মালদা, 10 নভেম্বর : কালিয়াচকের শ্মশানী গ্রামে উদ্ধার এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ ৷ নাম নজরুল ইসলাম (45) ৷ বাড়ি গোলাপগঞ্জ এলাকার খড়িবোনা গ্রামে ৷ গতকাল ভোররাতে ওই এলাকার একটি মাঠ থেকে নজরুলের দেহ উদ্ধার করেন তাঁর পরিবারের লোকেরা ৷ অভিযোগ, BSF-এর গুলিতে মৃত্যু হয়েছে নজরুলের ৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত BSF-এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ৷
পেশায় কৃষক নজরুল ৷ পরশু রাতে তিনি শৌচকর্ম করতে বাড়ি থেকে বেরোন ৷ এরপর আর বাড়ি ফেরেননি ৷ গতকাল ভোররাতে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করে ৷ এরপর ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে খানিকটা দূরে শ্মশানী গ্রামের একটি মাঠের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায় ৷ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ পরিবারের লোকদের অভিযোগ, পাচারকারী সন্দেহে BSF জওয়ানরা নজরুলকে গুলি করে হত্যা করেছে ৷
নজরুলের পরিবারের এক সদস্য আখতার আলম বলেন, "সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে আমাদের বাড়ি 100মিটার দূরে ৷ মাঝরাতে শৌচকর্ম করতে বাড়ি থেকে বেরোন নজরুল ৷ কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি ৷ আমরা খোঁজাখুঁজি করি ৷ শেষ পর্যন্ত ভোররাতে একটি মাঠে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে পড়ে থাকতে দেখা যায় ৷ নজরুলের মাথায় দু'টি গুলির চিহ্ন রয়েছে ৷ মনে হয়, রাতে শৌচকর্ম করার সময় BSF জওয়ানরাই পাচারকারী সন্দেহে তাঁকে গুলি করেছে ৷"
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ে হয়নি । তবে অস্বাভাবিক খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।