মালদা, 3 জানুয়ারি: বছরের শুরুতেই শিয়ালদাগামী নতুন ট্রেন উপহার পেয়েছেন দক্ষিণ দিনাজপুরবাসী ৷ মঙ্গলবার থেকে দৈনিক শিয়ালদা-বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস চলাচল শুরু করেছে ৷ এতদিন পর্যন্ত শিয়ালদা-মালদা-শিয়ালদা গৌড় এক্সপ্রেসের স্লিপ কোচের সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন মালদাবাসী ৷ একইসঙ্গে কিছুদিনের মধ্যে গৌড় এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচের রেক আসতে চলেছে বলেও খবর মিলেছে ৷ জানানো হয়েছে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে ৷
দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের জন্য এতদিন গৌড় এক্সপ্রেসে স্লিপ কোচ সার্ভিস চালু ছিল ৷ বালুরঘাট স্টেশন থেকে পাঁচটি কামরা গৌড় লিংক ট্রেন মালদায় আসত ৷ সেই 5টি কামরায় জুড়ে দেওয়া হত গৌড় এক্সপ্রেসের সঙ্গে ৷ এই পাঁচটির মধ্যে ছিল তিনটি স্লিপার ৷ একটি করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাতানুকূল কামরা ছিল ৷ ফলে ওই জেলার বাসিন্দারা গৌড় এক্সপ্রেসে নিরবিচ্ছিন্নভাবে সরাসরি শিয়ালদা পর্যন্ত যাতায়াত করতে পারতেন ৷ 1জানুয়ারি পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু 2 জানুয়ারি থেকে শিয়ালদা-বালুরঘাট-শিয়ালদা সরাসরি ট্রেন চালু হয়েছে ৷ তাই গৌড় এক্সপ্রেসের স্লিপ কোচ 20 জানুয়ারি শিয়ালদা থেকে এবং 21জানুয়ারি বালুরঘাট থেকে বন্ধ করে দেওয়া হবে ৷ তবে কিছুদিনের মধ্যেই 22টি কামরার গৌড় এক্সপ্রেসে আসতে চলেছে ৷ এই হবে এলএইচবি রেক ৷
এই প্রসঙ্গেই উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর বলেন, "গৌড় এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয়, এ হল মালদার সেন্টিমেন্ট ৷ দীর্ঘদিনের পুরনো কোচগুলি এখন ব্যবহারের প্রায় অযোগ্য হয়ে পড়েছে ৷ বর্তমানে এই ট্রেনে আইসিএফ কোচ রয়েছে ৷ এতে যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যায় ৷ তাই এই ট্রেনে এলএইচবি কোচ চালু করার জন্য রেলমন্ত্রীর কাছে একাধিকবার দাবি জানিয়েছি ৷ শেষ পর্যন্ত তিনি এই ট্রেনে এলএইচবি কোচ চালু করতে সম্মতি দিয়েছেন৷ এর জন্য তাঁকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ৷"
আরও পড়ুন: