয়, রাতে শৌচকর্ম করার সময় BSF জওয়ানরাই পাচারকারী সন্দেহে তাঁকে গুলি করেছে ৷"

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ে হয়নি । তবে অস্বাভাবিক খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

মালদা, 10 নভেম্বর : কালিয়াচকের শ্মশানী গ্রামে উদ্ধার এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ ৷ নাম নজরুল ইসলাম (45) ৷ বাড়ি গোলাপগঞ্জ এলাকার খড়িবোনা গ্রামে ৷ গতকাল ভোররাতে ওই এলাকার একটি মাঠ থেকে নজরুলের দেহ উদ্ধার করেন তাঁর পরিবারের লোকেরা ৷ অভিযোগ, BSF-এর গুলিতে মৃত্যু হয়েছে নজরুলের ৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত BSF-এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ৷

পেশায় কৃষক নজরুল ৷ পরশু রাতে তিনি শৌচকর্ম করতে বাড়ি থেকে বেরোন ৷ এরপর আর বাড়ি ফেরেননি ৷ গতকাল ভোররাতে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করে ৷ এরপর ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে খানিকটা দূরে শ্মশানী গ্রামের একটি মাঠের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায় ৷ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ পরিবারের লোকদের অভিযোগ, পাচারকারী সন্দেহে BSF জওয়ানরা নজরুলকে গুলি করে হত্যা করেছে ৷

নজরুলের পরিবারের এক সদস্য আখতার আলম বলেন, "সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে আমাদের বাড়ি 100মিটার দূরে ৷ মাঝরাতে শৌচকর্ম করতে বাড়ি থেকে বেরোন নজরুল ৷ কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি ৷ আমরা খোঁজাখুঁজি করি ৷ শেষ পর্যন্ত ভোররাতে একটি মাঠে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে পড়ে থাকতে দেখা যায় ৷ নজরুলের মাথায় দু'টি গুলির চিহ্ন রয়েছে ৷ মনে হয়, রাতে শৌচকর্ম করার সময় BSF জওয়ানরাই পাচারকারী সন্দেহে তাঁকে গুলি করেছে ৷"

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ে হয়নি । তবে অস্বাভাবিক খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:মালদা, ০৯ নভেম্বর : এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তের শ্মশানী গ্রামে৷ আজ ভোর রাতে ইন্দো-বাংলা সীমান্তের একটি মাঠ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন৷ তাদের অভিযোগ, বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত সীমান্ত রক্ষীবাহিনীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ এই খবর জানতে পেরে খোঁজখবর নিতে শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ৷ Body:নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম৷ বয়স ৪৫ বছর৷ স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল একজন কৃষিজীবী ছিলেন৷ তাঁর বাড়ি গোলাপগঞ্জ এলাকার খড়িবোনা গ্রামে৷ গতকাল রাতে তিনি শৌচকর্ম করতে বাড়ি থেকে বেরোন৷ তারপর তিনি আর বাড়ি ফিরে আসেননি৷ অবশেষে ভোর রাতে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করে৷ তখনই তাঁকে সীমান্ত থেকে খানিকটা দূরে একটি মাঠের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়৷ পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে৷ পরিবারের লোকজনের সন্দেহ, পাচারকারী সন্দেহে বিএসএফ জওয়ানরা তাঁকে গুলি করেছে৷
মৃত নজরুলের পরিবারের এক সদস্য আখতার আলম বলেন, “সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে আমাদের বাড়ি ১০০ মিটার দূরে৷ মাঝরাতে শৌচকর্ম করতে বাড়ি থেকে বেরোন নজরুল৷ কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি৷ আমরা তাঁকে খোঁজাখুঁজি করি৷ কিন্তু তাঁকে পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত ভোর রাতে তাঁকে একটি মাঠে পাওয়া যায়৷ তাঁর মাথায় দুটি গুলি করা হয়েছিল৷ আমাদের মনে হয়, রাতে শৌচকর্ম করার সময় বিএসএফ জওয়ানরাই পাচারকারী সন্দেহে তাঁকে গুলি করেছে৷”Conclusion:কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে এখনও কিছু জানানো হয়নি৷ বিএসএফ কর্তৃপক্ষও এনিয়ে থানায় কিছু জানায়নি৷ তবে খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা নিয়ে খোঁজখবর শুরু করা হয়েছে৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.