ETV Bharat / state

জানুয়ারিতেই বন্ধ হচ্ছে গৌড় এক্সপ্রেসের স্লিপার কোচ

Gaur Express: আগামী 15-20 দিনের মধ্যে গৌড় এক্সপ্রেসে এলএইচবি কোচ চালু হতে চলেছে ৷ তবে রেলের তরফে এখনও তা ঘোষণা করা হয়নি ৷ এই কোচ চালু হলে মানুষের উপকার হবে ৷ গৌড় এক্সপ্রেসে যাত্রী নিরাপত্তাও বাড়বে ৷ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 8:47 PM IST

মালদা, 3 জানুয়ারি: বছরের শুরুতেই শিয়ালদাগামী নতুন ট্রেন উপহার পেয়েছেন দক্ষিণ দিনাজপুরবাসী ৷ মঙ্গলবার থেকে দৈনিক শিয়ালদা-বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস চলাচল শুরু করেছে ৷ এতদিন পর্যন্ত শিয়ালদা-মালদা-শিয়ালদা গৌড় এক্সপ্রেসের স্লিপ কোচের সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন মালদাবাসী ৷ একইসঙ্গে কিছুদিনের মধ্যে গৌড় এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচের রেক আসতে চলেছে বলেও খবর মিলেছে ৷ জানানো হয়েছে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে ৷

দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের জন্য এতদিন গৌড় এক্সপ্রেসে স্লিপ কোচ সার্ভিস চালু ছিল ৷ বালুরঘাট স্টেশন থেকে পাঁচটি কামরা গৌড় লিংক ট্রেন মালদায় আসত ৷ সেই 5টি কামরায় জুড়ে দেওয়া হত গৌড় এক্সপ্রেসের সঙ্গে ৷ এই পাঁচটির মধ্যে ছিল তিনটি স্লিপার ৷ একটি করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাতানুকূল কামরা ছিল ৷ ফলে ওই জেলার বাসিন্দারা গৌড় এক্সপ্রেসে নিরবিচ্ছিন্নভাবে সরাসরি শিয়ালদা পর্যন্ত যাতায়াত করতে পারতেন ৷ 1জানুয়ারি পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু 2 জানুয়ারি থেকে শিয়ালদা-বালুরঘাট-শিয়ালদা সরাসরি ট্রেন চালু হয়েছে ৷ তাই গৌড় এক্সপ্রেসের স্লিপ কোচ 20 জানুয়ারি শিয়ালদা থেকে এবং 21জানুয়ারি বালুরঘাট থেকে বন্ধ করে দেওয়া হবে ৷ তবে কিছুদিনের মধ্যেই 22টি কামরার গৌড় এক্সপ্রেসে আসতে চলেছে ৷ এই হবে এলএইচবি রেক ৷

এই প্রসঙ্গেই উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর বলেন, "গৌড় এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয়, এ হল মালদার সেন্টিমেন্ট ৷ দীর্ঘদিনের পুরনো কোচগুলি এখন ব্যবহারের প্রায় অযোগ্য হয়ে পড়েছে ৷ বর্তমানে এই ট্রেনে আইসিএফ কোচ রয়েছে ৷ এতে যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যায় ৷ তাই এই ট্রেনে এলএইচবি কোচ চালু করার জন্য রেলমন্ত্রীর কাছে একাধিকবার দাবি জানিয়েছি ৷ শেষ পর্যন্ত তিনি এই ট্রেনে এলএইচবি কোচ চালু করতে সম্মতি দিয়েছেন৷ এর জন্য তাঁকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ৷"

আরও পড়ুন:

  1. ফরাক্কায় গঙ্গার উপর দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত রেলের
  2. মালদায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে লরির ধাক্কা বাইকে, দুর্ঘটনায় মৃত্যু দম্পতির
  3. শনিতে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের

মালদা, 3 জানুয়ারি: বছরের শুরুতেই শিয়ালদাগামী নতুন ট্রেন উপহার পেয়েছেন দক্ষিণ দিনাজপুরবাসী ৷ মঙ্গলবার থেকে দৈনিক শিয়ালদা-বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস চলাচল শুরু করেছে ৷ এতদিন পর্যন্ত শিয়ালদা-মালদা-শিয়ালদা গৌড় এক্সপ্রেসের স্লিপ কোচের সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন মালদাবাসী ৷ একইসঙ্গে কিছুদিনের মধ্যে গৌড় এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচের রেক আসতে চলেছে বলেও খবর মিলেছে ৷ জানানো হয়েছে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে ৷

দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের জন্য এতদিন গৌড় এক্সপ্রেসে স্লিপ কোচ সার্ভিস চালু ছিল ৷ বালুরঘাট স্টেশন থেকে পাঁচটি কামরা গৌড় লিংক ট্রেন মালদায় আসত ৷ সেই 5টি কামরায় জুড়ে দেওয়া হত গৌড় এক্সপ্রেসের সঙ্গে ৷ এই পাঁচটির মধ্যে ছিল তিনটি স্লিপার ৷ একটি করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাতানুকূল কামরা ছিল ৷ ফলে ওই জেলার বাসিন্দারা গৌড় এক্সপ্রেসে নিরবিচ্ছিন্নভাবে সরাসরি শিয়ালদা পর্যন্ত যাতায়াত করতে পারতেন ৷ 1জানুয়ারি পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু 2 জানুয়ারি থেকে শিয়ালদা-বালুরঘাট-শিয়ালদা সরাসরি ট্রেন চালু হয়েছে ৷ তাই গৌড় এক্সপ্রেসের স্লিপ কোচ 20 জানুয়ারি শিয়ালদা থেকে এবং 21জানুয়ারি বালুরঘাট থেকে বন্ধ করে দেওয়া হবে ৷ তবে কিছুদিনের মধ্যেই 22টি কামরার গৌড় এক্সপ্রেসে আসতে চলেছে ৷ এই হবে এলএইচবি রেক ৷

এই প্রসঙ্গেই উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর বলেন, "গৌড় এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয়, এ হল মালদার সেন্টিমেন্ট ৷ দীর্ঘদিনের পুরনো কোচগুলি এখন ব্যবহারের প্রায় অযোগ্য হয়ে পড়েছে ৷ বর্তমানে এই ট্রেনে আইসিএফ কোচ রয়েছে ৷ এতে যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যায় ৷ তাই এই ট্রেনে এলএইচবি কোচ চালু করার জন্য রেলমন্ত্রীর কাছে একাধিকবার দাবি জানিয়েছি ৷ শেষ পর্যন্ত তিনি এই ট্রেনে এলএইচবি কোচ চালু করতে সম্মতি দিয়েছেন৷ এর জন্য তাঁকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ৷"

আরও পড়ুন:

  1. ফরাক্কায় গঙ্গার উপর দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত রেলের
  2. মালদায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে লরির ধাক্কা বাইকে, দুর্ঘটনায় মৃত্যু দম্পতির
  3. শনিতে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.